শিক্ষামূলকঃ পর্ব ৩৬ || এবিবি স্কুল লেভেল-৩ এর রিওয়ার্ড বন্টন অংশের ক্লাশ লেকচার ভিডিও [10% for shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

ভূমিকাঃ

শিক্ষার কোন বয়স নেই। আবার শিক্ষা গ্রহণের জন্য একেবারে নির্দিষ্ট কোন মাধ্যমও নেই। আমরা আমাদের চারপাশের প্রকৃতি, মানুষজন, পরিবেশ থেকে প্রতিনিয়ত শিখছি। বিশ্বজুড়া এই পাঠশালায় শিখার আছে অনেক কিছুই । কখন যে কার কাছ থেকে কত গুরুত্বপূর্ন বিষয় শিখে ফেলি সেটা বলা মুশকিল।

আমরা একেক জন একেক বিষয়ে পারদর্শী।
তাই আমরা নিজ নিজ অবস্থান থেকে আমাদের জানা কোন বিষয় সবার মাঝে শেয়ার করার মাধ্যমে সবাই উপকৃত হতে পারি। এই লক্ষ্য নিয়ে
আমার বাংলা ব্লগ
কমিউনিটি-তে
শিক্ষামুলক
নামে একটি সিরিজ লিখছি যেখানে আমার জানা কোন বিষয় শেয়ার করছি। যারা এই বিষয়গুলো আগে জানতেন না, আশা করি তারা উপকৃত হবেন।

Thumbnails.jpg

Line Break Steem.png

পর্ব ৩৬: স্টিম ব্লকচেইনের রিওয়ার্ড বন্টন ও কিউরেশন সংক্রান্ত খুটিনাটি বিষয়ের ক্লাশ লেকচার ভিডিও

Line Break Steem.png
আমার বাংলা ব্লগ কমিউনিটি সব সময় তার ব্যবহারকারীদের শিক্ষার ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে থাকে আর সে জন্যই শিয়াল পন্ডিতের পাঠশালা নামে আমার বাংলা ব্লগ স্কুল চালু করা হয়েছে যেখানে নতুন এবং পুরাতন ব্যবহারকারীদেরকে স্টিম ব্লকচেইন সম্পর্কিত খুঁটিনাটি বিষয়গুলো শেখানো হয়। এই পাঠশালায় চারটি লেভেলে স্টিম ব্লকচেইন এর খুঁটিনাটি বিষয়গুলো শেখানো হয় যেখানে স্কুলের নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি ভেরিফাইড ব্লগাররাও ক্লাস করার মাধ্যমে তাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করে নিতে পারছেন। মূলত স্টিম ব্লকচেইন এর বেসিক বিষয়গুলো সবাইকে জানানো হচ্ছে এই স্কুলের উদ্দেশ্য এবং এই স্কুল থেকে বর্তমানে অনেকেই গ্রেজুয়েশন কমপ্লিট করে ব্লগিং জার্নিতে অনেক ভাল করছেন।

আমি ব্যক্তিগতভাবে এই স্কুলের একজন সহকারী অধ্যাপক হিসেবে কাজ করতে পেরে অনেক আনন্দিত কারন আমি শেখাতে পছন্দ করি ও ব্যক্তিগত জীবনেও শিক্ষকতায় আছি। আমাদের এই কমিউনিটির ফাউন্ডার @rme দাদার উদ্যোগ ও সবাইকে শেখানোর মন মানসিকতার কারণেই স্কুল দিনদিন অত্যন্ত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে যেখান থেকে একটা বিশাল সংখ্যক মানুষকে পরিপূর্ণ এবং যথার্থ ব্লকচেইন সংক্রান্ত শিক্ষা দেওয়া সম্ভব হয়েছে। এজন্য অবশ্যই আমি মন থেকে আমাদের ফাউন্ডারকে এরকম চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ দিতে চাই।

আমি চাই এখানে যারা নিয়মিত ক্লাস করছেন বা এই স্কুল থেকে শিক্ষা গ্রহণ করছেন তারা যাতে একটা পরিপূর্ণ ও স্বচ্ছ ধারণা নিয়ে তাদের যাত্রা শুরু করতে পারেন কারণ দিন শেষে কোন বিষয়ে পরিপূর্ণ ও স্বচ্ছ ধারণা থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে গত কয়েক মাস ধরে লেভেল ৩ এর রিওয়ার্ড বন্টন বিষয়টা নিয়ে অনেকেই তাদের ধারণাকে স্বচ্ছ ও পরিপূর্ণ করতে পারছেন না। মূলত ক্লাসে প্রতি সপ্তাহে এই বিষয়গুলো নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করার পরও ইউজারগন হয়তোবা নেটওয়ার্ক সংক্রান্ত জটিলতা কিংবা অন্য কোন কারণে বিষয়গুলো ঠিকভাবে গ্রহণ করতে পারছেন না।

