আমার করা বাটিক ডিজাইন (২নং)।। ১০%shy-fox

আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আপনারা অনেক ভালো আছেন। এর আগেও আমি আপনাদের সাথে একটি বাটিক ডিজাইন শেয়ার করেছিলাম। আসলে বাটিক এর বিভিন্ন রকম ডিজাইন হয়ে থাকে।

আগের দিন আমি বাটিক এর ঝর্ণা ডিজাইন দেখিয়েছিলাম আজকে আমি চুনরি বাটিক করার ডিজাইনটি দেখাব।

CollageMaker_20211118_154628642.jpg

উপকরণ লিস্ট:

১. ভ্যাট রং
২.হাইড্রোজ
৩. কস্টিক
৪.বালতি
৫.খাতা বাধা সুতা
৬. গরম পানি।
৭.কাইচি

তৈরি করার প্রসেস

ধাপ১:

20211117_212340.jpg

20211117_212327.jpg

20211117_210323.jpg
কাপড় এর যেখানে যেখানে ডিজাইন করতে হবে ওইসব জায়গায় পেন্সিল দিয়ে পয়েন্ট করে নিতে হবে।
এরপর খাতা বাধা সুতা দিয়ে খুব জোরে গোল করে বেধে নিতে হবে।

ধাপ ২

CollageMaker_20211118_153529214.jpg

CollageMaker_20211118_153449156.jpg
এভাবে খুব ভালো করে বেধে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন বাধন এর ভেতর পানি না যায়।

ধাপ ৩:

CollageMaker_20211118_153627935.jpg
এরপর নরমাল পানি দিয়ে কাপড়টি ভিজিয়ে রাখতে হবে।১০-১৫ মিনিট।

ধাপ ৪:

CollageMaker_20211118_153728257.jpg
এরপর একটা পাত্রে গরম পানি করে নিতে হবে।

ধাপ ৫:

CollageMaker_20211118_153824441.jpg
20211117_234028.jpg

20211117_231605.jpg
পানির ভেতর বাটিক করার ২ টি মেডিসিন ভালো করে মিশিয়ে এরপর রং মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এরপর ওই কাপড়টি পানির ভেতর চুবিয়ে রাখতে হবে ১০-১৫ মিনিট।

CollageMaker_20211118_153857895.jpg
এরপর ভালো করে নরমাল পানি দিয়ে কাপড়টি ধুয়ে নিয়ে হবে যতক্ষণ পর্যন্ত রং উঠে। এক সময় যেয়ে দেখা যাবে আর রং উঠবে না। তখন ভালো করে চিপড়িয়ে নিয়ে নেড়ে দিতে হবে।

20211117_235203.jpg

20211117_235136.jpg

20211117_235128.jpg

20211117_234332.jpg

20211117_233931.jpg
কাপড় শুকানোর আগে।

20211118_151423.jpg

20211118_151421.jpg

20211118_151350.jpg

20211118_151346.jpg

20211118_151324.jpg

বাটিক ডিজাইন সম্পর্কে কিছু কথা

বাটিক ডিজাইন বিভিন্ন রকম হইয়ে থাকে। এর ভেতর ভ্যাট বাটিক সবথেকে টেকসই। বাটিক বর্তমানে খুব চাহিদা সম্পন্ন। গরমে খুব আরামদায়ক। বাটিক ডিজাইন শুধু মেয়েরা না ছেলেরাও পাঞ্জাবি পরে থাকে। সবার কাছেই খুব প্রিয়। সহজেই বাটিক ডিজাইন বাসায় বসে করা যাবে। খুব অল্প টাকার ভেতর।

Sort:  
 3 years ago 

আপনার করা এই বাটিক ডিজাইন টা আসলেই প্রশংসার যোগ্য। ডিজাইন টা এক কথায় অসাধারণ হয়েছে। তৈরি করার প্রচেষ্টা অনেক সুন্দর ছিল এবং অনেক গুছিয়ে লিখেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য দোয়া করি আরো এগিয়ে যান

অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্যে শুভকামনা রইল।

 3 years ago (edited)

এই প্রথম আমি এইভাবে করে বাটিক ডিজাইন করতে দেখলাম। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডিজাইন আমাদের সামনে তুলে ধরার জন্যে।
আর নতুন কিছু আমাদের সাথে শেয়ার করার জন্যে।
ভালো থাকবেন।

আপু অসাধারণ একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্যে।

আপনার বাটিক ডিজাইন টা সত্যিই অনেক সুন্দর হয়েছে। এই কাজে আপনি অনেক পারদর্শী তা আপনি আপনার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন। এই কাজগুলোতে অনেক ধৈর্যশীল হতে হয়। খুব সেনসিটিভ কাজ এগুলো, সত্যিই আপনি অসাধারণ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। জি আপনি একদমই ঠিক বলেছেন।এই কাজগুলোতে অনেক ধৈর্যশীল হতে হয়। খুব সেনসিটিভ কাজ এগুলো একটু সতর্কতার সাথে করতে হয়।
অসাধারণ একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।

 3 years ago 

বুটিকের ডিজাইন সম্পর্কে আমার পর্যাপ্ত পরিমাণ ধারণা নেই। তবু আপনার কাজটি ভালো লেগেছে। ভিন্ন ধরনের একটি ডাই-কাজে অংশগ্রহণ করেছেন। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

সত্যি আপু আপনার পাড়া বাটিক ডিজাইন টি অনেক অনেক প্রশংসা পাওয়ার যোগ্য। আপনার বাটিক ডিজাইন করার প্রচেষ্টা গুলো খুবই খুবই সুন্দর ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইলো। আপনি অনেক অনেক এগিয়ে যান।

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দিদি এমন ভাবে নকশা করা আমি কখনো দেখি নি। আজ প্রথম বার দেখলাম। কী যে ভালো লাগলো। একটা সুন্দর ডিজাইনের পিছনে কতটা যে পরিশ্রম করতে হয় তা এভাবে না দেখলে বুঝতেই পারতাম না। অনেক ভালো লাগলো দিদি। ভালো থাকবেন।

দিদি আপনাকেও অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্যে।

 3 years ago 

আপু আপনার কাজটি জাস্ট অসাধারণ হয়েছে। আমি কখনো করিনি।উপকরণ গুলো কোন দোকানে পাওয়া যাবে? একবার চেষ্টা করে দেখবো।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি হাতের কাজ শেয়ার করার জন্য

আপু আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগছে। আপু যেসব দোকানে জামার লেস, চুমকি বা ব্লক এর রঙ পাওয়া যায় সাধারণত ওসব দোকানে খোজ করলেই পেয়ে যাবেন।