You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬৫

in আমার বাংলা ব্লগ13 days ago

হৃদয়ের চঞ্চলতায়- চঞ্চল হয়েছে জীবন
ভালোবাসার উষ্ণতায়- রঙিন হয়েছে বাঁধন,
সম্পর্কের মমতায়- ব্যাকুল হয়েছে স্পন্দন
অনুভুতির আকাংখায়- গতিশীল হয়েছে স্বপন।

হৃদয়ের উষ্ণতায়-ব্যাকুল হয়েছে প্রান
ভালোবাসার স্নিগ্ধম্তায়- প্রশান্তির চির আখ্যান,
মিষ্টি ছোঁয়ায় - বাড়িয়েছে হৃদস্পন্দন
প্রেমের মধুরতায় - ছাড়িয়েছে কষ্টের আবরন।