ভাইয়া আপনার মত আমিও কয়েকবার রক্ত দিয়েছি। রক্ত দেওয়ার মতো মহৎ কাজ আমার কাছে মনে হয় না আর কিছু আছে। রক্ত দিয়ে যদি কারো প্রাণ বাঁচানো যায় এক্ষেত্রে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয়। যদিও আপনার মত এতবার দেওয়া হয়নি রক্ত। তবে অন্যের ভালোর জন্য নিজের ক্ষতি করবেন না। খুব দরকার ছাড়া আর কাউকে রক্ত দিবেন না।