You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ। স্বরচিত কবিতা "শূন্যতা"। ১০% beneficiary shy-fox এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

জীবন আমার দুর্বিষহ হয়ে উঠে বারে বার
এমনি করে চলতে গেলে জীবনের প্রতি মায়া থাকে না আর
শূন্যতা আমার জীবনটাকে কুয়াশায় ডেকেছে আজ
জানিনা কখন কুয়াশা কেটে দেখব আলোর প্রভাত

জীবন আমার ছেঁয়েছে কালো মেঘে
এমনি করে চলেছে জীবন ভুলের ঘোরে,
শূন্য হৃদয় খুঁজে ফিরেছে একটু শান্তি
কভু মন অরন্যে পাইনি একটু প্রশান্তি।

রাতের পর রাত কেটেছে ঘন দুঃস্বপ্নে
স্বপ্নরাও আজ করছে খেলা ঘুমের অঘোরে,
রাতের নিস্তব্ধতা ছাপিয়ে ভোরের আলো
বিধাতা তুমি ছড়িয়ে দাও জীবন আলো।


প্রার্থনা করছি আপনার জন্য 💌
আপনার জীবনের সঠিক রাস্তা খুঁজে পান আর আপনার জীবনে ছড়িয়ে যাক জীবন আলো।🤲
ইনশাআল্লাহ সবঠিক হয়ে যাবে।

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি এত সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন প্রশংসা না করে পারছি না। আর যতই প্রশংসা করি না কেন মনে হয় যেন কম হয়ে যাবে। আমি যাই কিছু লিখেছি তার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর হয়েছে আপনার কবিতাটি। আমিও দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আপনাকে সর্ব দিক দিয়ে ভালো রাখুন।