শিক্ষামূলকঃ পর্ব ৩৩ || ডাউনভোট আদ্যোপান্ত || Downvote in Details [10% for shy-fox]
ভূমিকাঃ
স্টিমিট প্লাটফর্মে ডাউনভোট নামে একটি অপশন আছে এই অপশনটি নিয়ে অনেকের মাঝেই এক ধরনের দুটানা কাজ করে বা বিভ্রান্তিতে পড়ে যান যে ডাউনভোট দিবেন কি দিবেননা। আজকের পোষ্টে ডাউনভোট এবং এর সাথে সংশ্লিষ্ট খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো।
পর্ব ৩৩: ডাউনভোট বিষয়ে খুটিনাটি সবকিছু
ডাউনভোট কিঃ
মূলত আমরা যখন কোন পোস্ট পছন্দ করি তখন সেই পোস্টে লাইক দেয় সেটাকে আপভোট বলা হচ্ছে। এখানে শুধুমাত্র লাইক বা পছন্দ বিষয় না, পাশাপাশি কিছু পরিমাণ রিওয়ার্ড আমরা ওই পোস্ট দাতাকে প্রদান করতে পারি। এজন্য এটা ভোট দেয়া বা আপভোট বলে। কোন একজন ভিজিটর বা কিউরেটর কোন পোস্টে কতটুকু পরিমান লাইক বা ভোট দিবে সেই বিষয়টা তার নিজের পাওয়ার ও ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করবে। কোন পোস্ট যদি বেশি ভালো লাগে তাহলে সেখানে বেশি পরিমাণ লাইক বা ভোট দিবেন আবার কম ভালো লাগলে কম পরিমাণে ভোট দিবেন এটাই হচ্ছে সভাবিক।
কিন্তু যখন কোন পোস্ট পছন্দ হবে না তখন সেই পোস্টে ডাউনভোট দেয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ কোন পোস্টের যেকোনো একটা কার্যক্রম যদি পছন্দনীয় না হয় তাহলে সেই পোষ্টের রিওয়ার্ড এর সাথে সম্মতি জ্ঞাপন না করলে কিংবা প্ল্যাটফর্মের কোন ধরনের ক্ষতিসাধন মূলক পোস্ট হয়ে থাকলে সেটিকে ডাউনভোট দেয়া যায়। মূলত ডিজলাইক করা অথবা পোস্টের রিওয়ার্ড বা আয় কে কমিয়ে দেওয়ার নামই হচ্ছে ডাউনভোট।
Source: Image by Oberholster Venita from Pixabay
কি কি কারণে ডাউনভোট দেয়া হতে পারেঃ
প্রথমতঃ আমরা যে সকল পোষ্ট দেখি সেই সকল পোষ্টের মধ্যে কিছু পোস্ট কম কোয়ালিটির হয় কিন্তু সেখানেও অনেক বেশি পরিমাণে রিওয়ার্ড পেতে দেখা যায়। কোন ব্যক্তি যদি কোন একটি পোস্টে মোট রিওয়ার্ড এর সম্মতি জ্ঞাপন না করে, তাহলে সেই ব্যাক্তি ওই পোস্টে ডাউনভোট দিতে পারে।
উদাহরণস্বরূপঃ ধরুন কেউ একজন চার লাইনের একটি সাধারণ পোস্ট করল (যা কোনো ক্রিয়েটিভ কবিতা বা সৃজনশীল কাজ নয়) এবং সেখানে ২০০ ডলারের ভোট পড়েছে সেক্ষেত্রে কেউ যদি মনে করে এই পোস্ট ২০০ ডলারের মতো ভোট পাওয়ার যোগ্য নয় তাহলেই সে ওই পোস্টে ডাউনভোট দিয়ে ওই পোস্টের পেআউট কে কমিয়ে দিতে পারবে অর্থাৎ যতটুকু পরিমাণ ডাউনভোট দিবে ততটুকু পরিমাণ রেওয়ার্ড হতে রিওয়ার্ড পুল-এ ফেরত যাবে। ডাউনভোট দেওয়ার এটি হচ্ছে অন্যতম প্রধান একটি কারণ।
দ্বিতীয় কারণটি আমাদের সবারই জানা অর্থাৎ কেউ যদি এই প্লাটফর্মে কোন ধরনের দুষ্কৃতিমূলক কার্যক্রম চালায় যেমন স্পামিং, প্লাগিয়ারিস্ম, এভিউজ, কঁপিরাইট ইনফ্রিংয়েমেন্ট, ফার্মিং, স্ক্যামিং, মিলকিং ইত্যাদি তাহলে সে সকল পোস্টে ডাউন ভোট দেয়া হয়ে থাকে।
ডাউনভোট দিলে কি হয়ঃ
