এই ধরনের প্রোগ্রামগুলোতে বেশ আনন্দ পাওয়া যায় কিন্তু বাজার করার অভিজ্ঞতা বেশ কষ্টদায়ক। ব্যাচেলার জীবন যারা অতিবাহিত করেছে তারাই বলতে পারে এর আনন্দটা কতখানি, তবে রান্নাবাড়া বা খাওয়ার কষ্ট আছে বলেই ব্যাচেলার লাইফটা সবাই মনে রাখে। যেখানে অল্প দামে ভালো কিছু খাওয়ার চেষ্টা করা হয় ঠিকই সেই সাথে নিজের স্বাধীনতা পরিপূর্ণভাবে বজায় থাকে। আপনার গল্পটা পড়ে দারুণ লাগলো যা আমার কর্মজীবনে প্রবেশ এর আগের মুহূর্ত গুলো মনে পড়ে গেল। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল আপনার জন্য।
ব্যাচেলর জীবনে এই এক কষ্ট খাওয়া দাওয়ার তা ছাড়া সবকিছুই ঠিক।আর এই জন্যেই বোধয় জীবন একটা বউ এর ভীষণ প্রয়োজন।😌