আবারো $PUSS কিনলাম 🪙|| Again i bought $PUSS..

in আমার বাংলা ব্লগ5 months ago
আবারো $PUSS কিনলাম 🪙

I bought some $PUSS_20241123_201918_0000.jpg

শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার, সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে আবারো কিছু $PUSS কয়েন কিনলাম, তবে বেশ চড়া দামে। গত কিছুদিন আগে আমার মূল বেলেন্স থেকে বেশ কিছু পুশ কয়েন সেল করেছিলাম একান্তই ব্যক্তিগত প্রয়োজনে। তবে পুশ সেল করতে এতোটাই খারাপ লাগে বলে বোঝাতে পারবো না। সেই সময়টাতে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আবারো বেশ কিছু কয়েন কিনবোই, সেটা যে দামেই হোক। যাইহোক আজকে সেই সুযোগটা হঠাৎ পেয়ে গেলাম, বিকেলের দিকে কিছু কয়েন কিনলাম।

আসলে পুশ আমাদের কমিউনিটির নেটিভ টোকেন তাই এটার প্রতি বিশেষ দূর্বলতা কাজ করে এবং প্রতিনিয়ত এর প্রমোশন করার চেষ্টা করে যাচ্ছি। আর সবথেকে বড় ব্যাপার এটা এখন শুধুমাত্র কয়েন নয় বরং এর চতুর্মুখী ব্যাবহার শুরু হয়েছে। এটা এখন বেশ গুরুত্বপূর্ণ আমাদের কমিউনিটির অন্যান্য কাজের জন্য। যাইহোক সবদিক বিচার বিশ্লেষণ করে পুশ কয়েন কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম। চলুন দেখে নেয়া যাক আজকের পুশ কয়েন কেনার প্রক্রিয়াটি।

Screenshot_2024-11-23-15-57-33-70_c564fc6db12409a4b375ae7fc4428dbe~2.jpg

প্রথমে আমার ৯৬৫২ পুশ ছিল, আমি বেশ কিছুটা ট্রন কয়েন ডেপোজিট করলাম। এরপর পুশ কয়েন কেনার জন্য মনস্থির করলাম।

Screenshot_2024-11-23-15-59-37-78_c564fc6db12409a4b375ae7fc4428dbe.jpgScreenshot_2024-11-23-16-00-08-05_c564fc6db12409a4b375ae7fc4428dbe.jpgScreenshot_2024-11-23-16-00-38-33_c564fc6db12409a4b375ae7fc4428dbe.jpg

এবার পুশ কেনার জন্য সানপাম্পে প্রবেশ করলাম। ৭৭ ট্রন দিয়ে ২৭১৫ পুশ কয়েন কিনতে পারলাম অবশেষে।

Screenshot_2024-11-23-16-01-34-77_c564fc6db12409a4b375ae7fc4428dbe.jpg

এখানে দেখা যাচ্ছে আমার ১২৩৬৭ পুশ কয়েন রয়েছে। যাইহোক পুশ কয়েন বেশ চড়া দামে কিনতে পেরেও বেশ ভালো লাগছে। আশাকরি আমি খুব তাড়াতাড়ি আমার কয়েনের ব্যালেন্স আরো বাড়াতে পারবো। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আজকের মতো।



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 5 months ago 

ভাইয়া আপনার আবার পুশ কয়েন কেনার পোস্টটি দেখতে পেয়ে আমার কাছে খুবই ভালো লাগলো। পুশ কয়েনের ভবিষ্যৎ খুব উজ্জ্বল এটা আমরা সবাই বুঝতে পারছি। আর তাই বেশী বেশী পুশ কয়েন হোল্ড করা আমাদের জন্য মঙ্গলজনক।

 5 months ago 

ধন্যবাদ আপু।
পুশ এখন না কিনতে পারলে সত্যিই আর কেনা যাবেনা।
আশাকরি আপনিও কিছুটা পুশ ক্রয় করবেন।

 5 months ago 

পুশ প্রমোশন

Screenshot_2024-11-23-21-00-33-80_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpgScreenshot_2024-11-23-20-59-43-02_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2024-11-23-20-58-15-51_6604d2525654b46e33aa2968a0a78870.jpg
 5 months ago 

পুশ কয়েন কেনার মধ্যে চমৎকার অনুভূতি কাজ করে। আপনার অনূভুতি দারুন ছিলো। আমরা সকলেই চেষ্টা করছি কিছু না কিছু পুশ কেনার জন্য। পুশ কয়েন এর ভবিষ্যৎ উজ্জ্বল। আমরা সকলেই আশাবাদী পুশ কয়েন ভালো কিছু করবে ইনশাআল্লাহ। আপনার পোস্ট দেখে অনেকেই উৎসাহ পাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 5 months ago 

