আমার তোলা আলোকচিত্র: ভিন্ন কিছুর খোঁজে। ||My exceptional photography 🍀

in আমার বাংলা ব্লগ2 months ago
:) আমার তোলা আলোকচিত্র :)
ভিন্ন কিছুর খোঁজে

Green Grey Minimalist Floral Family Photo Collage (Portrait)_20240921_222248_0000.jpg

ছবিটি কেনভা দিয়ে তৈরি

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার।
ছাদ বাগান আমার খুব পছন্দের জায়গা, যেখানে ছুটে যাই বারংবার। কারনটা মোটামুটি সবার জানা, ওখানে আমার বেশ কিছু গাছপালা রয়েছে। আর সেই গাছপালার সাথে সাথে বেশ কিছু চমৎকার পোকা মাকড়ের বসবাস। সত্যি বলতে ওদের আমি ভীষণ পছন্দ করি, আর তাদের কার্যক্রম আমাকে আনন্দ দেয়। যে যাই বলুক গাছপালা আর ছোট ছোট কীটপতঙ্গ কিন্তু সত্যিই ভালো লাগার মতো জিনিস। প্রতি সপ্তাহের ন্যায় চলে এলাম কিছু ছবি নিয়ে, চলুন দেখে নেয়া যাক আজকের ফটোগ্রাফী।

IMG20240809173643.jpg

IMG20240809173620.jpg

IMG20240809173607.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

ছোট্ট সবুজ ঘাস ফড়িং। এটা এতোটাই ছোট্ট, খালি চোখে হয়তো আপনি দেখতেই পাবেন না, সবুজ ঘাসের মাঝে। এরা সংখ্যায় অসংখ্য বৃদ্ধি পেয়েছে। আর আমি যখন সবুজ গাছপালায় হাত বোলাই তখন এরা দিক বেদিকে ছুটে পালায়। ভীষণ সুন্দর দেখতে এগুলো।

IMG20240809174437.jpg

IMG20240809174425.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

আমার লাউ গাছে সবেমাত্র লাউ ধরতে শুরু করেছে। তবে দুঃখের বিষয় একটু বড় হতেই পঁচে নষ্ট হয়ে যাচ্ছে। কেউ যদি এর সমাধান জানেন তাহলে জানাবেন প্লিজ। তবে আপাতত এদের দেখেই চোখের শান্তি।

IMG20240809174758.jpg

IMG20240809174750.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

ছোট্ট লাল পিঁপড়ে। ওরে বাপরে এর কামড় খেলে বেশ কিছু সময় জ্বালাপোড়া করে। আমার গাছগুলো নষ্ট করে ফেলছে এগুলো। আমি খুব কাছ থেকে ছবি তোলার চেষ্টা করলাম।

IMG20240622154738.jpg

IMG20240622154732.jpg

IMG20240622154751.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

আমার ছাদ বাগানে এই ফুলটি রয়েছে অসংখ্য। দেখতে বেশ ভালো লাগে। সবথেকে বড় বিষয় যত্ন ছাড়াই বেড়ে উঠছে এই চমৎকার ফুলগুলো। সৌন্দর্য কিন্তু নজরকাড়া।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার তোলা ছবিগুলো আপনাদের বেশ ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।

Black and White Modern Company Presentation (1).gif

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 2 months ago 

আসলে প্রথমে যে ছবিটি দেখতে পেলাম সে ছবিটি কিন্তু এই লাউ গাছের এক ধরনের পোকা। এই প্রকার ফলে কিন্তু লাউ গাছের পাতার সংখ্যা কমে যায়। এছাড়াও আপনি খুব সুন্দর ভাবে জুম করে এই ছবিটি আপনার ফোনের ক্যামেরায় বন্দি করতে পেরেছেন। এছাড়াও প্রতিটা ছবি কিন্তু অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

বাগান করতে আপনি অনেক পছন্দ করেন আমরা সকলেই জানি। বাগান করতে সত্যি অনেক ভালো লাগে। ভাইয়া আপনি একেবারে ভিন্ন ধরনের সব ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখতেও অনেক ভালো লাগে।

 2 months ago 

আপনার পোস্টের মাধ্যমে আমরা সবসময় নতুনত্ব খুঁজে পাই। আজকের এই ফটোগ্রাফি পোস্টের মাধ্যমেও আপনি নতুনত্বের সন্ধান আমাদেরকে দিয়েছেন। এই ধরনের জিনিস গুলো দেখা স্বাভাবিকভাবে সম্ভব হয় না।

 2 months ago 

বেশ অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। আপনার ফটোগ্রাফির মাধ্যমে সবুজ ঘাস ফড়িং দেখে খুব ভালো লাগলো। ফুলের সৌন্দর্য খুব দারুন। কুচি লাউ সবজি ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাই এতো দারুণ কিছু ফটোগ্রাফি চমৎকার ভাবে শেয়ার করার জন্য।

 2 months ago 

ঘাসফড়িং টা বেশ সুন্দর লাগছে। তবে এতো কাছে গিয়ে যে ফটোগ্রাফি করতে পেরেছেন এটা বেশ আশ্চর্যের। এটা মানুষের অস্তিত্ব বুঝতে পারলে লাফিয়ে চলে যায়। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল। ধন্যবাদ ভাই আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 months ago 

যত্ন ছাড়া এত সুন্দর ভাবে ঘাসফুলগুলো বেড়ে উঠছে। এই ফুলগুলো সামনাসামনি কখনো দেখা হয়নি। ফুলগুলো তো অনেক বেশি সুন্দর দেখতে। আপনি ছোট ছোট জিনিসগুলো খুব নিখুঁতভাবে ক্যাপচার করেন তাই আপনার ফটোগ্রাফি পোস্ট গুলো দেখতে ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার তোলা আলোকচিত্র গুলো খুবই ভালো লাগলো ভাই। আপনি সব সময় ভিন্ন কিছুর খোঁজ করে আমাদেরকে উপহার দিয়ে থাকেন। ছাদ বাগানের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। বিশেষ করে ঘাস ফড়িং ও ছোট্ট লাল পিঁপড়ে বেশি ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়া জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

বাহ্ আপনি বেশ অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম ভাই। সবুজ ফড়িং এর ফটোগ্রাফি দারুণ হয়েছে। আপনি ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

আপনি সব সময়ই ভিন্ন রকম কিছু খোঁজার চেষ্টা করেন। এই বিষয়টি আমার কাছে ভীষণ ভালো লাগে। ঘাস ফড়িং এর ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারন লাগতেছে। আপনার ফটোগ্রাফির দক্ষতার প্রশংসা করতে হয়। শেষের ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে।