You are viewing a single comment's thread from:
RE: টিনটিনবাবুর আজ ফাইনাল এক্সামের রেজাল্ট পাবলিশ হলো
আমি মনে মনে ভাবছিলাম - "এই তো কেবল শুরু হলো বাবা, এরপর থেকে জীবনের শান্তি চলে যাবে পড়াশোনার চাপে ।"
হা হা।
দাদা, ১৪ আর ১৭ বিষয়!!!
প্লে তে এত বিষয়।!! আমাদের মত তিন বিষয়ইতো ভাল ছিল। বোর্ডে টিচাররা উত্তর লিখে দিত ক্লাশ টু পর্যন্ত। ওটা দেখে লেখাই ছিল এক্সাম। আহ কি মজা। এখন নাম দেয় প্লে কিন্তু দিয়ে দেয় বই। প্লে তে সবই প্লে মানে খেলা থাকা উচিৎ। হা হা।
সুপ্রতীম সরকার বাবু ভাল করেছেন। তাই অভিনন্দন। আরো ভাল করুক ভবিষ্যতে এই কামনা। ফাইনাল সেমিস্টারে যেহেতু ভাল করেছে তার মানে ভাল র দিকে ও আরো অনেক ভাল করবে। সবসময় শুভকামনা। আমাদের পক্ষ থেকে দাদা চকলেট দিয়ে দিয়েন।
Remains focused in the classroom এটা আমিও খেয়াল করেছিলাম।