মনুষ্যত্বের মাপকাঠি। || The measure of humanity

in আমার বাংলা ব্লগ6 days ago
মনুষ্যত্বের মাপকাঠি

 Self-care Note Quote Instagram Post_20250315_222904_0000.jpg

ছবিটি কেনভা দিয়ে তৈরি

তুমি নিজেকে মানুষ ভাবো।
হা হা 😄 নিজেকে ভেবেই চলেছো অনেক বড় মাপের কিছু। উদারতা আর মানবিকতার ছায়া তলে চালিয়ে যাচ্ছো নির্মম আর নির্লিপ্ত কর্মকাণ্ড।

হ্যা আমি তোমাকেই বলছি, তুমি নিজেকে নিজে প্রশ্ন করো তুমি আদৌ কতটুকু মানুষের কাতারে পরো? ভাবছো কেন কঠিন কথাগুলো বলছি, কারন সময় পরিবর্তনশীল এবং তুমি যদি নিজেকে না শুধরাতে পারো তাহলে হারিয়ে যাবে কোন এক অজানা ঝড়ে।

হয়তো ভাবতে বসেছো কোথায় ভুল, ঠিক কোন কোন জায়গায় ভুল রয়েছে? সত্যি বলতে তুমি রঙিন চশমার আড়ালে সবকিছু রঙিন দেখছো, আর ভুল ত্রুটি ধরার মতো ক্ষমতা দিন দিন হারিয়ে ফেলেছো। হয়তো তোমার দোষ নেই কারন ছাপোষা শেয়ালের দল ঘিরে ধরেছে প্রতিনিয়ত চারি পাশ। তোমায় দেখিয়ে বেড়াচ্ছে সুখের মিছে স্বপ্ন যা পদদলিত করবে হাজারো মনের বাসনা, যারা তোমায় ভেবেছিল অবলম্বন।

মনুষ্যত্বের মাপকাঠিতে তোমার ওজন ছিল বেশ ভারী, ঠিক কতটা ভারী তা হয়তো তুমি নিজেও বুঝতে পারোনি। লোভ, পাপ আর অপকর্মের ভার এখন তোমার মনুষ্যত্বের ভারের চাইতে বেশি হয়ে যাচ্ছে। ভাবছো তাতে কিবা এসে যায় 😀 ভেবো না সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তাছাড়াও মাটি শপথ করেছে তোমার করা প্রতিটি পাপের হিসেব কড়ায় গন্ডায় বুঝে নিয়ে তারপর সে তোমায় মাটিতে নেবে।
তাহলে কি ভাবছো, খুব সহজেই পাপাচারে লাল হয়ে মাটিতে শান্তির ঘুম ঘুমিয়ে যাবে? বড্ড ছেলে মানুষ এখনো তুমি, তোমার চিন্তারা ছেলেমানুষি করছে। তুমি অন্তত মাটির কাছেও ছাড় পাবে না।

ছেড়ে দাও আলিসান গদি, আকাশ সমান অহংকার আর নির্লিপ্ত পাপাচার। আর ছুটে আসো মাটিতে পরে থাকা হাহাকার রত মানুষের কাছে, ধরো তাদের হাত যারা তোমায় ভালোবাসে। ভুলগুলোকে দুঃস্বপ্নের মতো ঝেড়ে ফেলে করো শুদ্ধতার চর্চা। খেতে বসেছো তবে গিলে খেওনা অন্তত গরিব মানুষের ডাল-ভাত।
ভাবো আজকে অন্তত একটিবার, ভুল কি হচ্ছে তবে বারংবার? এগিয়ে যাও, তবে পদদলিত করো না হাজারো মানুষের স্বপ্ন আর স্বাধীনতা। বাঁচতে দাও সাধারণ মানুষকে যারা দেখেনা কোটি টাকার স্বপ্ন।
মাপো তোমার মনুষ্যত্ব মাপকাঠিতে, হয়তো কোন একদিন চোখ খুলে যাবে। শুধরে নাও নিজেকে মাটিতে শোয়ার আগে।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png



Black and White Modern Company Presentation (1).gif

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

63f55ce3-99ea-4de6-a287-74751cb89edd~2.jpg

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 6 days ago 

Screenshot_2025-03-15-23-17-24-48_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-03-15-23-17-07-83_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

Screenshot_2025-03-15-23-16-20-11_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 6 days ago 

আমরা অনেক সময় নিজেকে ভুলে গিয়ে অহংকার ও পাপাচারে রূপান্তরিত হয়ে যাই। তবে, যদি নিজের ভুলগুলো উপলব্ধি করি এবং সেগুলো শুদ্ধ করি, তবেই সত্যিকারের মানবিকতা অর্জন করতে পারব। ভালো লাগলো আপনার লেখা পড়ে।

 6 days ago 

মনুষ্যত্ব অর্জন করতে গেলে আগে মানুষ হইতে হবে।মানুষ হইতে গেলে ভিতরে আত্নসম্মান +জ্ঞান থাকতে হবে।

 6 days ago 

লেখার ধরণ সব থেকে ভাল লাগল দাদা। খুব সন্দর চলন। এই তুমি যার উদ্দেশ্যে আপনি এতোগুলো কথা বলেছেন, উপদেশ দিয়েছেন সাথে তার ত্রুটিগুলোও তুলে ধরেছেন এই তুমিতে সমস্ত পাঠকই নিজেদের বসাতে পারবে। ভালো লাগল লেখাটি পড়ে।

 5 days ago 

ভীষণ ভালো লাগলো আপনার লেখাটি পড়ে। তুমির জায়গায় নিজেকে বসিয়ে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার প্রচেষ্টা চালানো সম্ভব। কেননা নিজেকে বড় ভাবে যেকোনো এক ঝড়ের মাধ্যমে নিঃশেষ হয়ে যাওয়া এবং অহংকারী মানুষের পতন হয়। অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার পোস্ট উপহার দেওয়ার জন্য।

 5 days ago 

অনেক সুন্দর করে আপনি পুরো পোস্টটা লিখেছেন। আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনার আজকের লেখা পোস্ট পড়তে। আসলে প্রতিটা মানুষের উচিত মনুষ্যত্বের মাপকাঠিতে নিজেকে মেপে নিজেকে শুধরে নেওয়া। মনুষ্যত্বকে সবার আগে স্থান দেওয়া গুরুত্বপূর্ণ। অনেক সুন্দর করে লিখেছেন আপনি পুরোটা

 4 days ago 

খুব সুন্দর একটি পোস্ট করেছেন ভাইয়া। আপনার পোস্টটি পড়ে কিন্তু ভালো লাগলো। বাস্তবিক কথা দিয়ে অন্যরকম একটি পোস্ট করলেন। এ পোস্ট থেকে অনেক কিছু উপলব্ধি করা গেল। ধন্যবাদ ভালো লাগার মত চমৎকার একটি পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 days ago 

আমরা মানুষ হয়তো একটা সময় ভুলেই যায় আসলে মনুষ্যত্ব কী। মনুষ্যত্বের ওজনটা আমরা কখনোই অনূভব করি না। ঐটা শুধু নামেই আমাদের সাথে থাকে। আপনার পোস্টে একটু গুরুগম্ভীর আলোচনা ছিল। কিন্তু আপনি লিখেছেন বেশ দারুণ।