মূলতঃ এখানে কাউকে ভাইবাতে আটকে দেওয়া এই স্কুলের উদ্দেশ্য নয় বরং সবার ধারণাটা স্বচ্ছ হয়েছে কিনা এবং একটা পূর্ণাঙ্গ ধারণা নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারছেন কিনা সেটা নিশ্চিত করা হচ্ছে এই স্কুলের উদ্দেশ্য। আমরা চাই, এখান থেকে যারা গ্র্যাজুয়েশন করবে তারা যাতে অন্য লেভেলের ব্যবহারকারী হয়। যারা নেটওয়ার্ক সংক্রান্ত জটিলতা এবং অন্যান্য অনেক কারণে ক্লাসগুলো নিয়মিত করতে পারছেন না কিংবা ক্লাসের ব্যাপারগুলোতে কিছু ভুল ধারণা বা খুঁটিনাটি বিষয়গুলোতে স্বচ্ছ ধারনার অভাব থেকে যাচ্ছে তাদের জন্য ক্লাস লেকচারটা রেকর্ড করা হয়েছে এবং সেই রেকর্ড এর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি আজকের পোস্ট এর মাধ্যমে।

অনেকেই আছেন যাদের ক্লাসের সময়টাতে কোন প্রয়োজনীয় কাজ থাকতে পারে অথবা অন্য কিংবা নেটওয়ার্ক সংক্রান্ত জটিলতার কারণে ক্লাসগুলো ঠিক ভাবে মনোযোগ দিয়ে সম্পন্ন করতে পারছেন না। তারা চাইলে এই ক্লাস লেকচার এর ভিডিওর মাধ্যমে স্টিমের রিওয়ার্ড বন্টনের পুরো ব্যাপারটি নিজেদের সুবিধামতো সময়ে দেখে নিতে পারবেন এবং ধারণাগুলোকে স্বচ্ছ করে এই স্কুলের লেভেল-৩ কমপ্লিট করতে পারবেন। যারা এই স্কুলের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য শুভকামনা ও সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ভিডিওর লিঙ্ক

https://d.tube/v/engrsayful/QmakLumpXdCMeqSRC1nKij2t4Q6Fg4i2qREmwBXZyDBXZS


এছাড়াও আমার লিখা পূর্বের ১৫নং১৬নং টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন।

শিক্ষামূলক সিরিজের পূর্বের পোস্টগুলোর লিংক নিচে দিয়ে দিলাম। চোখ বুলিয়ে আসতে পারেন। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।
শিক্ষামূলক সিরিজে আমার লেখা পূর্বের পোস্টগুলোর তালিকাঃ
পর্ববিষয়বস্তু
০১-১০দশটি পোস্টের রিভিউ => ১.মাতৃভাষায় বেসিক => ২.শিক্ষায় আয় => ৩.পিসিতে ভয়েস টাইপিং => ৪.রেপুটেশন => ৫.কমেন্ট স্প্যামিং => ৬.কিউরেশন ট্রেইল => ৭.ফ্যানবেইস => ৮.ভোটিং পাওয়ার => ৯.রিসোর্স ক্রিডিট => ১০.ডেলিগেশন
১১-২০দশটি পোস্টের রিভিউ => ১১.একাউন্ট নিরাপত্তা => ১২.সেভিংস ওয়ালেট => ১৩.সয়ংক্রিয় রিওয়ার্ড ক্লেইম => ১৪.অযাচিত মেনশন => ১৫.রিওয়ার্ড বন্টন => ১৬.আগে ভোটের সুবিধা => ১৭.মাল্টিপল ট্রান্সফার => ১৮.ফিশ স্কেল => ১৯.ডাস্ট => ২০.ডাস্ট দূরীকরণ
২১-৩০দশটি পোস্টের রিভিউ => ২১.steemnow রিভিও => ২২.নতুনদের জন্য পাঁচটি দিকনির্দেশনা => ২৩.steemworld রিভিও => ২৪.ব্লকচেইন => ২৫.স্টিম ব্লকচেইন => ২৬.মার্কডাউন দেখা => ২৭.কিউরেশন ও অথর তারতম্য => ২৮.shy-fox কে বেনিফিশিয়ারি দেয়ার গুরুত্ব => ২৯.উইটনেস => ৩০.স্টিমিট ও সোশ্যাল মিডিয়ার পার্থক্য
৩১হিরোইজম প্রোজেক্টে ডেলিগেশনের ৫টি সুবিধা
৩২স্টিম স্টিমিটের চেয়ে অনেক বড়
৩৩ডাউনভোট আদ্যোপান্ত
৩৪নতুনদের কি কি জানা উচিত
৩৫৩০ টি টপিক যা আপনি এখানে লিখতে পারেন

Line Break Steem.png

আমি কে

আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক এবং সাবেক ব্যাংকার। পড়াশুনা করেছি প্রকৌশলবিদ্যায়। স্টিমিট-এ ২০১৯ সাল থেকে নিয়মিত লেখালেখি করে আসছি। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং সবার থেকে শিখতে চাই।

Line Break Steem.png

Amar Bangla Blog Logo.png

Line Break Steem.png


Heroism.png

| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |