আমার তোলা আলোকচিত্র।
|
---|
শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। ইদানিং সময় কোনদিক দিয়ে যায় সত্যিই বলতে পারি না, কারন সবকিছু নিয়ে ভীষণ ব্যাস্ত সময় পার করতে হয়। যাইহোক শত ব্যাস্ততার মাঝেও সময় পেলেই ছুটে আসি আমার বাংলা ব্লগে পোস্ট করতে, বলতে পারেন এটা ভীষণ শখের কাজ।
যাইহোক প্রতি সপ্তাহের শুক্রবার দিনটি আমি ফটোগ্রাফী দিবস হিসেবে পালন করি এবং বেশ কিছু ছবি নিয়ে কাজ করার চেষ্টা করি। যাইহোক আজকের ছবিগুলো বিভিন্ন পোকামাকড়ের ছবি। চলুন দেখে নেয়া যাক আজকের আয়োজন।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
এটা এক ধরনের মাছির মতো পোকা। আমার ছাদ বাগানে এর প্রচুর আনাগোনা রয়েছে। সত্যি বলতে এর গায়ের রং অসাধারণ। দেখতে অনেকটা ঝিকিমিকি পোকা মনে হয়। যাইহোক আশাকরি পোকাটি ভালো লেগেছে আপনাদের।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছোট্ট শামুক। এটা এতটাই ছোট্ট যে ম্যাক্রোলেন্স ব্যাবহার করে এর ছবি তুলতে হয়েছে। এটাকে আমার ভীষণ কিউট মনে হয়েছে তাই খুব কাছ থেকে ছবি তোলার চেষ্টা করলাম।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
মাছি, এর জ্বালাতনে অতিষ্ট অনেকে। যাইহোক সৃষ্টিকর্তা তার প্রতিটি সৃষ্টি কোন না কোন কারনে সৃষ্টি করেছেন, তাই মাছির ভূমিকা রয়েছে অবশ্যই। যাইহোক খুব কাছ থেকে ছবি তুললেও সে উড়ে পালায় নাই এটাই বড় বিষয়।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
অদ্ভুত পোকা। এই পোকার নাম জানিনা। ইদানিং বিভিন্ন রকমের পোকামাকড় বাসায় আসতে শুরু করেছে। তবে আমার ক্ষেত্রে আমি তাদের ছবি তোলার মাধ্যমে সমাদর করতে ভুলি না।
পরিশেষ
এই ছিল আমার আজকের আয়োজন আশাকরি ছবিগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
আপনার ছবিগুলো একদমই অন্যরকম লাগলো। এখানে সবাই ফুল ফল পাতা গাছ এইসব বিষয়ে ফটোগ্রাফি করে থাকেন কিন্তু আপনি ছোট্ট ছোট্ট কীট নিয়ে আজকের ফটোগ্রাফি পোস্ট সাজিয়েছেন। এত কাছ থেকে তুলেছেন যে মাকড় গুলো প্রমিনেন্ট এসেছে। খুবই ভালো লাগছে দেখে।
মাছির মতো পোকাটির গায়ের রং আসলেই সুন্দর কিছু জায়গায় সোনালী কালারের হওয়ায় দেখতে আরো বেশি ভালো লাগছে আবার ছবিতেও সুন্দরভাবে ফুটে উঠেছে যাই হোক চমৎকার ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই।
শত ব্যাস্ততার মাঝে ও কাজ গুলো করার চেষ্টা করছেন দেখে ভীষণ ভালো লাগে। সত্যি বলতে আমার বাংলা ব্লগ আমাদের সকলের ভালোবাসার জায়গা। একদিন পোস্ট করতে না পারলে ভীষণ খারাপ লাগে। পোকামাকড় এর ফটোগ্রাফি গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনার ফটোগ্রাফি গুলো সব সময়ই দুর্দান্ত হয়ে থাকে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
বিভিন্ন পোকামাকড়ের ছবিগুলো খুব কাছ থেকে তুললে দেখতে অনেক সুন্দর লাগে। আপনার বাসার ছাদের উপর এই ধরনের পোকামাকড়ের আনাগোনা যেটা আপনি ফটোগ্রাফির মাধ্যমে তাদের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। ভালই উপভোগ করলাম আপনার ফটোগ্রাফি।
অনেক ধন্যবাদ ভাই।
আমার ছবিগুলো উপভোগ করতে পেরেছেন জেনে ভীষণ ভালো লাগলো।
আজকে আপনি দেখতেছি বিভিন্ন রকম কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো থেকে সত্যি অনেক ভালো লাগলো। যদিও এ ধরনের পোকামাকড় এর ফটোগ্রাফি করা হচ্ছে খুব কষ্টের। আপনি ধৈর্য ধরে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং মশা মাসির ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
জি ভাই, এধরনের ফটোগ্রাফী করা বেশ কঠিন।
যাইহোক চেষ্টা করেছি কিছু ছবি উপহার দেয়ার।
এগুলো দেখলে আমার একটু শরীর টা শিহরণ দিয়ে উঠে। ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি এগুলো খুব কাছ থেকেই দেখেছি। চমৎকার লাগল। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
আপনার ফটোগ্রাফি পোস্টটি খুব ভালো লাগলো।আসলে যেকোনো ফটোগ্রাফি করতে দক্ষতার প্রয়োজন ।রাইট অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি না করলে ফটোগ্রাফি গুলো দেখতে ভালো লাগেনা।অনেকটা সুন্দর করে ফটোগ্রাফির বর্ণনা দিয়েছেন।সবগুলো ফটোগ্রাফি জাস্ট অসাধারণ লাগছে দেখতে।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনার ফটোগ্রাফি মানেই অন্য রকম কিছু ।বেশ ভাললাগে আপনার ফটোগ্রাফিগুলো দেখতে। ভিন্ন ধরনের অনেক কিছু দেখা যায়। আর ভিন্ন কিছু দেখতে সবারই ভাল লাগে। তবে মাছির রংটি জাস্ট অসাধারন।