আমার তোলা আলোকচিত্র।
|
---|
শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। শুক্রবার দিনটি আমি ফটোগ্রাফি দিবস হিসেবে পালন করি, তাই আবারো চলে এলাম কিছু ছবি উপহার দিতে। আসলে ইদানিং ব্যাস্ততার কারনে তেমন ছবি তোলার সময় পাইনা, তবুও চেষ্টা করলাম আমার ফটো গ্যালারী থেকে কিছু ছবি সিলেক্ট করে আপনাদের উপহার দেয়ার। তো চলুন দেখে নেয়া যাক কোন কোন ছবিগুলো স্থান পাচ্ছে আজকের আয়োজনে।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
কবুতর শান্তির প্রতিক। আমি কবুতর ভীষণ পছন্দ করি। আমার আপাতত দুই জোড়া কবুতর রয়েছে। প্রচন্ড ইচ্ছাশক্তি আর ভালোলাগা থেকেই কবুতর পালন করি। সাদা এরকম চমৎকার ফানটেইল কবুতর থাকলে আর কি লাগে বলুন।
আপনারা কে কে এতো বড় মাকড়সা দেখেছেন? আমি সেদিন বাসায় হঠাৎ করেই এর উপস্থিতি টের পেলাম। এটা আকারে বেশ বড় ছিল, আমি সত্যিই জানি না এটা বিষাক্ত কিনা, কিন্তু তবুও তাকে তাড়িয়ে দিলাম।
ছোট্ট কিউট বিড়ালের বাচ্চা। আমার আত্মীয়ের বিড়ালের বেশ কয়েকটি বাচ্চা হয়েছে, তিনি এগুলোর ভালোই যত্ন করেন। কি আর করা আমিও মাঝে মাঝেই যাই এগুলোকে দেখতে। ভীষণ কিউট এগুলো।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
বরাবরই আপনি চমৎকার চমৎকার সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নেন।কবুতর শান্তির প্রতিক আর কবুতর আমিও খবু ভালোবাসি। ছোটবেলা থেকে কবুতর আমাদের বাড়িতে দেখতাম। আমিও কবুতর পুষবো শ্বশুর বাড়িতে।গত কালকেই তো বিশাল বড়ো কালো মাকড়শা আমার জানালার পর্দায় ছিলো ভয় পেয়ে গেছি মা মেয়ে তাই ফটোগ্রাফি করা হয়নি।সত্যি কিউট বিড়াল ছানা ছোট বেলায় কতো কোলে নিতাম তবে সেগুলো দেশি বিড়াল ছিলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
প্রতিবারের মতো এই সপ্তাহে আপনি খুব চমৎকার ফটোগ্রাফি উপহার দিলেন। কবুতর আমার কাছেও ভীষণ পছন্দ। একসময় লালন পালন করতাম, কিন্তু চোরের কারণে লালন পালন করা হয়নি। মাকড়সাটি দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগছে। তাছাড়া ছোট্ট কিউট বিড়ালের বাচ্চা দেখে ভীষণ ভালো লেগেছে। মনে হচ্ছে হাতে নিয়ে আদর করি। ধন্যবাদ ভাই আপনাকে চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে যতদিন যাচ্ছে ততই যেন ব্যস্ততা বেড়ে যাচ্ছে। তারপরেও শত ব্যস্ততার মাঝে আমাদের সাথে সময় দেন এটা খুবই ভালো লাগে। আজকের ফটোগ্রাফি গুলো বেশ ভালো হয়েছে ভাই। বিড়ালের বাচ্চাটা দেখতে অনেক সুন্দর লাগছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
বেশ সুন্দর কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার আত্মীয়র বাসার বিড়ালটি দেখতে কিন্তু বেশ কিউট আছে। বিড়াল আমার অনেক পছন্দের। বাসায় বিড়াল পালার অনেক ইচ্ছা তবে পরিবারের লোকজন পারমিশন দেয় না এজন্য বিড়াল নিয়ে আসতে পারি না।
আজকে আপনি সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি দেখলে বেশ ভালো লাগে। তবে কবুতরের ফটোগ্রাফি খুব ভালো লাগলো। আমাদের বাড়িতে আমরা চার জোড়া কবুতর পালন করি। ফটোগ্রাফি গুলো সুন্দর করে বর্ণনা দিয়ে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার তোলা আলোকচিত্র বেশ সুন্দর হয়েছে। ঠিক বলেছেন ভাইয়া আপনি কবুতর শান্তির প্রতীক। কবুতরের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লেগেছে।ফোটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন ভাইয়া আপনি। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
কবুতর টা বেশ চমৎকার লাগছে ভাই। দারুণ করেছেন ফটোগ্রাফি টা। মাকড়সা এবং বিড়ালের ফটোগ্রাফি টাও সুন্দর ছিল। সবমিলিয়ে দারুণ করেছেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।