ধন্যবাদ লিমন।
আমি চেষ্টা করে যাচ্ছি বেশ কিছু কয়েন সংগ্রহ করার। দেখা যাক কতটুকু কিনতে পারি।

 5 months ago 

বাজার বেড়ে চলেছে। যে যত বেশি কিনতে পারবে ভবিষ্যতে কিন্তু অনেক ভালো হবে তার জন্য। কারণ আমরা সকলেই আশাবাদী ভবিষ্যতে ভালো একটা প্রজার সৃষ্টি হবে এ কয়েনের। আপনি কিনেছেন জেনে ভালো লাগলো।

 5 months ago 

ধন্যবাদ আপু।
আপনিও চাইলে কিছু কয়েন কিনে হোল্ড করতে পারেন।

 5 months ago 

আপনি আবারো $pussকিনলেন শুনে বেশ ভালো লাগলো। আশা করি বেশ ভালো এমান্টের আপনি পুস হোল্ড করে রাখবেন। একসময় দেখবেন এই পুসের দাম অনেক বেশি হাই হয়ে যাবে যা আমাদের সবার জন্য খুবই মঙ্গল। সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 5 months ago 

জি আপু, আসলে যতটা সম্ভব কেনার চেষ্টা করছি।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 5 months ago 

আসলে আমাদের কিন্তু এখনো সুযোগ রয়েছে এই প্রিয় কয়েন কিনে নিজের কাছে রাখার। বাজার দিন দিন ভালো পর্যায়ে চলে যাচ্ছে। হয়তো এমন একটা দিন আসবে যখন আর কেনার সাধ্য থাকবে না। তাই সুযোগ বুঝে কিনা প্রয়োজন।

 5 months ago 

সত্যিই ভাই এখনি কেনার সুযোগ, সামনে হয়তো আর কেনা যাবেনা।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

 5 months ago 

এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া নিজেদের কোন কিছুর প্রতি অনেক বেশি দুর্বলতা কাজ করে। Puss মার্কেট আবারও অনেকটা আপ হয়েছে। আপনি নিজ উদ্যোগে আবারো নতুনভাবে Puss কয়েন কিনেছেন ও ভবিষ্যতের জন্য সঞ্চয় করেছেন এটা জেনে খুবই ভালো লাগলো ভাইয়া।

 5 months ago 

ধন্যবাদ আপু।
মাঝে কিছু কয়েন সেল করতে হয়েছে, যাইহোক আবারো কিনলাম বেশ ভালো লাগলো।

 5 months ago 

পুশ কয়েন কিনেছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে পুশ কয়েন যত বেশি কিনা যায় তত বেশি আমাদের জন্য ভালো হয়। তবে ছড়া দামে কিনলো আপনি পুশ কয়েন কিনেছেন এতে আপনি ভাগ্যবান। আর পুশ কয়েন এর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেটি আমাদের সবার জন্য ভালো হবে। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।

 5 months ago 

ধন্যবাদ ভাই।
আশাকরি আপনার সংগ্রহে পুশ কয়েন রয়েছে।

 5 months ago 

আমাদের সবারই উচিৎ সুযোগ বুঝে কিছু কিছু পুশ কয়েন কেনা। যেহেতু এটা আমাদের নেটিভ কয়েন। আর এর ভবিষ্যৎ বেশ ভালো। যা আমাদের স্বপ্ন পূরনে সাহায্য করবে।চেস্টাকরবেন কিছু কিছু পুশ কয়েন কিনার। আমিও চেস্টা করবো।অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 5 months ago 

অনেক ধন্যবাদ আপু, আমি চেষ্টা করে যাচ্ছি কিছু পুশ কয়েন কেনার। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সংগ্রহ আরো একটু বৃদ্ধি করবো।

 5 months ago 

ব‍্যাপার টা ভালো লাগল আমার কাছে। নিজের প্রয়োজনে পুশ সেল করলেও আবার আপনি সেই পরিমাণ অ‍্যামাউন্টের পুশ কিনেছেন। ব‍্যাপার টা বেশ ভালো। এভাবে Buy -sell হলে মার্কেটে একটা সামঞ্জস্য থাকে।

 5 months ago 

ধন্যবাদ ছোট ভাই।
আসলে মাঝে খুব ঝামেলায় পরে সেল করেছিলাম, যাইহোক আবারো কিনতে পারলাম।