আমার তোলা কিছু খাবারের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে আমার তোলা কিছু খাবারের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে আমার তোলা কিছু খাবারের ফটোগ্রাফি ভালো লাগবে।

1000058912.jpg

আজকে আমি আমার তোলা কিছু খাবারের রেনডম ফটোগ্রাফি করলাম। এ খাবারের ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে সেখানে খাবারের ফটোগ্রাফিও করা হয়ে থাকে তার পাশাপাশি আমি যখন নিজের রেসিপি তৈরি করি তখন সে খাবারের ফটোগ্রাফি গুলো করা হয়। তাছাড়া বাড়িতে যখন ভালো-মন্দ বাইরে থেকে আনা হয় সেগুলোর ফটোগ্রাফি করে রাখে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে আমি ভিন্ন ভিন্ন কিছু খাবারের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তার মধ্যে কিছু আমার নিজের তৈরি করা খাবারের ফটোগ্রাফি আর কিছু ছিল বাইরের খাবারের ফটোগ্রাফি। আশা করছি আমার এই খাবারের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে

1000058729.jpg

device : vivoy15s
লোকেশন

উপরের ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই মজাদার একটি খাবারের ফটোগ্রাফি। উপরের ফটোগ্রাফিতে যে খাবারটি রয়েছে খাবারটির নাম হচ্ছে চিকেন প্যাটিস। এই ধরনের প্যাটিস গুলো খেতে আমার কাছে বেশ ভালো লাগে। যেখানেই যাওয়া হয় বিভিন্ন ধরনের জিনিসের ফটোগ্রাফি তো করা হয়। আসল কথা হচ্ছে যেটাই দেখতে সুন্দর লাগে সেটার ফটোগ্রাফি করে ফেলি। বেশ কয়েকদিন আগে একদিন বাইরে বেরিয়ে ছিলাম বেশ খিদে পেয়েছিল। সেজন্য ভাবলাম কিছু খাওয়া যায় সেখান থেকে এই চিকেন প্যাটিস খেয়েছি আর তখনই এই ফটোগ্রাফি টা করেছি।

1000058714.jpg

device : vivoy15s
লোকেশন

উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন খুবই মজাদার একটি পুডিং এর ফটোগ্রাফি। বিভিন্ন ধরনের পুডিং তৈরি করতে আমি বেশ পছন্দ করি আর আমার হাজব্যান্ড ও পুডিং খেতে অনেক বেশি ভালোবাসে। তার জন্যই বেশিরভাগ সময় বিভিন্ন ধরনের পুডিং তৈরি করা হয়ে থাকে। আর এখন তো রমজান মাস চলছে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে বেশ ভালো লাগে ইফতারের। আর ইফতারের জন্য এই পুডিং বেশ কয়েকদিন আগে তৈরি করেছিলাম। এর রেসিপি ও ইতিমধ্যে আপনাদের মাঝে শেয়ার করেছি।

1000058726.jpg

device : vivoy15s
লোকেশন

উপরের ফটোগ্রাফিতে আপনারা যে খাবারটি দেখছেন এই খাবারটির নাম হচ্ছে কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আমাদের এখানকার একটা কাঁচি বিরিয়ানি রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম কাচ্চি বিরিয়ানি খেতে। সেখানে সবাই মিলে এই বিরিয়ানি টা খেয়েছিলাম খেতে বেশ ভালো লেগেছে অসাধারণ ছিল। তবে অনেক বেশি মসলা দায়ক ছিল আর মসলা জনিত খাবার বেশি খাওয়া যায় না। সেজন্য একটু খেতেই মনে হচ্ছিল যে পেটটা ভরে গিয়েছে কিন্তু টেস্টটা অসাধারণ ছিল।

1000058720.jpg

device : vivoy15s
লোকেশন

উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন অনেক
লোভনীয় একটি খাবারের ছবি। এই খাবারটির নাম হচ্ছে ক্রিসপি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে বাইরের অংশটা এত মচমচে যে খেতে খুবই পছন্দ করি। আমি আমাদের এখানকার একটা রেস্টুরেন্ট থেকে এই খাবারের ফটোগ্রাফিটা করেছিলাম। সে রেস্টুরেন্টের এই খাবারটা আমার খুবই পছন্দের। সেজন্য ভাবলাম আপনাদের মাঝে ফটোগ্রাফি করে শেয়ার করা যাক।

1000058732.jpg

device : vivoy15s
লোকেশন

উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন খুবই মজাদার একটি খাবার। এই খাবারটি আমার তৈরি করা আসলে মাঝেমধ্যে যখন কিছু খেতে ভালো লাগে না তখন খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার বেশ ভালো লাগে। ডিম সেদ্ধ আমার কাছে খেতে একদমই ভালো লাগে না তার ওপর যদি প্রতিদিন খেতে হয় তাহলে তো খুবই খারাপ লাগে। সেজন্য ডিম সেদ্ধ আমি চানাচুর এবং বিভিন্ন জিনিস দিয়ে একটা সালাদের মত তৈরি করেছিলাম আর আমার তৈরি করা এই খাবারটি খুবই মজাদার হয়েছিল। বলতে গেলে এক্সপেরিমেন্টা সফল হয়েছে। এটা প্রায় বছরখানেক আগের একটা খাবারের ফটোগ্রাফি। যে ছিল আমার আজকের কিছু খাবারের ফটোগ্রাফি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 last month 

1000058923.jpg

1000058924.jpg

 last month 

আপনার তোলা খাবারের ফটোগ্রাফিগুলো দারুণ লেগেছে,আপু।প্রতিটি ছবিতে খাবারের টেক্সচার ও উপস্থাপনা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। বিশেষ করে কাচ্চি বিরিয়ানি আর পুডিংয়ের ছবি দেখে তো খেতে ইচ্ছে করছিল।

 last month 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি লোভনীয় খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা ক্রিসপি চিকেন ফ্রাই এর ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।

 last month 

আপনার এই পুডিং এর রেসিপি টা দেখেছিলাম। ইফতারে ঠান্ডা ঠান্ডা পুডিং বেশ ভালো লাগে খেতে। আজকের ফটোগ্রাফিতে ও খুবই লোভনীয় লাগছে দেখতে। ডিম সেদ্ধ চানাচুর দিয়ে এভাবে কখনো খাওয়া হয়নি। মজার মজার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last month 

আপু আপনি বেশ লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। এমন লোভনীয় খাবার দেখলে সবগুলো একসাথে খেতে ইচ্ছে করে। তবে সবশেষে সিদ্ধ ডিম যেভাবে সালাদের মতো মানিয়েছেন এভাবে কখনও খাওয়া হয়নি। এটা দেখে তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বাসায় তৈরি করে দেখতে হবে। আপনার ফটোগ্রাফি করাটাও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এমন লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last month 

ডিম সেদ্ধ রেসিপি টা দেখে তো আমি প্রথমে ভেবেছিলাম আইসক্রিমের ছবি। হে হে হে। সবথেকে ভালো লেগেছে পুডিং এর ছবিটা। সত্যিই আপু আমি আপনার একটু ডিম বানানোর রেসিপিগুলো দেখিয়ে আর অবাক হয়ে ভাবিকে সুন্দর করে আপনারা বানান। আজকে প্রত্যেকটা ছবি সুন্দরের থেকেও অনেক বেশি লোভনীয়।

 last month 

আপু আপনি লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখেই তো লোভ লেগে গেল। কোনটা ছেড়ে কোনটা দেখব। কয়েক দিন ধরেই চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছে। আপনার ফটোগ্রাফিতে চিকেন ফ্রাই দেখে আর আগ্রহটা আরো বেড়ে গেল। চমৎকার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে।

 last month 

এই রোজার সময় মজার মজার খাবার দেখিয়ে আপনি তো লোভ লাগিয়ে দিলেন। প্রতিটা খাবার দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। কেন যে লোভ লাগিয়ে দিলেন খাবারগুলো দেখিয়ে। সবগুলো খাবার থেকে বোঝাই যাচ্ছে খেতেও দারুন ছিল। অনেক ধন্যবাদ খাবার গুলোর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last month 

আপু আপনি অনেক মজাদার খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।খাবারের ফটোগ্রাফি গুলো দেখলেই লোভ লেগে যায় আপু।আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে আপু। ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।