ছোট থেকে বৃদ্ধ লুডু খেলার কোন বয়স হয় না। লুডু খেলা পছন্দ করে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। ছোট থাকতে আমরাও অনেক লুডু খেলেছি। এখন তো অনলাইনে সব কিছু করা যায়। লুডো ও অনলাইনে খেলা যায়। কিন্তু বাস্তবে লুডু খেলার মজা আলাদা। আগে অবসর সময়ে লুডু খেলতাম। লুডু দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল।
একদম ঠিক কথা বলেছেন লুডু খেলার কোন বয়স হয় না।লুডু খেলার জন্য শুধু মন মানসিকতা দরকার। আপনিও অবসর সময়ে লুডু খেলতেন জেনে খুবই ভালো লাগলো। গ্রাম অঞ্চলে এই লুডু খেলার প্রচলন এখনো রয়েছে তবে এখনো এত বেশি দেখা যায় না।