কোন একটা পোস্টার পেআউট যদি ১০০ ডলার হয়ে থাকে এবং আমরা যদি সেই পোস্টে ১০ ডলার পরিমাণ ডাউনভোট দেই তাহলে সেই ১০০ ডলার হতে ১০ ডলার রিওয়ার্ড পুলে ফেরত যাবে এবং ঐ পোস্টের মোট পেআউট হয়ে যাবে ৯০ ডলার। অর্থাৎ আমরা ডাউনভোট দেওয়ার মাধ্যমে কোন ধরনের রিওয়ার্ড পাবো না কিন্তু যিনি রিওয়ার্ড পাচ্ছেন তার থেকে কিছু পরিমাণ রিওয়ার্ড আমরা রিওয়ার্ড পুলে ফিরিয়ে নিয়ে যেতে পারি।
ডাউনভোট সিস্টেম কেন রাখা হয়েছেঃ
মূলতঃ ডাউনভোট সিস্টেম রাখা হয়েছে যাতে করে এই প্লাটফর্মের ডিসেন্ত্রালিজেশন এর সুবিধাকে কাজে লাগিয়ে কেউ এখানে স্প্যামিং না করতে পারে। অর্থাৎ কেউ যখন কোন ভাবে প্ল্যাটফর্ম কে বিকৃত করতে চাইবে তখন অন্যরা ডাউনভোট দিয়ে সেটাকে প্রতিহত করতে পারবে।
যেমনঃ ধরুন কোনো একজন ধনী মানুষ যিনি অনেক টাকা ইনভেস্ট করে স্টিম পাওয়ার ক্রয় করলেন এবং প্রতিদিন দুই লাইনের একটি করে পোস্ট করে সেখানে নিজেই ভোট আদায় করে নিলেন। তাহলে পরবর্তীতে কেউ এ প্লাটফর্মে বড় বড় কনটেন্ট তৈরি করতে আগ্রহ দেখাবে না। সবাই চাইবে বেশি টাকা ইনভেস্ট করে শুধু শুধু পোস্ট করে সময় কম দিয়ে এখান থেকে রিওয়ার্ড নিয়ে নিতে।
তাই এখানে ডাউনভোট সিস্টেম রাখা হয়েছে কারণ কেউ এ ধরনের কাজ করতে চাইলে অন্যরা ডাউনভোট দিয়ে সেটাকে প্রতিহত করতে পারবে যদিও এতে যারা ডাউনভোট দিচ্ছে তাদের কোনো লাভ হবে না তবুও মূলত এই প্ল্যাটফর্মের সুস্বাস্থ্য এবং ভালোর জন্যই কাজটি করা হয়েছে যাতে করে কোয়ালিটি কনটেন্ট ক্রিকেটাররা এখানে তাদের কোয়ালিটি এবং সময় দেয়ার জন্য বিশেষভাবে এবং সঠিকভাবে মূল্যায়িত হতে পারেন।
আবার অন্যদিকে স্টিমে যেহেতু প্রতিদিন একটি নির্দেষ্ট পরিমাণ রিওয়ার্ড রিওয়ার্ড পুলে আসে (মাইনিং এর মাধ্যমে) তাই এই স্টিমগুলোই সবার মাঝে বন্টন হবে। তাই ডাউনভোট দিয়ে কোন এবিউস ইউজার হতে রিওয়ার্ড ফিরিয়ে নিলে সেটা প্লাটফর্মের অন্য সকল সাধারণ ব্যবহারকারীর মাঝে বন্টন হবে। মূলত কোয়ালিটি নিশ্চিত হবে এবং কোয়ালিটি কনটেন্ট ক্রিয়েটরগন আরো বেশি আগ্রহী হবে যা স্টিমিট কে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ন।
Source: Image by OpenClipart-Vectors from Pixabay
সাধারণরা কেন ডাউনভোট দিবেন নাঃ
মূলত আমরা যখন কাউকে ডাউনভোট দেই তখন তার পোস্ট এর মোট পে-আউট থেকে কিছুটা আমরা কমিয়ে দিচ্ছি যদিও আমাদের কোনো লাভ হচ্ছে না। যখন আপনি অন্য কারো পোস্টের পেআউট কে কমিয়ে দিব তখন সেও এসে আপনার সাথে একই কাজ করতে চাইবে। অর্থাৎ আপনি যখন একজনের পোস্টে ডাউনভোট দিবেন তখন সেই ব্যক্তি এসে আপনার পোস্টেও ডাউনভোট দিয়ে আপনার পোস্টের মোট রিওয়ার্ড কে কমিয়ে দিবে।
