আমার তোলা আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ17 hours ago
:) আমার তোলা আলোকচিত্র :)

Copy of Green Grey Minimalist Floral Family Photo Collage (Portrait)_20250117_210455_0000.jpg

ছবিটি কেনভা দিয়ে তৈরি

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার।

ইদানিং বেশ ব্যস্ত সময় পার করছি, প্রতিনিয়ত অফিসের চাপ বেড়েই চলেছে। এতো কিছুর পরেও চেষ্টা করে যাচ্ছি কমিউনিটির সাথে লেগে থাকার। সত্যি বলতে এই ব্লগিংয়ের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছি। একদিন পোস্ট না করলে ভীষণ খারাপ লাগে। যাইহোক এখন তেমন একটা বাইরে ঘোরাঘুরি করার সুযোগ পাইনা, তাতে কি আমার ছাদ বাগান তো রয়েছেই। সেখান থেকেই বেশ কিছু ছবি তোলার চেষ্টা করলাম। আজকে সেই চমৎকার ছবিগুলো আপনাদের সাথে ভাগ করে নেয়ার জন্য এলাম। তো চলুন শুরু করি আজকের আয়োজন।

1000143260.jpg

1000143262.jpg

1000143261.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

বেগুন ফুলের ফটোগ্রাফী। এগুলো কালো বড় বেগুনের ফুল। ফুলগুলো উজ্জ্বল বেগুনী রঙের হয়ে থাকে এবং আকৃতি বেশ বড় হয়ে থাকে। আশাকরি খুব তাড়াতাড়ি বড় আকৃতির কিছু বেগুন পাবো, যদি উপর ওয়ালা চান। গত কিছুদিন আগে কয়েকটা গাছ মরে গেছে। সত্যিই খারাপ লেগেছিল।

1000143265.jpg

1000143264.jpg

নয়নতারা ফুল। এই ফুলটির সৌন্দর্য সবসময়ই নতুন লাগে আমার কাছে। যত এনগেল থেকেই ছবি তুলি না কেন, এর সৌন্দর্য কমে না।

1000143257.jpg

1000143258.jpg

1000143259.jpg

এটা সবুজ বেগুন। বেগুনটা একটু বড় হবার পর হুট করেই পোকার আক্রমণ দেখা যায়। এরপর ধীরে ধীরে বেগুনটি নষ্ট হয়ে যেতে থাকে। আমার একটা সবজি নষ্ট হলে ভীষণ খারাপ লাগে। যাইহোক এটার পাশেই আবার আরো একটা সবুজ বেগুন ধরেছে। আশাকরি অন্তত এই বেগুনটি টিকবে।

1000143284.jpg

1000143283.jpg

গান্ধী পোকা অবলীলায় ঘুরে বেড়াচ্ছে, লাউ পাতার উপর। সত্যিই দেখার মতো দৃশ্য এটি। আমি ওদের খুব কাছ থেকে ছবি তোলার চেষ্টা করেছি, যদিও এটা বিপদজনক কারণ এরা হুট করে বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি ছবিগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।

Black and White Modern Company Presentation (1).gif

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 16 hours ago 
Screenshot_2025-01-17-21-43-50-46_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2025-01-17-21-43-08-10_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2025-01-17-21-42-08-39_6604d2525654b46e33aa2968a0a78870.jpgScreenshot_2025-01-17-21-37-55-57_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg
 16 hours ago 

অনেক সুন্দর ফটোগ্রাফি দারুণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 16 hours ago 

বেগুন ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক আকর্ষণীয় লাগতেছে। সময়ের অভাবে আগের মতো বাইরে আমিও যেতে পারিনা। আপনার ছাদ বাগানে থেকে বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার গাছের বেগুন নষ্ট হয়েছে জেনে খারাপ লাগলো। আল্লাহর রহমতে নতুন বেগুন ধরবে ইনশাআল্লাহ। ঠিক বলেছেন গান্ধী পোকা খুব বিষাক্ত গ্যাস ছাড়ে পোকামাকড় এর ফটোগ্রাফি সাবধানে করবেন। আপনার জন্য শুভ কামনা রইল।

 16 hours ago 

চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। সবগুলো ফটোগ্রাফি বেশ সুন্দর ছিল। ঠিকই বলেছেন আপনি সবজির মধ্যে পোকা হলে বেশ খারাপ লাগে। তবে বেগুন ফুলের ফটোগ্রাফি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটো শেয়ার করার জন্য।

 16 hours ago 

খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম আপনার পোস্টের মাধ্যমে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। সব থেকে ভালো লেগেছে বেগুন ফুল এবং লাউ পাতার উপর পোকার ফটোগ্রাফি। অসম্ভব সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 16 hours ago 

আপনার ছাদবাগান কিন্তু বেশ সুন্দর। শখের বাগানে টুকটাক ফুল এবং সবজি হলে বড় ভালো লাগে তবে সামান্য বড় হওয়ার পরই যখন পোকা লেগে যায় ভীষণ মন খারাপ করে। আমার তো করেই। যে কারণে আমি মাঝেমধ্যেই কীটনাশক স্প্রে করে থাকি। আপনার ছবিগুলো খুব ভালো লাগলো দেখে। প্রতিটা ছবি বেশ যত্ন করে তুলেছেন।

 15 hours ago 

খুবই চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফির মধ্যে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে নয়ন তারা ফুলের ফটোগ্রাফিটি। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 15 hours ago 

অসাধারণ প্রত্যেকটি ছবি আমাদের সঙ্গে শেয়ার করেছেন ভাই। বিশেষ করে পোকার ছবিটি খুব দক্ষ হাতে গ্রহণ করেছেন বোঝাই যাচ্ছে। তাছাড়াও ফুলের ছবিগুলি অসাধারণ তুলেছেন। আপনি দারুণ কিছু ফটো দিয়ে এই অ্যালবামটি ভরিয়ে তুলেছেন।