জীবনে বিচার বিশ্লেষণ করে এগিয়ে যাওয়া উচিত।

in আমার বাংলা ব্লগ11 days ago
জীবনে বিচার বিশ্লেষণ করে এগিয়ে যাওয়া উচিত

Brown and Beige Scrapbook Film Review Group Project Presentation_20250210_235514_0000.jpg

ছবিটি কেনভা দিয়ে তৈরি

জীবন বড় অদ্ভুত এবং গোলক ধাঁধায় পূর্ণ। এখানে একটুখানি ভুল করলে ভীষণ বেগ পেতে হয়। মানে বোঝাতে চাইলাম একটু ভুলের কারণে জীবন তেজপাতা হবার যোগাড় হতে পারে। তাই জীবনকে নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, আপনি কি করছেন? আদৌ সেটা করা উচিত হচ্ছে কিনা? কিনা কোন কাজের পরিমাণ কি হতে পারে ইত্যাদি ইত্যাদি।

আমরা স্বভাবতই প্রতিদিনের কাজগুলো একইভাবে করার চেষ্টা করি কিন্তু সেগুলো একটু ভিন্নভাবে করলে কি হতে পারে, সেটা দেখার চেষ্টা করি না। মানে আমরা হুট করে কোন কিছু পরিবর্তন করতে ভয় পাই কিন্তু অনেক সময় দেখা যায় একটু পরিবর্তনে অনেক কিছু সুন্দর হয়ে ওঠে।

আমরা অন্যের সমালোচনা করতে ভীষণ পছন্দ করি। কিন্তু নিজে তার থেকে অনেক বেশি খারাপ কাজ করতে পিছপা হইনা, সেটা একবারও বিচার বিশ্লেষণ করি না। অন্যের বিচার বিশ্লেষণ কিংবা গিবত যাই বলুন না কেন এটা করলে লাভ বা ক্ষতি কার এটাও কিন্তু চিন্তা করার দরকার আছে। শুধুমাত্র চামড়ার মুখ তাই চট করে এটা ওটা বলে ফেললাম, তা করা উচিত নয়।

জীবন একটাই তাই এই ছোট্ট জীবনটাকে বিচার বিশ্লেষণ কিংবা চিন্তা চেতনার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। মনে রাখতে হবে ছোট ছোট ভুলে অনেক সময় বিরাট মাসুল গুনতে হয়। জীবন শুধুমাত্র হাসি আর আনন্দে ভাসিয়ে দেয়ার জন্য নয়, আবার কোন রকম দিন যাওয়া এটাও কোন জীবনের মধ্যে পরে না। যতটুকু সম্ভব সুশৃংখল এবং সুন্দরভাবে এগিয়ে যাওয়ার নাম জীবন।
জীবনে চলার পথে মিতব্যয় এবং সঞ্চয় এই দুটি জিনিস খুব গুরুত্ব বহন করে। একজন মিতব্যয়ী এবং সঞ্চয়ী মানুষ খুব সহজে আর্থিক সংকটে পরে না। কারন সে ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয় করেছে যা তার বিপদের সময় কাজে লেগেছে। এভাবেই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করে এগিয়ে যেতে হবে।



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

63f55ce3-99ea-4de6-a287-74751cb89edd~2.jpg

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 11 days ago 

সুন্দর একটি পোস্ট আজ শেয়ার করেছেন ভাইয়া। আপনার পোস্টের লেখাগুলো সবটাই সঠিক।জীবনে চলার পথটা এতো সহজ নয়।আবার কঠিন ও নয়।এই জীবনে বিচার বিশ্লেষন করে চললে ভালো থাকা যায়। তাই সর্বাবস্থায় আমাদের কে বিচার বিবেচনা করে চলা উচিত।

 11 days ago 

ধন্যবাদ আপু আমার পোস্ট পড়ে যথার্থ মন্তব্যের জন্য।

 11 days ago 

খুব দারুণ একটি টপিক্স নিয়ে আজকের পোষ্ট শেয়ার করেছেন ভাই। আমি তো বলি যে মানুষের নিজের চোখে নিজের কোনো দোষ চোখে পরে না, খালি অন্যের দোষ চোখে পরে, তাই সে নিয়েই খালি আলোচনা করে যায়! অথচ নিজে কি করছে, সেটা বিচেচনায় আনে না! আর মিতব্যয়ী এবং সঞ্চয়ী মানুষের বিপদ আসলেও সেটা ওভারকাম করা তার জন্য অন্যদের তুলনায় সহজ হয়। আপনার সুন্দর সুচিন্তিত ভাবনাগুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 11 days ago 

অনেক ধন্যবাদ আপু।
বেশ চিন্তা করে আজকের কথাগুলো লিখলাম।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 11 days ago 

Screenshot_2025-02-11-01-36-21-65_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-02-11-01-35-58-54_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

Screenshot_2025-02-11-01-35-07-99_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 10 days ago 

দারুণ পোস্ট উপহার দিলেন ভাই। পড়ে খুবই ভালো লাগলো। আমরা সমালোচনা করতে ভীষণ পছন্দ করি। কিন্তু নিজে এর চাইতে অনেক বেশি খারাপ কাজে লিপ্ত থাকি, এই ক্ষেত্রে আমরা কোনো বিচার বিশ্লেষণ করি না। নিজেকে ভালো এবং সাধু মানুষের পরিচয় দেই। তাই সব সময় বিচার বিশ্লেষণ করে যে কোন কাজ করা উচিত। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর করে গুছিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 10 days ago 

জি ভাই, আসলে জীবনে চলার পথে সব কিছু বিচার বিশ্লেষণ করে এগিয়ে যাওয়া উচিত। না হলে জীবনের সামনের দিন গুলোতে বিপদের সম্ভাবনা থাকে। আমাদের জীবনের প্রতিটি পা সতর্কতার সাথে বিচার বিশ্লেষণ করে ফেলা উচিত। বেশ সুন্দর বিষয়ে উপস্থাপন করেছেন। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই।