আমার তোলা আলোকচিত্র: ভিন্ন কিছুর খোঁজে।

in আমার বাংলা ব্লগ2 months ago

Green Grey Minimalist Floral Family Photo Collage (Portrait)_20240907_001906_0000.jpg

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার।
শুক্রবার মানেই আমার ফটোগ্রাফী দিবস। আজ সাপ্তাহিক ছুটির দিন হলেও পুরোপুরি ছুটি পাইনি। সকাল টাইমটা বাসায় ছিলাম কিন্তু দুপুরে খাবার খেয়ে বেরিয়ে পরতে হয়েছিল অফিসের কাজে। যাইহোক সকালের দিকে আমি ছাদ বাগানে প্রচুর সময় দিয়েছি। আজ বেশ কিছু কলমি শাক, মিষ্টি আলু শাক আর পুঁইশাক সংগ্রহ করেছি ছাদ বাগান থেকে। এই কাজটা করার সময় ভেতর থেকে ভীষণ আনন্দ পাচ্ছিলাম কারন নিজের চোখের সামনে বড় হওয়া বিষমুক্ত একটা জিনিস। যাইহোক শাকগুলো সংগ্রহ করার ফাঁকে ফাঁকে আমি বেশ কিছু ছবি তুলেছি যা আমাকে আনন্দ দিয়েছে। যাইহোক চলুন ছবিগুলো দেখে নেয়া যাক।

IMG20240831181838.jpg

IMG20240831181942.jpg

IMG20240831181848.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

আপনারা জানেন আমি পোকামাকড় ভীষণ পছন্দ করি। শাক তোলার সময় হঠাৎ করেই এই পোকাটি দেখতে পেলাম আর সাথে সাথে ছবি তোলার চেষ্টা করলাম। এটা মনে হয় গান্ধী পোকা, আমার ভুল হলে আশাকরি জানাবেন।

IMG20240831181714.jpg

IMG20240831181712.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

এটা সম্ভবত ঝিঙে ফুল, তবে দুঃখের বিষয় ঝিঙে ধরার আগেই ফুলগুলো শুধু ঝরে যাচ্ছে। যাইহোক ব্যাপারটা বোঝার জন্য একটু কাছ থেকে দেখার চেষ্টা করলাম। একধরনের পিঁপড়া রিতীমত গাছের আর ফুলের রস খেয়ে এদের বারোটা বাজিয়ে দিচ্ছে। আর ফুলের চারিপাশে কেমন ডিম পেড়েছে দেখুন।

IMG20240831181013.jpg

IMG20240831181008.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

শসার ফুল হয়তো আমাদের মাঝে অনেকেই দেখননি। যাইহোক এই হলুদ রঙের ফুল হচ্ছে শসার। গত কিছুদিন আগে আমাদের গাছে‌ শসা ধরেছিল এবং বেশ আনন্দ সহকারে খেয়েছিলাম।

IMG20240809173942.jpg

IMG20240809173934.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

কাটা মুকুট ফুল মোটামুটি সবাই চেনেন। সত্যি বলতে এই ফুলটি আমার ভীষণ ভালো লাগে এবং এদের মিষ্টি গায়ের রং মুগ্ধ করে। তবে কাঁটা থেকে একটু সতর্ক থাকতে হয় আরকি।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন আশাকরি ভালো লেগেছে। যদি ভালো লাগে মন্তব্য করতে পারেন।

Black and White Modern Company Presentation (1).gif

background-2029771_640.png

:) আমার তোলা আলোকচিত্র :)
ভিন্ন কিছুর খোঁজে/sub>
ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 2 months ago 

পোকামাকড় আপনি পছন্দ করেন সেটা আমরা সকলেই জানি। আজকে ফটোগ্রাফি গুলো ভিন্ন রকম ভাবে তোলার চেষ্টা করেছেন। কাঁটা মুকুট ফুল গুলো দেখতে অসাধারন লাগতেছে। সব মিলিয়ে ভালো ছিলো আপনার ফটোগ্রাফি গুলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 months ago 

ইঞ্জিনিয়ারদের এই একটা সমস্যা ভাই। জীবনে কোন ছুটি নেই হা হা। শসার ফুল আমি আগে দেখিনি। আজই প্রথম দেখলাম। চমৎকার লাগল। অন্য ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার করেছেন ভাই। সবমিলিয়ে বেশ ভালো ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।

 2 months ago 

প্রতি সপ্তাহে শুক্রবারে আপনার চমৎকার ফটোগ্রাফি উপভোগ করি। আপনি নিত্য নতুন জিনিস গুলো আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আজকে আপনি ছাদ বাগান থেকে দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন, দেখে চোখ জুড়িয়ে গেল। গান্ধী পোকার ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।

 2 months ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। ফটোগ্রাফির সাথে বর্ণনা করেছেন অসাধারণ। আপনার এই ফটোগ্রাফি গুলো আমার ভালো লেগেছে।

 2 months ago 

পোকামাকড় আমার কাছেও ভীষণ ভালো লাগে। আপনার আজকের তোলা ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে।বিশেষ করে সবজি ফুলের ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। আপনি ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 months ago 

ভিন্ন কিছুর ফটোগ্রাফি করলে অনেক সুন্দর হয়। আর আমার কাছে তো অনেক ভালো লাগে এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো দেখতে। জাস্ট চমৎকারভাবে আপনি সবগুলো ফটোগ্রাফি করেছেন। এলোমেলো ভাবে কোনো কিছুর ফটোগ্রাফি করলে অনেক বেশি সুন্দর হয়। তেমনি আপনার এই ফটোগ্রাফি গুলোও দারুন হয়েছে। আশা করছি এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো আপনি সবসময় আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 months ago 

আপনি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। সব থেকে বেশি পোকার ফটোগ্রাফি টাই আমার কাছে ভালো লেগেছে। আপনার মত আমার কাছে ওই ছোট ছোট পোকামাকড় গুলোর ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার ফটোগ্রাফিতে ছোট ছোট পোকামাকর কখনো মিস যায় না। ছোট পোকাটার ফটোগ্রাফি কিন্তু দারুন হয়েছে। গাছে পিঁপড়া থাকার কারণেই হয়তো আগে আগেই ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে। বিষয়টা জেনে খুবই খারাপ লাগলো। যাই হোক চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।