তাই ডাউনভোট দেওয়ার জন্য অবশ্যই যথোপযুক্ত লজিক ও জ্ঞান থাকা জরুরি। অন্যথায় এটি একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ব্যাপার হয়ে দাঁড়াবে যেটা প্ল্যাটফর্মকে একটা রেষারেষির পর্যায়ে নিয়ে যাবে। কারণ আপনি যাকে ডাউনভোট দিবেন তার সাথে অনেকেই তার বন্ধু বা পরিচিত মহলে থাকতে পারে। তখন তারাও এসে আপনার পোস্টে ডাউনভোট দিবো এবং আপনিও আপনার দলবল নিয়ে তাদের সাথে ডাউনভোট যুদ্ধে মেতে উঠবেন। যেটা আসলে স্টিমিটের জন্য কখনোই ভালো নয়। এসব কারণেই মূলত সাধারণদেরকে ডাউনভোট দেওয়াতে ডিমটিভেট করা হয়েছে।
কারা ডাউনভোট দিবেনঃ
যারা এ প্লাটফর্মে দীর্ঘদিন কাজ করেন এবং এই বিষয়গুলো সম্বন্ধে অনেক বেশি অবগত রয়েছেন তারা জেনে বুঝে এবং যৌক্তিক কারণ পর্যালোচনা করে তারপর ডাউনভোট দিবেন অন্যথায় সাধারণ কেউ ডাউনভোট দিলে অবশ্যই সেটি প্ল্যাটফর্মের জন্য একটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে যা আমি আগের পয়েন্টে ব্যাখ্যা করেছি।
যারা এখানকার বড় হোয়েল রয়েছেন অর্থাৎ যাদের অনেক বেশি পাওয়ার রয়েছে এবং প্ল্যাটফর্মের ভালোর জন্য কাজ করেন এবং ডেভলপার টিমে রয়েছেন কেবলমাত্র তাদের জন্যই ডাউনভোট দেওয়াটা যৌক্তিক কারণ তারা সমস্ত বিষয় পর্যালোচনা করে প্ল্যাটফর্মের ভালোর জন্য কোন পোষ্টের রিওয়ার্ড এর সাথে একমত না তখন তারা ডাউনভোট দিবেন। এজন্যই সাধারণ ব্যবহারকারীদের জন্য ডাউনভোট দেওয়াটা যৌক্তিক নয় বরং বড় বড় হোয়েল ও পুরাতন ব্যবহারকারীগন জেনে বুঝে ডাউনভোট দিতে পারেন।
সাধারণ ব্যবহারকারীরা ডাউনভোট এর পরিবর্তে কি করতে পারেন:
মূলত ডাউনভোট ছাড়াও স্টিমের যেকোনো একটা পোস্ট এর ব্যাপারে রিপোর্ট করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে কোন পোষ্টের অপশনে গেলে সেখানে রিপোর্ট করার জন্য একটি সুযোগ দেওয়া আছে যেমনটি আপনারা নিচের স্ক্রিনশট এ দেখতে পাচ্ছেন।
এখানে রিপোর্ট করলে তা কমিউনিটি মডারেটরদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কেউ চাইলে এ ধরনের অসঙ্গতিগুলো কমিউনিটিতে কোয়ালিটি কন্ট্রোলার, এডমিন মডারেটরদের ডিস্কর্ডের মাধ্যমেও জানাতে পারে। টিকেট ক্রিয়েট করে কিংবা ড্রেসকর্ড সার্ভারে এই বিষয়গুলো নিয়ে আলাপ করলেই সবচেয়ে ভালো হবে কারণ কোনো উপযুক্ত কারণ ছাড়া রিপোর্ট করা এটাও একটি স্প্যামিংয়ের আওতায় পড়বে। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটির ব্যবহারকারীদের উচিত হবে তাদের কাছে কোনো অসঙ্গতি ধরা পড়লে ডাউনভোট না দিয়ে রিপোর্ট করা বা কমিউনিটির ডিসকর্ড সার্ভারে এডমিন মডারেটরগণের সাথে টিকিট কেটে বিষয়টা নিয়ে আলোচনা করা। ধন্যবাদ।
ডাউনভোট বাটনঃ
মূলত কোন পোস্ট বা কমেন্টে যেখানে আপভোট বাটন থাকে তার পাশের বাটনটি-ই ডাউনভোট বাটন। আর ডাউনভোট দিলে গোলাপী লাল রঙ হয়ে দেখাবে।
শেষকথাঃ
আশা করি ডাউনভোট ব্যাপারে খুটিনাটি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপরও কোন বিষয় না বুঝতে পারলে বা নতুন কিছু সংযুক্ত করার মত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এডিট করে নিব। ধন্যবাদ।
Tweet
https://twitter.com/MDSAYFU28745859/status/1479438787943878657?s=20
