আপনি ভালো তো জগত ভালো।|| If you are good, the world is good.
পৃথিবীতে আমরা খুব স্বল্প সময়ের জন্য এসেছি। এই ছোট্ট জীবনটা আমরা সকলেই নিজের মতো করে উপভোগ করে বেঁচে থাকতে চাই। তবে এই বেঁচে থাকার অভিজ্ঞতা একেক জনের কাছে একেক রকম। কেউ কেউ রাজকীয় জীবন অতিবাহিত করে আবার কেউ কেউ তীব্র খিদে আর কষ্টে মানবেতর জীবন যাপন করে। যে যেভাবেই বেঁচে থাকুক না কেন সবটাই সৃষ্টিকর্তার ইশারায় হয়ে থাকে। তবে কিছু কিছু বিষয় রয়েছে যা হয়তো আমরা উপলব্ধি করতে পারি কিংবা সৃষ্টিকর্তার দেয়া জ্ঞান-বুদ্ধি এবং বিচার বিশ্লেষণ করার ক্ষমতা কাজে লাগিয়ে হয়তো আরো একটু ভালো জীবন অতিবাহিত করতে পারি।
অন্য একটি মানুষকে বিচার করার আগে প্রয়োজন নিজেকে বিচার বিশ্লেষণ করা। ধরুন আপনি কোন একটি মানুষের কাজের সমালোচনা করে বসলেন হুট করেই। কিন্তু সেই মানুষটির জায়গায় নিজেকে বসালে তখন আপনি কি করতেন সেটা উপলব্ধি করতে চাননা। অনেক ক্ষেত্রে মানুষকে যাচাই-বাছাই না করেই অপমান অপদস্থ করে বসি। আদৌ সেই মানুষটির কতটুকু দোষ ছিল সেটা বোঝার মতো মানসিকতা এখন আমাদের নেই।
আপনি নিজে বিভিন্ন বাজে কাজ করে বেড়ান, তাই বলে অন্য কাউকে ঠিক আপনার মতো ভাবতে পারেন না। দুনিয়াতে ভালো মানুষ রয়েছে বিধায় দুনিয়াটা এখনো টিকে আছে। তাহলে কেন চারিদিকে সন্দেহের বীজ বুনে রাখেন? আপনি কারো বিশ্বাসের যোগ্য হয়ে উঠতে পারেন নি, তাই বলে অন্য কেউ বিশ্বস্ত হবে না এমনটা নয়। বরং আপনি ভাবতে পারেন কেন আপনাকে বিশ্বাস করা হলোনা?
আপনি অন্যের কাছে খুব ভালো আচরণ কিংবা সম্মান আশা করেন। কিন্তু আপনি কখনো চিন্তা করেছেন, তার কতটুকু যোগ্য আপনি? আপনি নিজেতো অন্যের সমালোচনা করে আত্মতৃপ্তি লাভ করেন, তাহলে কেন কারো কাছে সম্মান প্রত্যাশা করেন?
জীবনটা খুব ছোট্ট, দয়াকরে সময়টার সঠিক কাজে লাগান। অন্যের দিকে না তাকিয়ে নিজের মানবিক দিক, ভালো গুণাবলী এবং বিচার বিশ্লেষণ করার ক্ষমতা বাড়ান। নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। পৃথিবীটা আপনাকে ঠিক তেমনি ফলাফল দেবে যতটুকু পাবার যোগ্যতা রাখেন। আপনি ভালো হোন দেখবেন জগতটা ভালো হয়ে গেছে।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
https://x.com/emranhasan1989/status/1877046561387008296?t=6gx9XaqO5ROnXVyAN7yVUQ&s=19
নিজে ভালো থাকলে দুনিয়া ভালো। একজন মানুষ কখনো সব দিক দিয়ে পারফেক্ট হতে পারেনা। ঠিক বলছেন ভাই ভালো মানুষ আছে বিধায় দুনিয়াটা এখনো টিকে আছে। কিন্তু ভালো জিনিসের কদর করা আমাদের সকলের উচিত। আপনার এই ধরনের পোস্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারি,ধন্যবাদ আপনাকে ভাই শিক্ষামূলক পোস্ট আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। শুভকামনা রইল।
জীবনের গভীর অর্থ ও মানবিক মূল্যবোধকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার লেখাটি আমাদের আত্মজিজ্ঞাসা ও মানবিক গুণাবলীর প্রতি মনোযোগী হতে উদ্বুদ্ধ করবে। এই দৃষ্টিভঙ্গি সমাজকে আরও সুন্দর করতে পারে। এমন অনুপ্রেরণামূলক লেখনি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
অনেক ধন্যবাদ ভাই আমার লিখাটি পড়ে চমৎকার মন্তব্য করার জন্য। আমি চেষ্টা করেছি নিজের মনের কিছু কথা এবং আত্মজিজ্ঞাসা নিয়ে লিখাটি উপস্থাপন করার।
ভাইয়া সমাজে বহু মানুষ আছে আর প্রতিটি মানুষ আলাদা আলাদা। তাই নিজেকে কখনো কারো সঙ্গে তুলনা করলে চলবে না। সব সময় নিজের জায়গা থেকে সৎ এবং ভালো থাকতে হবে। অন্যের কোন কিছু দেখেই হিংসা করা যাবে না। আর সব সময় এটা মনে রাখতে হবে যে নিজে যদি ঠিক থাকি তাহলে আপনাকে কেউ কখনো খারাপ করতে পারবে না। আপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ।
আপনি ঠিক বলেছেন, আপনার কথাগুলোর সাথে আমি একমত পোষণ করছি। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।