রেসিপি: টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা।

in আমার বাংলা ব্লগ9 hours ago
রেসিপি: টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা

IMG20241028160036.jpg

শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আশাকরি সবাই ভালো আছেন, তবে এখনকার সময়ে ভালো থাকাটা বেশ কঠিন। যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে করে সাধারণ মানুষের অবস্থা খুব খারাপ। যাইহোক সেদিকে না গিয়ে চলুন রেসিপি পোষ্টে মনোযোগ দেই।
রেসিপি পোষ্ট করতে আসলে সবসময়ই আমার ভালো লাগে। যাইহোক পাবদা মাছ আমার খুব পছন্দের মাছ, তাইতো পাবদা মাছ ভুনা রেসিপি নিয়ে হাজির হলাম।
চলুন শুরু করি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

♍ প্রয়োজনীয় উপকরণ ♍

IMG20241028130026.jpg

টমেটোদুটোপাবদা মাছ৫০০ গ্রাম
কাঁচামরিচস্বাদমতোপেঁয়াজ কুচিএক কাপ
হলুদ গুঁড়াএক চামচমরিচ গুঁড়াএক চামচ
জিরা গুঁড়াএক চামচরসুন বাটাএক চামচ
লবণস্বাদমতোসোয়াবিন তেলপরিমাণ মতো

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আহ্ রান্না সে তো শিল্প
IMG20241028130047.jpgIMG20241028130033.jpg

প্রথমেই পাবদা মাছ গুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর টমেটো গুলো কেটে টুকরো করে একটি বাটিতে উঠিয়ে নিলাম। এরপর রান্নার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করে নিলাম।

IMG20241028130724.jpg

এবার একটি কড়াই চুলায় চাপিয়ে দিয়ে তাতে পরিমাণমতো সয়াবিন তেল ঢেলে দিলাম। তেল গরম হলে এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিলাম।

IMG20241028130739.jpgIMG20241028130744.jpg

এই ধাপে টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম এবং কিছুটা সময় নিয়ে ভেজে নিলাম।

IMG20241028130822.jpgIMG20241028130849.jpg

IMG20241028131157.jpg

এরপর প্রয়োজনীয় সমস্ত মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম।

IMG20241028131324.jpgIMG20241028131448.jpg

এবার কষানো মসলার মধ্যে পাবদা মাছগুলো দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো ঝোল দিলাম।

IMG20241028131528.jpgIMG20241028133044.jpg

এবার কাঁচা মরিচ গুলো দিয়ে দিলাম এবং তরকারিটা ২০ মিনিট মধ্যম আছে রান্না করলাম। বিশ মিনিট পর ঝোল অনেকটা শুকিয়ে এলে চুলা বন্ধ করে দিলাম। আমাদের পাবদা মাছের ভুনা তৈরি হয়ে গেছে এবার পরিবেশনের পালা।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🍱 পরিবেশন করলাম 🍱

IMG20241028160056.jpg

IMG20241028160049.jpg

IMG20241028160025.jpg

IMG20241028160036.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

" স্বাদের বিবরণ "

IMG20241028160041.jpg

বেশ তৃপ্তি সহকারে পাবদা মাছের ভুনা খেলাম। আশাকরি আপনারাও এভাবে তৈরি করে খেতে পছন্দ করেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

Black and White Modern Company Presentation (1).gif

" ছবির বিবরণ "
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 3 hours ago 

পাবদা মাছ খেতে আমারও অনেক ভালো লাগে ভাইয়া ।আপনি টমেটো দিয়ে পাবদা মাছের ভুনা অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন। যেটা দেখে মনে হচ্ছে খেতে অনেক মজদার হয়েছে।ধন্যবাদ ভাইয়া রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 1 hour ago 

পাবদা মাছ খেতে অনেক মজা লাগে এবং টমেটো দিয়ে রান্না করলে খেতে সুস্বাদু হয়। আপনি রান্না করার প্রসেস সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করলেন ভাই। দেখেই বুঝতে পারছি খেতে অনেক টেস্ট হয়েছিল। ফটোগ্রাফি দেখে আমার জিবে জল চলে এসেছে। ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন।

 20 minutes ago 

পাবদা মাছ অনেক বেশি ভালো লাগে। টমেটো দিয়ে যে কোন মাছ রান্না করলে তার স্বাদ যেন বেড়ে যায়। আজ আপনি টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করেছেন। কম্বিনেশনটা কিন্তু দারুন। মাছ দেখে লোভ লেগে গেলো।খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিলো।টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করলে এর স্বাদ অনেক ভালো হয়। রেসিপিটি ধাপে ধাপে সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।