ভাইয়া আজকে আপনি ডাউনভোট আদ্যোপান্ত নিয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। ডাউনভোট এর সব বিষয় গুলো ভালো ভাবে বুঝতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই। আপনি পোস্ট কে সাজাতে গিয়ে লিঙ্ক ব্যবহার করেছেন। লিঙ্ক না হলে লিঙ্ক ব্যবহার না করাটাই ভাল, কারন বুঝার উপায় নেয় এখানে যে, কোন ওয়েবসাইট এর এড্রেস ব্যাক এ দেয়া আছে। যদিও আপনি আপনার কমেন্টের লিঙ্ক দিয়েছেন তারপরও এটাকে অনেকে মিসইউজ করতে পারে। ধন্যবাদ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। আমি এইটা শুধরিয়ে নেব
ইদানিং আমাদের অনেক সাধারন ইউজার ডাউনভোট নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। খেয়াল করলাম তারা অযথা অনেকের পোস্টে ডাউনভোট দিচ্ছে। আশাকরি পোস্টটা তাদের জন্য উপকারে আসবে।
এই পোস্ট করার পরও লোকজন দাদার পোস্টে ডাউনভোট দিছে। ভূলে দিয়ে দিয়েছে নাকি অনেকে। পিন করে দিতে পারেন এই পোস্টটা।
অলরেডি করে দিয়েছি কমেন্ট করার সময়ে।
ভাইয়া গতকালকের বিষয়টার জন্য আসলে খুবই দুঃখ প্রকাশ করছি, যা ভাষায় প্রকাশ করার মতো না। তবে দাদার সাথে এ পর্যন্ত দুই তিনবার অলরেডি হয়ে গেছে তবে এ বিষয়গুলো অপ্রত্যাশিত ছিলো। আর আপনি বরাবরের মতই আপনার শিক্ষামূলক পোস্ট করে থাকেন এবং পোস্টগুলোর মধ্যে অনেক কিছু শিক্ষনীয় থাকে। আপনার টিউটোরিয়াল গুলো অসাধারণ হয়েছে এবং স্টিলের প্লাটফর্মে কাজ করার জন্য অনেক ইজি হয়ে যায়। আপনার টিউটরিয়ালগুলো সত্যিই অসাধারণ যার প্রশংসা না করলেই নয়। আপনি ডাউনভোট সম্পর্কে আজকে যে ব্যাখ্যা দিয়েছে, আশাকরি প্লাটফর্মে যারা কাজ করে বা কাজ করছে বা যারা কাজ করতে আসবে তাদের আর না বোঝার কোন কারণ নেই বলে আমি মনে করি। আপনি ডাউনভোট এবং আপভোট সম্পর্কে বিস্তারিত একবার ক্লিয়ার করে আলোচনা করেছেন যা সত্যিই ভালো লেগেছে। আমাদের সাথে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা অবিরাম।
আপনাদের ঘটনার আগেই আমি এ নিয়ে পোস্ট করেছিলাম। কাকতালীয়। আপনি বুঝতে পেরেছেন এটাই বড় কথা।
ভাইয়া আপনার পোস্টটি পড়ে ডাউনভোট সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারলাম। এর আগে ডাউনভোট সম্পর্কে আমার এতটা জানা ছিল না। ভাই আপনার পোস্টটি পড়ে খুবই উপকৃত হলাম। খুবই সুন্দর একটি শিক্ষামুলক পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।
আপবাকেও ধন্যবাদ
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ডাউনভোট এর সবকিছু সুন্দর করে আমাদের জানানোর জন্য। এটা সম্পর্কে এখন ক্লিয়ার একটি ধারণা পেলাম। অনেক ভালো লাগলো। আমারও এই ডিজলাইক অপশন নিয়ে কৌতুহল ছিল। আজ সবকিছু পরিষ্কার হয়ে গেলো।
ভাইয়া আপনি প্রতিটি পোস্ট থেকে কিছু না কিছু শিখতে পারি।আপনি অনেক সুন্দর করে আমাদের ডাউন ভোট এর বিষয়টি বুষিয়েছেন।ধন্যবাদ ভাইয়া