আমার ভিডিওগ্রাফি পিঁপড়া।

in আমার বাংলা ব্লগ2 days ago (edited)
:) আমার ভিডিওগ্রাফী :)
পিঁপড়া

Screenshot_2025-03-19-17-08-20-61_965bbf4d18d205f782c6b8409c5773a4.jpg

শুভ বিকেল #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। আজকে চিন্তা করলাম একটি ভিডিওগ্রাফি পোস্ট করব তাই আমার মোবাইলের গ্যালারি থেকে পিঁপড়ার একটা ভিডিও খুঁজে পেলাম। আপনারা নিশ্চয়ই জানেন আমি পোকামাকড় ভীষণ পছন্দ করি এবং যখনই সুযোগ পাই এই পোকামাক করে ছবি এবং ভিডিওগ্রাফি সংগ্রহ করে থাকি।

Screenshot_2025-03-19-17-07-50-39_965bbf4d18d205f782c6b8409c5773a4.jpg

সেদিন হঠাৎ করেই এই চমৎকার পিঁপড়ের বাসার দেখা পায় তারপর আমি আমার ম্যাক্রো ল্যান্স ব্যবহার করে তাদের ভিডিওগ্রাফি করার চেষ্টা করলাম। পিঁপড়ে গুলো ভীষণ ছোট এবং দুরন্ত সত্যি বলতে এই ভিডিওটি করতে আমার ভীষণ বেগ পেত হয়েছে। যাইহোক শেষ পর্যন্ত আপনাদের জন্য এই ভিডিওটি করতে পারলাম এটাই সবথেকে বড় ব্যাপার। আমি নিচে ভিডিওর লিংক দিয়ে দিলাম, আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে।

ভিডিওগ্রাফী

এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার ভিডিওগ্রাফিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানে বিদায় নিলাম।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

63f55ce3-99ea-4de6-a287-74751cb89edd~2.jpg

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 2 days ago 

Screenshot_2025-03-20-02-15-48-28_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-03-20-02-15-22-58_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

Screenshot_2025-03-20-02-14-18-72_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 2 days ago 

আপনি ম্যাক্রোলেন্স ব্যবহার করে ভিডিওগ্রাফি করেছেন ঠিকই। কিন্তু ভাইয়া ভিডিওটিতো দেখা যাচ্ছে না৷ জানিনা আমার এখানে কোন সমস্যা নাকি। যাইহোক ছবিগুলো বেশ ভালো লেগেছে।

 2 days ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
ভিডিও আপলোড করার পর ইউটিউব থেকে একটা সমস্যার কারণে এটা তখন দেখা যাচ্ছিল না, এখন চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন।

 2 days ago 

পিঁপড়ারং ভিডিও দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবে কখনো এত কাছে থেকে দেখা হয়নি। অনেক ধৈর্য্য সহকারে খুব কাছে থেকে ভিডিও ধারণ করেছেন। আপনার শেয়ার করা ভিডিওগ্রাফি গুলো সব সময়ই ভালো লাগে। শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 days ago 

পিঁপড়ার ভিডিওটা দেখে আমি সত্যিই মুগ্ধ হলাম। এত কাছে থেকে এর আগেও কখনো দেখিনি। ধৈর্য্য সহকারে, অসাধারণভাবে ভিডিওটি ধারণ করেছেন। আপনি যে ভিডিওগুলোর শেয়ার করেন, সেগুলো সবসময়ই অসাধারণ হয়। ভালো থাকবেন, এবং শুভকামনা রইল।

 2 days ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।