আমার তোলা আলোকচিত্র।
|
---|
শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। শুক্রবার মানেই ফটোগ্রাফী দিবস, তাইতো আবারো ছুটে এলাম ফটোগ্রাফী নিয়ে। যাইহোক বলে রাখি আমি গতকাল চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিলাম এবং আমার কাজ এবং দায়িত্ব শেষ করে ভালুকার উদ্দেশ্যে যাত্রা আবারো যাত্রা করেছি দুপুর তিনটার সময়। দুঃখের বিষয় হলো এখনো ঢাকায় পৌছাতে পারিনি। যাইহোক গাড়িতে বসে ফটোগ্রাফী পোস্ট করার চেষ্টা করি চলুন।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
বুনো ফুল বা ফল। সত্যিই এটা কি আমি নিজেও জানি না। তবে জিনিসটা খুব সুন্দর বলতেই হবে। আপনার এই চমৎকার জিনিসটা কেমন লাগলো জানাবেন।
এটি একটি ফুল, তবে কি ফুল আপনাদের বলতে হবে। সাদা যেকোন ফুল আমার ভীষণ ভালো লাগে।
রাস্তার বিড়াল। কিছু কিছু বিড়াল মাঝে মাঝে বেশ ভালো দেখতে লাগে। যেমন এই বিড়ালটি দেখতে বেশ সুন্দর।
বুনো ফুল। এই ফুলটি সচরাচর সব জায়গায় দেখতে পাওয়া যায়। অবলীলায় বেড়ে ওঠা ফুলটি সত্যিই খুব সুন্দর দেখতে।
পরিশেষ
যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আমার তোলা ছবিগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে বাসায় পৌছাতে পারি।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
প্রথমেই আপনার জন্য শুভ কামনা রইল। ভালো ভাবে যেনো বাসায় পৌছাতে পারেন এই কামনাই করি। গাড়িতে বসে পোস্ট লেখা অনেক কষ্টকর। আপনার ফটোগ্রাফি গুলো সব সময়ই ভালো লাগে। বুনো ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনার তোলা সাদা ফুলটি হচ্ছে একটি ঘাস ফুল। ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে ধন্যবাদ আপনাকে।
খুবই দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাঝে মাঝে যখন চমৎকার কিছু ফটোগ্রাফি দেখি তখন অনেক বেশি ভালো লাগে। বিড়ালটা দেখতে অনেক সুন্দর লাগছে। এভাবে এগিয়ে যান, শুভকামনা রইল। সামনে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে চাই।
অযত্নে বেড়ে ওঠা ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে। আপনার ক্যাপচার করা বুনো ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। খুব সুন্দর ভাবে ছোট ছোট ফুলগুলোকে ক্যাপচার করেছেন। ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে। বিড়ালের ফটোগ্রাফি খুবই কিউট হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
ওয়াও ভাইয়া আপনি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।বিশেষ করে শেষের ফটোগ্রাফিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাইয়া।বাকি ফটোগ্রাফি গুলো ও দারুন হয়েছে।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আপনি খুব সুক্ষ্ম জিনিসের ফটোগ্রাফি করেন। যে বিষয়টা আমার খুবই পছন্দের৷ আজও আপনি বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। বুনোফুলের ছবি সব থেকে ভালো লেগেছে।
ভালো লাগার মত আজকে আপনি কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। তবে ফুল গুলোর ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। রাস্তার বিড়ালের ফটোগ্রাফিও চমৎকার হলো। তবে এটি ঠিক কিছু কিছু বিড়াল আছে দেখতে বেশ ভালো লাগে। সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। অনেক দূর্দান্ত ফটোগ্ৰাফি করেন আপনি। আমার কাছে সব কটি ফটোগ্ৰাফি ভালো লেগেছে, বিশেষ করে বুনো ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে।
বিড়াল টা বেশ লাগছে। বেশ সুন্দর। বুনো ফুলের ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার করেছেন ভাই। সবমিলিয়ে দারুণ করেছেন আপনি ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।