আমার তোলা আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ7 days ago
:) আমার তোলা আলোকচিত্র :)

Copy of Green Grey Minimalist Floral Family Photo Collage (Portrait)_20250214_221804_0000.jpg

ছবিটি কেনভা দিয়ে তৈরি

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার।
শুক্রবার দিনটি আমি ফটোগ্রাফি দিবস হিসেবে পালন করি এবং প্রতি শুক্রবারের ন্যায় আবারও ফিরে এলাম চমৎকার কিছু ছবি নিয়ে। এমন অনেকে আছেন আমার ছবিগুলো ভীষণ পছন্দ করেন এবং চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করেন। চলুন দেখে নেওয়া যাক আজকে কোন কোন ছবিগুলো স্থান পেয়েছে, আমার ফটোগ্রাফি দিবসের পোস্টে।

IMG20250208172551.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

আমার পোষা ফানটেইল কবুতর। ভীষণ শখের বশবর্তী হয়ে এক জোড়া সাদা রংয়ের ফানটেইল কবুতর পালন করছি। এগুলো দেখতে অসম্ভব সুন্দর এবং প্রতিনিয়ত আমাদের চোখের মনোরঞ্জন করে যাচ্ছে।

IMG20250214122157.jpg

IMG20250214122154.jpg

একটি সুখবর দেই আমার গাছে টমেটো পাকতে শুরু করেছে। আমি প্রতি বছরই টমেটো গাছ লাগানোর চেষ্টা করি। এবার একসাথে আমি বেশ কিছু টমেটো গাছ লাগিয়েছিলাম এবং সেখানে অসংখ্য টমেটো ধরেছে। সত্যিই আমি যখন পাকা টমেটোগুলো সংগ্রহ করি, তখন সত্যিই ভীষণ আনন্দ লাগে।

IMG20250214122056.jpg

IMG20250214122045.jpg

IMG20250122115018.jpg

বেগুন ফুলের বর্নীল সৌন্দর্য। বেশ কিছু ফুল এবং বেগুন ধরেছে গাছে। খুব তাড়াতাড়ি হয়তো বেগুন খেতে পাবো।

IMG20250108161352.jpg

IMG20250108161355.jpg

এই ফুলগুলোকে আমরা মোরগ ফুল বলি। কারন এগুলো দেখতে অনেকটাই মোরগ ঝুঁটির মতো দেখতে। ফুলগুলো রং কিন্তু ভীষণ সুন্দর এবং এগুলো বিভিন্ন রংয়ের হয়ে থাকে।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার তোলা ছবিগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

63f55ce3-99ea-4de6-a287-74751cb89edd~2.jpg

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 7 days ago 

ফানটেইল কবুতর নাম শুনিনি তবে এই কবুতর দেখেছিলাম, দেখতে দারুন লাগে। এগুলোর গঠন আর বৈশিষ্ট্যের কারণে এগুলো অনেকটা মায়াবী। নিজের হাতে লাগানো কোন গাছের ফলমূল যদি ধরে তখন বেশি ভালো লাগে। আপনার গাছের টমেটোগুলোও দারুণ করে পেকে যাচ্ছে। এটা সংগ্রহ করতে নিশ্চয়ই অনেক আনন্দ হয়। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া, দেখে ভালো লাগলো।

 7 days ago 

Screenshot_2025-02-14-22-59-34-40_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-02-14-22-56-22-69_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-02-14-22-55-19-46_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

 7 days ago 

চমৎকার কিছু আলোকচিত্র দেখতে পেলাম আপনার পোস্টের মাধ্যমে। প্রতিটি আলোকচিত্র খুবই সুন্দর হয়েছে ভাইয়া। বেগুন ফুল এবং মোরগ ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। এই ফুলগুলোকে আমরাও মোরগ ফুল বলেই চিনি। ফটোগ্রাফি সহ বিস্তারিত বর্ণনা সহকারে শুধু একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

 7 days ago 

আপনার পোষা পাখি টা দেখি বড্ড লোভ হল। আমারও রয়েছে তবে সেটা বাজিস। খুব একটা বেশি সময় দিতে পারি না তাও ওরা আছে দেখে ভালো লাগে। আপনার আজকের প্রত্যেকটা ছবি বেশ ভালো লেগেছে। উপভোগ করলাম ভালো রকম।

 6 days ago 

ফানটেইল কবুতর দেখতে ভীষণ কিউট লাগতেছে। চমৎকার ভাবে কবুতর এর ফটোগ্রাফি করেছেন। আপনার ছাদ বাগানে বেশ কিছু গাছ রয়েছে। টমেটো পাকা শুরু করেছে দেখে ভালো লাগলো। চমৎকার সব ফটোগ্রাফি দেখার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

কবুতরটি দেখতে খুবই কিউট।সাদা এই কবুতর দেখতে অনেক ভালো লাগে।আপনি আপনার বাগানের টমেটো পাকতে শুরু করেছে তার ফটোগ্রাফি দিলেন।আমরা ও দেখে আনন্দিত হলাম।নিজের লাগানো গাছের সবজি দারুন সুস্বাদু খেতে।বেগুন গাছের বেগুনী ফুল আরো বেশী সুন্দর লাগলো দেখতে।

 6 days ago 

বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে কয়েকটি এলোমেলো ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে ফটোগ্ৰাফি করেছেন। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, বেগুনের ফুল টমেটোর ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো সাজানো গোছানো।

 6 days ago 

আজকে আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া । আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। বেগুন ফুলের ফটোগ্রাফি কিন্তু অসাধারণ হয়েছে। এবং কবুতরের ফটোগ্রাফিও চমৎকার লাগলো। আমি নিজে ও বাড়িতে চক করে কবুতর লালন পালন করি। সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।।

 6 days ago 

আমার ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
ধন্যবাদ ভাই আপনাকে।

 6 days ago 

আপনার আজকের ফটোগ্রাফির পোস্ট দেখে খুবই ভালো লাগলো। আপনার গাছে খুব সুন্দর টমেটো ধরেছে দেখছি। এগুলো আস্তে আস্তে পাকতে শুরু করেছে। বেগুন গাছেও ফুল এসেছে। আপনার পোষা কবুতরটার ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 6 days ago 

অনেক ধন্যবাদ আপু আমার ছবিগুলো দেখে সুন্দর মন্তব্যের করার জন্য।