আমার তোলা আলোকচিত্র। || My exceptional photography.
|
---|
শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। পুরো সপ্তাহে ভীষণ ব্যস্ত সময় পার করেছি, আমি যেহেতু ব্যাংক মেশিন নিয়ে কাজ করি তাই মাসের এই সময়টাতে আমাকে সর্বোচ্চ ব্যস্ত সময় পার করতে হয়। যাইহোক তবুও আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের সাথে যুক্ত থাকার এবং আমার চমৎকার কাজগুলো আপনাদের উপহার দেয়ার। আমি ছবি তুলতে ভীষণ পছন্দ করি এবং যেখানেই যাই সর্বোচ্চ চেষ্টা করি কিছু ছবি তুলে রাখতে। পরবর্তী সময়ে ধাপে ধাপে আপনাদের সাথে ছবিগুলো শেয়ার করার চেষ্টা করি। যাইহোক আজকে আমার স্টক থেকে বেশ কিছু ছবি আপনাদের উপহার দেয়ার চেষ্টা করছি। আশা করি আমার ছবিগুলো আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করি আমার আজকের আয়োজন।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
বেশ বড় আকারের মাছি এটি। আমি সেদিন বারান্দার পাশে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ করে এই বড় মাছিটির দিকে চোখ পড়ল। তখনই সাথে সাথে এর ছবি তোলার চেষ্টা করলাম। আশা করি খুব কাছ থেকে তোলা মাছির ছবিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে।
পুইশাকের ফুল আমার ভীষণ ভালো লাগে। আমি যখনই একটু সুযোগ পাই তখনই এই পুঁইশাকের ফুলের ছবি খুব কাছ থেকে তোলার চেষ্টা করি। ছবিগুলো সত্যিই ভীষণ ভালো এসেছে।
আমার পছন্দের শাকের মধ্যে রয়েছে এই লাউ শাক। আর লাউ সবজিটি আবার ভীষণ ভালো লাগে। সেই দৃষ্টিকোণ থেকে লাউ শাকের ফুল এবং এই কচি লাউ আমার দৃষ্টি আকর্ষণ করেছে। তাই তো আপনাদের জন্য ছবিগুলো সংগ্রহ করলাম। আশা করি লাউ গাছ এবং লাউ ফুল আপনাদের ভালো লেগেছে।
এই ফুলটির নাম লান্টানা পুটুস। এটি সাধারণত ঝোপঝাড়ের মধ্যে দেখা যায়। চমৎকার এই ফুলটি তার সৌন্দর্য এই সবুজ ঝোপ ঝাড়ের মাঝে লুকিয়ে রাখে। আমি এই চমৎকার ফুলটি ছবি তোলার চেষ্টা করেছি।
আমার গাছের লাল টকটকে টমেটো। এই ছবিটি গত বছর শীতকালে তুলেছিলাম। করে আমার গ্যালারিতে ছবিগুলো দেখতে পেলাম তাই আপনাদের ছবিগুলো শেয়ার করলাম। এ বছর বেশ কিছু টমেটো গাছ লাগিয়েছি। আশা করি আপনাদের সাথে খুব শীঘ্রই আমার টমেটো বাগান নিয়ে বিস্তারিত পোস্ট করতে পারবো।
পরিশেষ
এই ছিল আমার আজকের আয়োজনে আমার তোলা
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
https://x.com/emranhasan1989/status/1877779890935918867?t=fHynPi-ZD8-hGL0zO2zrGA&s=19
ভাইয়া আজ আপনার তোলা প্রতিটি আলোকচিত্র দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত ব্যস্ততার মাঝেও যে, এত দারুন দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন
তা দেখে ভীষণ ভালো লাগলো। আজ আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখে বুঝা যাচ্ছে আপনি ফটোগ্রাফিতে অনেক পারদর্শী। আশা করছি আপনারা এই দারুন প্রতিভা সবসময় ধরে রাখবেন।
এই সময় আপনি ব্যস্ত থাকার পরও চমৎকার ফটোগ্রাফি পোস্ট উপহার দিলেন ভাই। আমার তোলা ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে ভাই। আপনি প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারেন। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চমৎকার ভাবে ফটোগ্রাফি তুলে ধরেছেন। মাছির ছবিটি দারুণ হয়েছে, সেই সঙ্গে লাল টকটকে টমেটো দেখে খেতে ইচ্ছে করছে ভাই। ধন্যবাদ আপনাকে।
আপনার তোলা ফটোগ্রাফি সব সময়ই ভালো লাগে। পুইশাকের ফুল দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। লাউ শাক এবং লাউ খেতে আমিও ভীষণ পছন্দ করি। টমেটোর ছবিটা অনেক সুন্দর এসেছে ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
ভাইয়া আপনাকে মাঝেমধ্যেই দেখি যে বিভিন্ন ধরনের পোকার ফটোগ্রাফি করেন। এইসব জীবন্ত প্রাণীর ফটোগ্রাফি করা বেশ কষ্টকর। এগুলো স্থির থাকে না। কিন্তু আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলেন। আজকে সবগুলো ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আসলে জীবন্ত প্রাণী গুলোর কার্যক্রম আমাকে আনন্দ দেয়। তাই সুযোগ পেলেই তাদের ছবি এবং ভিডিওগ্রাফি করি।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
আপনি দেখছি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ।যেগুলো দেখতে আসলেই অনেক চমৎকার ।সব থেকে পুইশাকের ফটোগ্রাফিটি বেশি ভালো লাগলো ।আসলে ভুলটি অনেক সুন্দর লাগছে দেখতে।
আপনার ধারণা করা ভিন্ন ভিন্ন ধর্মের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে পাকা টমেটো দেখে। এমন টমেটো দেখলে ইচ্ছে করে সাথে সাথেই খেয়ে ফেলি। যাই হোক আশা করা যাবে আমাদের গাছে এবার অনেক টমেটো হবে। রেনডম ফটোগ্রাফি গুলো খুব ভালো লাগলো ভাইয়া।
অনেক ধন্যবাদ ভাই আমার ধারণ করা ছবিগুলোর প্রশংসা করার জন্য। আমি চেষ্টা করে যাচ্ছি সবসময়ই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
বাহ্ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করছেন।আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া।বিশেষ করে বড় মাছিটির ফটোগ্রাফি দেখে আমি অবাক হয়ে গেছি।এতো বড় মাছি এই প্রথম দেখলাম। ধন্যবাদ ভাইয়া পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ তোমাকে ভাই।
মাছিটা বেশ বড় এবং দেখতেও সুন্দর।
মাছি টা সত্যি বেশ বড়। পুইশাকের ফলটা এখনও কচি রয়েছে। আরও বড় হবে ঐটা। টমেটোর ফটোগ্রাফি টাও বেশ সুন্দর করেছেন ভাই। সবমিলিয়ে দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
ধন্যবাদ তোমাকে চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য। মাছিটা সত্যিই বেশ বড়।