শিক্ষামূলকঃ পর্ব ৩৬ || এবিবি স্কুল লেভেল-৩ এর রিওয়ার্ড বন্টন অংশের ক্লাশ লেকচার ভিডিও [10% for shy-fox]
ভূমিকাঃ
শিক্ষার কোন বয়স নেই। আবার শিক্ষা গ্রহণের জন্য একেবারে নির্দিষ্ট কোন মাধ্যমও নেই। আমরা আমাদের চারপাশের প্রকৃতি, মানুষজন, পরিবেশ থেকে প্রতিনিয়ত শিখছি। বিশ্বজুড়া এই পাঠশালায় শিখার আছে অনেক কিছুই । কখন যে কার কাছ থেকে কত গুরুত্বপূর্ন বিষয় শিখে ফেলি সেটা বলা মুশকিল।
পর্ব ৩৬: স্টিম ব্লকচেইনের রিওয়ার্ড বন্টন ও কিউরেশন সংক্রান্ত খুটিনাটি বিষয়ের ক্লাশ লেকচার ভিডিও
আমার বাংলা ব্লগ কমিউনিটি সব সময় তার ব্যবহারকারীদের শিক্ষার ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে থাকে আর সে জন্যই শিয়াল পন্ডিতের পাঠশালা নামে আমার বাংলা ব্লগ স্কুল চালু করা হয়েছে যেখানে নতুন এবং পুরাতন ব্যবহারকারীদেরকে স্টিম ব্লকচেইন সম্পর্কিত খুঁটিনাটি বিষয়গুলো শেখানো হয়। এই পাঠশালায় চারটি লেভেলে স্টিম ব্লকচেইন এর খুঁটিনাটি বিষয়গুলো শেখানো হয় যেখানে স্কুলের নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি ভেরিফাইড ব্লগাররাও ক্লাস করার মাধ্যমে তাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করে নিতে পারছেন। মূলত স্টিম ব্লকচেইন এর বেসিক বিষয়গুলো সবাইকে জানানো হচ্ছে এই স্কুলের উদ্দেশ্য এবং এই স্কুল থেকে বর্তমানে অনেকেই গ্রেজুয়েশন কমপ্লিট করে ব্লগিং জার্নিতে অনেক ভাল করছেন।
আমি ব্যক্তিগতভাবে এই স্কুলের একজন সহকারী অধ্যাপক হিসেবে কাজ করতে পেরে অনেক আনন্দিত কারন আমি শেখাতে পছন্দ করি ও ব্যক্তিগত জীবনেও শিক্ষকতায় আছি। আমাদের এই কমিউনিটির ফাউন্ডার @rme দাদার উদ্যোগ ও সবাইকে শেখানোর মন মানসিকতার কারণেই স্কুল দিনদিন অত্যন্ত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে যেখান থেকে একটা বিশাল সংখ্যক মানুষকে পরিপূর্ণ এবং যথার্থ ব্লকচেইন সংক্রান্ত শিক্ষা দেওয়া সম্ভব হয়েছে। এজন্য অবশ্যই আমি মন থেকে আমাদের ফাউন্ডারকে এরকম চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ দিতে চাই।
আমি চাই এখানে যারা নিয়মিত ক্লাস করছেন বা এই স্কুল থেকে শিক্ষা গ্রহণ করছেন তারা যাতে একটা পরিপূর্ণ ও স্বচ্ছ ধারণা নিয়ে তাদের যাত্রা শুরু করতে পারেন কারণ দিন শেষে কোন বিষয়ে পরিপূর্ণ ও স্বচ্ছ ধারণা থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে গত কয়েক মাস ধরে লেভেল ৩ এর রিওয়ার্ড বন্টন বিষয়টা নিয়ে অনেকেই তাদের ধারণাকে স্বচ্ছ ও পরিপূর্ণ করতে পারছেন না। মূলত ক্লাসে প্রতি সপ্তাহে এই বিষয়গুলো নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করার পরও ইউজারগন হয়তোবা নেটওয়ার্ক সংক্রান্ত জটিলতা কিংবা অন্য কোন কারণে বিষয়গুলো ঠিকভাবে গ্রহণ করতে পারছেন না।
মূলতঃ এখানে কাউকে ভাইবাতে আটকে দেওয়া এই স্কুলের উদ্দেশ্য নয় বরং সবার ধারণাটা স্বচ্ছ হয়েছে কিনা এবং একটা পূর্ণাঙ্গ ধারণা নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারছেন কিনা সেটা নিশ্চিত করা হচ্ছে এই স্কুলের উদ্দেশ্য। আমরা চাই, এখান থেকে যারা গ্র্যাজুয়েশন করবে তারা যাতে অন্য লেভেলের ব্যবহারকারী হয়। যারা নেটওয়ার্ক সংক্রান্ত জটিলতা এবং অন্যান্য অনেক কারণে ক্লাসগুলো নিয়মিত করতে পারছেন না কিংবা ক্লাসের ব্যাপারগুলোতে কিছু ভুল ধারণা বা খুঁটিনাটি বিষয়গুলোতে স্বচ্ছ ধারনার অভাব থেকে যাচ্ছে তাদের জন্য ক্লাস লেকচারটা রেকর্ড করা হয়েছে এবং সেই রেকর্ড এর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি আজকের পোস্ট এর মাধ্যমে।
অনেকেই আছেন যাদের ক্লাসের সময়টাতে কোন প্রয়োজনীয় কাজ থাকতে পারে অথবা অন্য কিংবা নেটওয়ার্ক সংক্রান্ত জটিলতার কারণে ক্লাসগুলো ঠিক ভাবে মনোযোগ দিয়ে সম্পন্ন করতে পারছেন না। তারা চাইলে এই ক্লাস লেকচার এর ভিডিওর মাধ্যমে স্টিমের রিওয়ার্ড বন্টনের পুরো ব্যাপারটি নিজেদের সুবিধামতো সময়ে দেখে নিতে পারবেন এবং ধারণাগুলোকে স্বচ্ছ করে এই স্কুলের লেভেল-৩ কমপ্লিট করতে পারবেন। যারা এই স্কুলের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য শুভকামনা ও সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিওর লিঙ্ক
