আর্ট: সুন্দর একটি নৌকার ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ7 days ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি আর্ট করেছি নৌকার ম্যান্ডেলা আর্ট। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।

1000055116.jpg

আজকে আমি আবার নতুন একটি আর্ট আপনাদের মাঝে হাজির হলাম। আর্ট করতে এবং আর্ট দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে আমি ভাবলাম আপনাদের মাঝে ম্যান্ডেলা আর্ট শেয়ার করি সেজন্য আজকে সুন্দর একটি নৌকার ম্যান্ডেলা আর্ট করলাম।আমি আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করে দেখাবো। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকার চেষ্টা করব।

আর্টের বিবরণ:-

উপকরণ:-

•আর্ট বই
•কালো কলম
•পেন্সিল
•স্কেল
•রবার

ধাপ:-১

প্রথমে আমি পেন্সিল দিয়ে একটি নৌকা আর্ট করলাম।

1000055168.jpg

ধাপ:-২

এরপর আমি কালো কলম দিয়ে একটি নৌকা আর্ট করে নিলাম।

1000055167.jpg

1000055166.jpg

ধাপ:-৩

এখন আমি নৌকার এখন সে ডিজাইন করা শুরু করলাম।

1000055165.jpg

1000055164.jpg

ধাপ:-৪

এরপর আমি নৌকার মাঝখানের অংশ কিছু ডিজাইন করে নিলাম।

1000055163.jpg

1000055162.jpg

ধাপ:-৫

এখন আমি মাঝখানে লাইন গুলোর ভিতরে আরও কিছু ডিজাইন যোগ করলাম।

1000055161.jpg

1000055169.jpg

ধাপ:-৬

এরপর নৌকার উপরের এক অংশে আমি কিছু ফুলের ডিজাইন করে নিলাম।

1000055160.jpg

1000055159.jpg

ধাপ:-৭

এখন আমি বাকি অংশও ফুলের ডিজাইন করে নিলাম এবং নিচেও কিছু ডিজাইন করলাম।

1000055158.jpg

1000055156.jpg

শেষ ধাপ:-

আর এভাবেই আমি আজকের এই নৌকার ম্যান্ডেলা আর্ট সম্পন্ন করেছি। আশা করছি আমার নৌকার ম্যান্ডেলা আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই ম্যান্ডেলা আর্ট আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

1000055118.jpg

1000055119.jpg

1000055115.jpg

1000055116.jpg

1000055117.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
আর্টিস্ট@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 7 days ago 

ম্যান্ডেলা আর্ট গুলো আমার বরাবরই খুব পছন্দের। আপনি আজকে খুব চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। পালতোলা নৌকার এই মান্ডালা আর্ট সত্যিই দারুণ ছিল। নিশ্চয়ই অনেক সময় নিয়ে করেছেন এটা। ধন্যবাদ আপু এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য। খুব নিখুঁতভাবে ডিজাইনগুলো করেছেন।

 23 hours ago 

ম্যান্ডেলা আর্ট আপনার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

অনেক সুন্দর নৌকার ম্যান্ডেলা আর্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এ ধরনের চিত্রগুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো। ছোট ছোট ডিজাইন থাকার কারণে ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

 23 hours ago 

নৌকার দৃশ্যগুলো আপনার কাছে সবসময় ভালো লাগে জেনে খুব ভালো লাগল। আমার নৌকার ম্যান্ডেলা আর্ট আপনার কাছে ভালো লেগেছে খুবই খুশি হলাম।

 7 days ago 

আপু আপনার মেন্ডেলা আর্ট গুলো সত্যি আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আপনি নদীর উপর ভাসমান একটি নৌকার অনেক সুন্দর মেন্ডেলা আর্ট করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে বিস্তারিতভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

 23 hours ago 

এই নৌকার দৃশ্যটির ম্যান্ডেলা আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।

 7 days ago 

নৌকা এঁকে তাকে ম্যান্ডেলা আর্ট দিয়ে কত সুন্দর করে সাজিয়ে দিলেন আপু। ছবিটি দেখতে তাই দারুন সুন্দর দেখাচ্ছে। আপনার দক্ষ আঁকার হাতে এত সুন্দর একটি শিল্পনির্মাণ দেখে খুব ভালো লাগলো। আরো ভালো ভালো ছবি দেখবার অপেক্ষায় রইলাম।

 23 hours ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার আর্ট দেখে প্রশংসনীয় একটি মন্তব্য করার জন্য। আপনার মন্তব্যটি দেখে আমি অনেক উৎসাহিত হলাম।

 7 days ago 

সুন্দর একটি নৌকার ম্যান্ডেলা আর্ট করেছেন। পানির ঢেউ ঢেউ গুলো বেশ চমৎকার করে আর্ট করেছেন। আপনার আর্ট এর হাত অনেক ভালো। আপনি অনেক সুন্দর করে নৌকার ম্যান্ডেলা আর্ট করেছেন এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।সব মিলিয়ে দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।

 23 hours ago 

চেষ্টা করেছি সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আপনাদের মাঝে খুবই ভালোভাবে ফুটিয়ে তোলার এবং আপনার কাছে সেটা ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।

 7 days ago 

চমৎকার সুন্দর নৌকার ম্যাডেলা আর্ট করেছেন। খুবই নিখুঁত হয়েছে আপনার আর্ট টি।অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে আর্ট করেছেন আর্ট টি দেখেই বোঝা যাচ্ছে। ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 23 hours ago 

হ্যাঁ আপু এই ধরনের আর্ট গুলো করতে একটু সময় নিয়ে করতে হয় কারণ তাহলে দেখতে সুন্দর হয়।

 7 days ago 

ভীষণ সুন্দর দেখতে আপনি একটি ম্যান্ডেলা হাট বানিয়েছেন তাও সেটা নৌকার উপর। খুবই ভালো লাগছে দেখতে এবং আর্টিস্টিক হয়েছে ছবিটা। ধাপে ধাপে দেখিয়েছেন এত সুন্দর করে তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 23 hours ago 

চেষ্টা করেছি আর্ট টি খুবই সুন্দরভাবে এবং ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করার। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 7 days ago 

1000055198.jpg