You are viewing a single comment's thread from:
RE: টিভি সিরিজ রিভিউ: ম্যানিফেস্ট - ব্ল্যাক বক্স ( চতুর্থ পর্ব -সিজন ২ )
দাদা আবারো ম্যানিফেস্টের রিভিউ নিয়ে হাজির হয়েছেন । সত্যি বলতে গল্পটা ভুলে যাওয়া বেশ স্বাভাবিক ব্যাপার কারণ হঠাৎ কোথা থেকে কোথায় চলে যায় বোঝার উপায় নেই। তবে এই পর্বটা ব্ল্যাক বক্স নিয়ে, যা অত্যন্ত মূল্যবান কিছু।
লোগান আর ফ্র্যাংকিয়ে দুই ভাই কিন্তু আশ্চর্য হলেও সত্য ফ্র্যাংকিয়ে লোগানকে মেননে নিতে পারছিল না। এর কারণটা খুব যে অস্বাভাবিক তাও নয় আবার ভাই হিসেবে মেনে নেয়াটা উচিত ছিল বটে। এদিক থেকে জোশ বোঝানোর চেষ্টা করেছে।
ব্যাংকে হুলস্থুল বাঁধিয়ে পরবর্তীতে যে বড় বাক্সটি খুলেছে তার ভেতর কি রয়েছে তা এই পর্বে জানা গেলো না।
এদিকে জেক আর মেলিসা বারবার কাউকে ফিরিয়ে আনার জন্য অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল। পরের পর্ব দারুন হতে চলেছে।
দোয়া রইল পুরো পরিবারের জন্য 🥀