You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৭১

in আমার বাংলা ব্লগ27 days ago

চলতে চলতে হঠাৎ যদি
তোমার সাথে হয়ে যায় দেখা,
হাসির যাদুতে কি তুমি
নিঃশেষ করে দিবে হৃদয়ের ব্যথা?

বলতে বলতে হঠাৎ যদি
থেমে যায় আমার মুখের কথা,
স্পর্শের ছোঁয়াতে কি তুমি
চঞ্চল করে দিবে স্পন্দনের মাত্রা?

শুনতে শুনতে হঠাৎ যদি
মুখের ভাষা হারিয়ে যায়,
কথার মাধুর্যতায় কি আমার
শ্রবণ ইন্দ্রিয় করে দেবে সরব?

দেখতে দেখতে হঠাৎ যদি
চোখের আলো হারিয়ে যায়,
স্পর্শের ছোঁয়াতে কি তুমি
আলোয় ভরিয়ে দেবে হৃদয়ের কোটর?