অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
আজকে আরো একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকে পোষ্টের বিষয়বস্তু কি সেটি ইতিমধ্যেই আপনাদের মাঝে শেয়ার করেছি। তাহলে চলুন শুরু করা যাক নতুন একটা বিষয়বস্তু নিয়েই নতুন কিছু কথা শেয়ার করা। অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। সময় ও অপরিবর্তনশীল একটা জিনিস। সবকিছু ফিরিয়ে আনা যায় যেমন -সম্পদ, টাকা, পয়সা, স্বাস্থ্য, জ্ঞান, সামাজিক অবস্থা ইত্যাদি ইত্যাদি কিন্তু সময় কখনো ফিরিয়ে আনা যায় না। কিন্তু একটা সময় একবার জীবন থেকে চলে গেলে সেটা আর ফিরিয়ে আনা যায় না। সেজন্য আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে সময়ের কথা মাথায় রাখা উচিত এবং সেই হিসেবে প্রত্যেকটা প্রতিটা কাজকর্ম করা উচিত।
সময়ের বৈশিষ্ট্য হলো সময় সব সময় একই গতিতে অতিবাহিত হয়ে থাকে এবং সেটা ভবিষ্যতের দিকেই এগোতে থাকে। পৃথিবীর সব কিছু পরিবর্তন করা গেলেও সময়কে কখনোই পরিবর্তন করা যায় না। আমাদের জীবনে আমরা অনেক কিছুই হারিয়ে থাকি কিন্তু সেটা আবার পেয়েও যায়। কিন্তু আমাদের জীবন থেকে হারানো সময় আমরা কখনোই পাইনা। টাকা পয়সা হারিয়ে গেলে আমরা সেটা আবার পুনরায় ফিরে পাই। একটা সম্পর্ক ভেঙ্গে গেলে একটা সময় গিয়ে সেটা আবার পুনর্গঠন হয়। সময়টা আমাদের চলে গিয়েছে সেই সময় টার মধ্যে যে আমাদের ক্ষতিটা হয়েছে সেটা আমরা কখনোই পূরণ করতে পারব না। আমি মনে করি যারা সময়ের অপচয় করে তারা সময়ের মূল্য বুঝে না। সময় অপচয় করা মানেই হলো জীবন থেকে অনেক মূল্যবান একটা অংশ হারিয়ে ফেলা। কারণ সময় হচ্ছে গতিশীল আর আমাদের জীবন হচ্ছে খুবই ছোট। আমাদের জীবন থেকে সময় অপচয় করা আর জীবনের একটা অংশ হারিয়ে ফেলা একই।
আমাদের সকলেরই উচিত সময়ের সদ্য ব্যবহার করা। আমাদের জীবনে এমন কিছু জিনিস আছে বা এমন কিছু সুযোগ আছে যা একবারই আসে। আর সেই সুযোগটাকে যদি কাজে লাগানো না হয় তাহলে সেই সুযোগটা অর্থাৎ সেই সময়টা কখনোই আর আমাদের জীবনে ফিরে আসবে না। আর তখন আমাদের অনেক আক্ষেপ থেকে যাবে। এমনই মাঝে মাঝে হয় যে সময় তো চলে যায় অনেক কিছুই ঠিক হয়ে যায় কিন্তু যে সময়টা চলে গিয়েছে সে সময়টার তো আর ফিরে পাওয়া যায় না। সে সময়টার জন্য অনেক আক্ষেপ থাকে যায় মনে। অনেক কষ্ট থেকে যায় মনে যে এই সময়ের মধ্যে যদি আমি এই কাজটা করতে পারতাম এই জিনিসগুলো যদি আমার জীবনে আসত তাহলে অনেক ভালো হতো।বা আমি যদি এই জিনিসগুলো এই সময়ের মধ্যে করতে পারতাম তাহলে আমার জীবনে অনেক সুবিধা হতো বেঁচে থাকার জন্য।
সেটা হয়তো বিভিন্ন কারণে কিছু কিছু সমস্যা সৃষ্টির মাধ্যমে এই সময়গুলোর অপচয় হয়ে থাকে। সময়গুলো আমরা জীবন থেকে হারিয়ে ফেলি সবই একদিন ঠিক হয়ে যাবে। সবই একদিন আগের মত হয়ে যাবে কিন্তু জীবন থেকে যে সময়গুলো হারিয়ে যাচ্ছে সে সময় গুলো আর ফিরে পাওয়া হবে না। আর সময় ফিরে না পাওয়ার যে আক্ষেপগুলো সেটা একমাত্র তারাই বুঝে যারা জীবনের কিছু হারিয়েছে। আর এই হারানো যদি অন্য কারোর জন্য হয় তাহলে আক্ষেপটা একটু বেশি থাকে যাই হোক আমি আর অন্য দিকে যেতে চাইছি না। প্রত্যেকটা দীর্ঘনিঃশ্বাসের বিচার একদিন হবে আখেরাতে। সেদিন আমরা সবাই আমাদের সবকিছু বুঝে নিব। আমি মনে করি যারা সময়ের মূল্য বুঝে তারাই একদিন জীবনে সফল হয়।
