ময়মনসিংহ তাঁত ও বস্ত্র মেলা। (পর্ব -১)

in আমার বাংলা ব্লগ12 days ago
ময়মনসিংহ তাঁত ও বস্ত্র মেলা। (পর্ব -১)

IMG20241221182705.jpg

IMG20241221182657.jpg

শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। গত কিছুদিন আগে আমি ময়মনসিংহ শহরের তাঁত এবং বস্ত্র মেলায় ভ্রমণ করেছিলাম। এই মেলাটি একদম শহরের প্রাণকেন্দ্রে আয়োজন করা হয়েছে। শহরের পাশ ঘেঁষে চলে গেছে ব্রহ্মপুত্র নদ এবং নদের পাড়েই বিশাল জায়গা জুড়ে আয়োজনটি করা হয়েছে। সত্যি বলতে অফিসের কাজ এবং সংসার সবকিছু নিয়ে আমি ভীষণ ব্যস্ত সময় পার করি, তাইতো হঠাৎ করেই একটু ফুসরত পেয়ে সেখানে চলে গেলাম। আর এদের আয়োজনটা দেখে আমি রীতিমত হতবাক। এত বিশাল জায়গা জুড়ে আয়োজন করা হয়েছে ভাবাই যায় না। আর অত্যন্ত চমৎকার আলোকসজ্জা এবং ডেকোরেশন করা হয়েছে যা দেখে নিঃসন্দেহে সবার ভীষণ ভালো লাগবে।

IMG20241221182826.jpg

IMG20241221182829.jpg

IMG20241221183007.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ, বাংলাদেশ।

আপনাদের আগেই বলেছিলাম আলোক সজ্জাগুলো চোখ ধাঁধানো সুন্দর ছিল, আর বিশাল এরিয়া নিয়ে বিস্তৃত। ভেতরে প্রবেশ করেই প্রথমে আলোক সজ্জা গুলোর ছবি তোলার চেষ্টা করলাম।

IMG20241221183016.jpg

IMG20241221183358.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ, বাংলাদেশ।

মেলায় বিভিন্ন ধরনের স্টল দেখা গেছে বিশেষ করে ফুড আইটেমগুলো এবং ক্রোকারীজ দোকানগুলোতে ভিড় সবসময় লেগেই ছিল। আরো একটা ব্যাপার হচ্ছে মেয়েদের প্রসাধনী আইটেম এবং সাজগোজের যে আইটেমগুলো রয়েছে সেই দোকানগুলোতে উপচে পড়া মানুষের ভিড় লক্ষ করা গেছে।

IMG20241221183225.jpg

IMG20241221183131.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ, বাংলাদেশ।

এই পুতুলগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে বিশেষ করে আমার বাচ্চাদের প্রিয় কিছু জিনিসের মধ্যে এই টেডি বিয়ার গুলো রয়েছে। যদিও সেদিন টেডি বিয়ার কিনিনি কিন্তু তারপরও কেনার ভীষণ ইচ্ছে ছিল। সত্যিই পুতুলগুলো ভীষণ কিউট।

IMG20241221183351.jpg

IMG20241221183338.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ, বাংলাদেশ।

এটা একটা অর্গানিক পণ্যের স্টল। বিশেষ করে তাদের বেশ কিছু আইটেম দেখতে পেলাম। তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে গ্রাহকদের তাদের পণ্যের গুণগত মান সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে। তারপরে খেয়াল করলাম যে বেশ কিছু বেচা কেনা হয়েছে সেখানে।

যাইহোক এই এই ছিল আজকের আয়োজন। সামনের পর্বে তাঁত এবং বস্ত্র মেলা সম্পর্কে আরো বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 12 days ago 

প্রমোশন

Screenshot_2025-01-06-22-07-57-70_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2025-01-06-22-06-58-97_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2025-01-06-22-05-41-67_6604d2525654b46e33aa2968a0a78870.jpgScreenshot_2025-01-06-22-04-39-60_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpgScreenshot_2025-01-06-22-03-20-02_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg
 12 days ago 

শীতকাল সিজনে প্রায় সব জায়গায় মেলা বসে। খুবই ভালো লাগে পুরো পরিবারকে নিয়ে মেলায় ঘোরাঘুরি করতে। আপনি খুব সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন মেলায়। আপনার ব্লগ পড়ে অনেক ভালো লাগলো।

 12 days ago 

ব্রহ্মপুত্র নদীর ধারে যে মেলার আয়োজন হয়েছে তা সত্যি সত্যি চোখ ধাঁধানো। অসাধারণ আলোক সজ্জা এবং সাথে নানান রকমের দোকান। তাঁত ও বস্ত্র মেলা বলছেন কিন্তু আমি তাঁত এবং বস্ত্রের সেরকম কিছু দেখলাম না, এমনি মেলাতে যেরকম দোকান পাতি বসে মানে সব রকম ধরনের দোকান থাকে সেরকমই মনে হল। আশা করব পরে পরবে আপনি ভালো কিছু তাঁত এবং বস্ত্রের ছবি শেয়ার করবেন আমাদের সাথে।

 11 days ago 

ব্রহ্মপুত্র নদীর ধারে তাঁত এবং বস্ত্র মেলা প্রতি বছরই হয়ে থাকে। সে মেলায় আপনি খুব আনন্দঘন পরিবেশে সময় অতিবাহিত করেছেন। ময়মনসিংহে আসার পর আপনার সাথে সময় কাটাতে পারে খুবই ভালো লেগেছিল। পরবর্তী পর্বের আশায় রইলাম। ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন।