ক্লে দিয়ে সুন্দর একটি পুশ তৈরি।

in আমার বাংলা ব্লগ2 days ago
হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি একটি ডাই পোস্ট করব ।রঙিন কাগজ দিয়ে নতুন কিছু বানানো চেষ্টা করব।আর আজকে আমি ক্লে দিয়ে একটি পুশ তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার তৈরি করা ক্লে দিয়ে একটি পুশ ।

1000042553.jpg

আমি ক্লে দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে ডাই এবং ক্রাফট বানাতে খুবই ভালোবাসি এবং পছন্দ করি। তাই যখনই আমার ইচ্ছে করে তখনই আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা করি। আগে আমি অনেক ধরনের ডাই এবং ক্রাফট তৈরি করেছি কাগজ দিয়ে আরো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ।কিন্তু অনেকদিন ধরেই কোন ধরনের ডাই তৈরি করা হয়নি আর সেটা সুযোগ হয়ে ওঠেনি ।আজকে আমি আবার একটি ডাই তৈরি করেছি ক্লে দিয়ে একটি ফুল তৈরি করেছি। আমাদের সবার ভালবাসার একটা কয়েন। আজকে আমি তৈরি করেছি ক্লে দিয়ে সবাই পুশ কয়েন কে নিয়ে অনেক সুন্দর সুন্দর অনেক কিছুই তৈরি করছি। আমি চিন্তা করলাম ক্লে দিয়ে একটা পুশ তৈরি করা যায়। সে জন্য ক্লে দিয়ে পুশ তৈরি করেছি এবং তার আশেপাশে অনেক ধরনের ফুল দিয়ে ডিজাইন করেছি। আশা করি আপনাদের কাছে আমার ক্লে দিয়ে তৈরি করা পুশ লাগবে।

1000042461.jpg

উপকরণ:-
ক্লে
আর্ট পেপার
রং
আর্ট ব্রাশ

তৈরি করার পদ্ধতি:-

ধাপ:-১

প্রথমে আমি হালকা রঙের ক্লে দিয়ে পুশে মাথার অংশ তৈরি করলাম।

1000042465.jpg

1000042468.jpg

ধাপ:-২

এরপর আমি বেগুনি রং দিয়ে এবং সাদা রং দিয়ে চোখ দুটো তৈরি করলাম পুশ।

1000042472.jpg

1000042473.jpg

ধাপ:-৩

এরপর আমি একই রঙের ক্লে দিয়ে পুশ এর গায়ের অংশ তৈরি করলাম।

1000042475.jpg

1000042476.jpg

ধাপ:-৪

এরপর আমি পুশের লেজ এবং পা দুটো তৈরি করে নিলাম।

1000042479.jpg

1000042481.jpg

ধাপ:-৫

এরপর আমি দিয়ে লতা তৈরি করে নিলাম।

1000042484.jpg

1000042485.jpg

ধাপ:-৬

এরপর বেগুনি রং দিয়ে লতা গুলোর মধ্যে ফুল তৈরি করলাম।

1000042486.jpg

1000042488.jpg

ধাপ:-৭

এরপর আমি বিভিন্ন রঙের ক্লে দিয়ে অনেকগুলো ফুল তৈরি করলাম।

1000042489.jpg

1000042495.jpg

ধাপ:-৮

এরপর আমি কফি কালার দিয়ে গাছের ডাল আর্ট করলাম এবং সবুজ রং দিয়ে নিচে ঘাস আর্ট করলাম।

1000042498.jpg

1000042499.jpg

শেষ ধাপ:-
আর এই ভাবেই তৈরি করে নিয়েছে ক্লে দিয়ে সুন্দর একটি পুশ। পুশের আশেপাশে অনেকগুলো ফুল দিয়েছি ফুলের মাঝখানে সুন্দর একটা পুশ বসে রয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

1000042554.jpg

1000042553.jpg

1000042552.jpg

1000042553.jpg

1000042554.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

Sort:  
 21 hours ago 

হঠাৎ করে দেখে ভেবেছিলাম যে আপনি এটি আর্ট করেছেন। পরে দেখলাম যে ক্লে দিয়ে তৈরি করেছেন। ক্লে দিয়ে যে এত চমৎকার পোস্ট তৈরি করা যায় জানাই ছিল না। খুব নিখুঁতভাবে এটি তৈরি করেছেন যার কারণে দেখতে এত চমৎকার লাগছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

ক্লে দিয়ে অনেক সুন্দর একটি পুশ তৈরি করেছেন আপু।দেখতে খুবই কিউট লাগছে।বিশেষ করে ফুল ও ডালপালা দিয়ে সাজিয়েছেন দেখে আরো বেশি ভালো লাগছে।ক্লে ব্যবহার করে দক্ষ হাতে এত সুন্দর একটি পুশ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 2 days ago 

দারুন একটা আইডিয়া ব্যবহার করেছেন। অনেক সুন্দর হয়েছে ক্লে দিয়ে পুস তৈরি করা। খুবি ভালো লেগেছে আমার আপনার সুন্দর প্রতিভা দেখে।

 2 days ago 

ক্লে দিয়ে সুন্দর একটি পুশ তৈরি অসাধারণ হয়েছে।দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে তৈরি করেছেন। আমার অনেক ভালো লেগেছে।

 2 days ago 

ক্লে দিয়ে সুন্দর একটি পুশ তৈরি খুবই সুন্দর লাগছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করে নিলেন আপু। আপনার মত আমারও ক্লে দিয়ে তৈরি করা জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে আপনি পুস তৈরি করার কারণে খুবই চমৎকার দেখাচ্ছে। অনেক ধন্যবাদ খুব সুন্দরভাবে আমাদের সাথে বিষয়টি উপস্থাপন করার জন্য।

 21 hours ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্লে দিয়ে সুন্দর একটি পুশ তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট সত্যি আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছে। আসলে যে কোন ধরনের হাতের কাজ তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 days ago 

বাহ চমৎকার। আপু আপনি দেখছি ক্লে দিয়ে খুব সুন্দর করে পুশ তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। তাছাড়া পোস্টটা কিন্তু দারুন ছিল। সেই সাথে কি দেখতে খুবই সুন্দর লাগছে। তাছাড়া ফুল বানিয়েছেন এগুলোও ভালো লাগছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 20 hours ago 

আসলে ক্লে দিয়ে দারুন একটা পুস এর ভাস্কর্য আপনি তৈরি করলেন। আসলে এটি কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। এছাড়াও আপনি আপনার পোস্টে এই ভাস্কর্য তৈরির প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করলেন।