জীবনে সফল হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সময়ের মূল্য বুঝতে হবে। সময়কে যথাযথ মূল্যায়ন করতে হবে এবং প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। সময় একবার চলে গেলে সেটা আর কখনোই ফিরে আসে না। তাই আমাদের সকলের উচিত সময়ের প্রতি সচেতন হয়েই সময়কে কাজে লাগিয়ে জীবন এগিয়ে যাওয়ার। ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনা করার যাতে এই সবকিছুই ঠিকঠাক চলে এবং কেউ যাতে কারো মূল্যবান সময় নষ্ট করে জীবনের একটা অংশকে খারাপ করে তুলতে না পারে। সেজন্য সবাই সবার সময় নিয়ে সচেতন হওয়া উচিত। এই ছিল আমার আজকের কিছু বিষয় আশা করছি আমার আজকের এই বিষয়গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
শ্রেণী | জেনারেল |
---|---|
ফটোগ্রাফার | @fasoniya |
ডিভাইস | Vivo Y15s |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
একদম সত্যি আপু সবকিছু ফিরিয়ে আনা গেলেও সময়কে ফিরিয়ে আনা যায় না।সময়ের মূল্য আমাদের কে দিতে হবে।সময় মতো সকল কাজ করে গেলে একদিন সফল হওয়া সম্ভব হবে আমাদের।আশাকরি সবাই এই সময়ের প্রতি যথেষ্ট সচেতন হয়ে উঠবেন।
একদম সত্য কথা! সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না। তাই আমাদের উচিত প্রতিটি মুহূর্তের মূল্য দেওয়া এবং সঠিকভাবে কাজে লাগানো। যারা সময়ের গুরুত্ব বোঝে, তারাই সফল হয়। দারুণ লিখেছেন আপু।
https://x.com/APatwary88409/status/1901319913614291310?t=-dJi6vMCBF_c-uGWNhf__Q&s=19
সময় একবার চলে গেলে তাকে আর কখনো ফিরে নিয়ে আসা সম্ভব নয়। আসলে সময় এমন একটি জিনিস যেটা কারো জন্য অপেক্ষা করে না।সব নিজের গতিতে চলতে থাকে। আপনার লেখা গুলো পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে সময় থাকতে সময়ের মূল্য দেয়া উচিত।
সময় সব সময় নিজের গতিতেই ছুটে চলে। সময় কখনোই কারো জন্য অপেক্ষা করে না। সময় এমন একটা জিনিস যেটা একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না। সবকিছু ফিরিয়ে আমরা আনতে পারি, আবার অনেক কিছু নিজেই ফিরে আসে। কিন্তু সময়কে ফিরিয়ে নিয়ে আসা যায় না, আর এটা নিজেও ফিরে আসে না। তাই সময়ের গুরুত্ব দিতে শেখা উচিত।
আসলেই সময় একবার অতিবাহিত হয়ে গেলে,আর ফিরিয়ে আনা যায় না। তাই প্রতিটি মানুষের উচিত সময়কে গুরুত্ব দেওয়া। কারণ সময় হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ। কারণ সময় টাকা দিয়ে কেনা যায় না। সুতরাং জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই সময়ের যথাযথ ব্যবহার করতে হবে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।