ভিডিওর লিঙ্ক
https://d.tube/v/engrsayful/QmakLumpXdCMeqSRC1nKij2t4Q6Fg4i2qREmwBXZyDBXZS
এছাড়াও আমার লিখা পূর্বের ১৫নং ও ১৬নং টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন।
আসলে সবার মোটামোটি লেভেল-৩ যে বিষয়ে সমস্যা থাকে তা হলো এই রেওয়ার্ড বণ্টন নিয়ে। আপনি খুবই সুন্দর ভাবে ভিডিও তৈরির মাঝেমে বিষয়টাব সহজ করে দিয়েছেন। যারা এখন লেভেল-৩ তে আছে আশা করি তারা বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। ❣️❣️❣️
ভাইয়া আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি পোষ্ট আপনাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পোষ্টের মাধ্যমে সবাই অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে সঠিক ধারণা পাবে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার এই পোষ্টের মাধ্যমে আমরা সকলেই অনেক উপকৃত হলাম ভাইয়া। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইল আপনার জন্য।
খুবই ভালো উদ্যাগ। খুবই শিক্ষানীয় ভিডিও। যখন কোন সম্যাসা হয় তখন দেখে নিতে পারবো।ধন্যবাদ আপনাকে সুন্দর এবং শিক্ষানীয় ভিডিও শেয়ার করার জন্য।
খুবই সুন্দর একটি পদক্ষেপ। কারন অনেকেই আছে যারা বিষয়গুলো বুঝে কিন্তু পরবর্তীতে আবার গুলিয়ে ফেলে। আর ভিডিওর মাধ্যমে খুব সুন্দর ভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছেন।আশা করছি সবার জন্য সহজবোধ্য হবে বিষয়টি।
সত্যিই ভাইয়া আপনারা আমাদের জন্য এত করছেন আমরা তার মুল্য দিতে পারছি না বিশেষ করে অন্যের দোশ দিব কি আমি আমার নিজের কথাই বলি ভাইয়া, তবে ভাইয়া আমি নিজে শপথ করে বলছি ভাইয়া মন থেকে বলছি আমি এখন থেকে ক্লাস গুলো বা সব বিষয় এ অভিজ্ঞতা নিয়ে ভালো একজন ব্লগার হতে পারি সব বিষয় এ জানতে পারি ভাইয়া। আমার কাছে সত্যিই ভাইয়া অনেক খারাপ লাগে আমাদের জন্য এত কিছু আপনারা করে যাচ্ছেন। দোয়া করি ভাইয়া আপনাদের আশা পুরন হোক আমাদের সফলতার মাধ্যমে। ভালোবাসা রইলো ভাই।
ভয়েজ টাইপিং করে পরে বানানগুলো একবার চেক করে পোস্ট বা কমেন্ট করবেন। ধন্যবাদ ও শুভকামনা।
ঠিক করেছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
আপনার করা টিউটোরিয়ালটি খুবই সুন্দর হয়েছে। এই ভিডিওটি দেখলে অবশ্যই সবার উপকার হবে সবার সম্পূর্ণ ধারণা আসবে স্টিম এ কীভাবে রিওয়ার্ড বন্টন হয়। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি টিউটোরিয়াল শেয়ার করার জন্য।
আমি ব্যক্তিগতভাবেই মনেকরি এইটা দরকার ছিল । কারণ বর্তমান ও পুরাতন সকল ইউজারদের জন্য। এইটা জানা ভীষণ গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ভাই ।
আপনাকেও ধন্যবাদ উৎসাহ প্রদানের জন্য।
অনেকগুলো নিত্য নতুন টপিক এই পোস্টের মধ্যে দেখতে পাচ্ছি এবং খুবই শিক্ষণীয় একটি পোষ্ট। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট গুছিয়ে আমাদের জন্য উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন।
ভাইয়া এটা খুবই ভাল একটি উদ্যোগ বলে আমি মনে করি। আমরা যারা এবিপি স্কুলে এখনো পড়াশুনা করছি গতকাল আসছি সবার জন্যই মোটামুটি একটু গুলিয়ে যাচ্ছিল। তাই বিষয়গুলো আরও সুন্দর এবং সঠিকভাবে মনে রাখার জন্য আপনি যে সুন্দর একটি নিয়ম করে দিয়েছেন এবং ক্লাসের ভিডিওটি পুনরায় পেয়ে খুবই উপকার হলো ভাইয়া।
ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া আপনার প্রতিটি পোস্ট মানে সেখান থেকে নতুন কিছু শিক্ষা। আমি যখন এবিবি স্কুলের ছাত্র ছিলাম তখন থেকে আপনার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনতাম। আমি এই বিষয়টি আগেও জানতাম। তবে আজকে আরো ভালোভাবে জেনে অনেক ভালো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি উপকারী পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।