আমার বাংলা ব্লগ || কিছুক্ষণ ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া

in আমার বাংলা ব্লগ2 years ago

‌‌

আজ- শনিবার

ফাল্গুন ০৪, ১৪৩০বঙ্গাব্দ
ফেব্রুয়ারি, ১৭, ২০২৪ খ্রিষ্টাব্দ


IMG_20240216_211457_399-01.jpeg

প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমিও ভালো আছি। বাসায় এসেছি আজকে দুইদিন হল এসেই শুনলাম নাকি আমাদের এলাকাতে একটা ছোটখাটো সভার ব্যবস্থা রয়েছে আপনারা হয়তোবা জেনে থাকবেন যে এটা হচ্ছে মুসলিম ধর্মের একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান যেখানে আমাদের জীবন সম্পর্কে অনেক কথাই বলা হয় তো যাই হোক সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি ঘোরাফেরা এবং খাওয়া-দাওয়ার বিষয় নিয়ে আজকে পোস্টটা করতেছি তো এদিকেই আসা যাক। এই আনুষ্ঠানিক অনুষ্ঠান টা হলে একটা দিকে খুব ভালো হয় সেটা হচ্ছে বিভিন্ন রকম জিনিসপত্রের দেখা মেলে। বিশেষ করে খাওয়া-দাওয়া টা অনেক ভাল হয়।

IMG_20240216_211515_616-01.jpeg

আমাদের এলাকাতে সভা শেষ হলো গতকালকে আজকেই নাকি পাশের গ্রামে আবার সবার শুরু হয়েছে তো আমার সঙ্গে আমার একটা বন্ধু ছিল তার নাম হচ্ছে তাহসিন আমরা দুজনে মিলে চলে গেলাম সবার উদ্দেশ্যে আসলে আমাদের মূল উদ্দেশ্যটা ছিল এদিক ওদিকে একটু ঘুরে দেখা এবং নতুন নতুন জিনিস গুলো কি এসেছে সেগুলো উপভোগ করা এবং কিছু ফাস্টফুড খাবার খাওয়া। তো সেখানে গেলাম এবং আশেপাশে ঘুরে দেখলাম মোটামুটি ভালোই লাগলো সবকিছু তারপরে সন্ধ্যার সময় বিভিন্ন রকম ফাস্টফুড আইটেম আশেপাশে রান্না করছিল যেমন নুডুলস জিলাপি পেঁয়াজের বড়া এছাড়াও অনেক কিছু। আমার ব্যক্তিগতভাবে ঝাল মুড়ি এবং বারো ভাজা খেতে খুব মজা লাগে ওখানে গিয়েই একটা ভাইকে বললাম যে ভাই বারো হাজার তৈরি করে দেন আসলে উনি ব্যবসায়িক ছিলেন।

IMG_20240216_211720_061.jpg

তো তারপরে ১০ মিনিটের মধ্যেই আমাদেরকে বারোভাজা রেডি করে দিলেন। এটার মূল্য ২০ টাকা ছিল আসলে এই ধরনের খাবার একটু এসিডিটির সমস্যা করে যার কারণে বেশি আর খাই নাই তো তারপরে ওখানে ছিল বেলের শরবত । এটা খুবই ভালো বিশেষ করে শরীরের জন্য তারপরে আমি এবং তাসিন মিলে বেলের শরবত খেলাম খাওয়ার পরে চিংড়ি চপ খেলাম এটা একটু অন্যরকম ছিল হয়তোবা এটা খাওয়ার পর একটু গ্যাস্ট্রিকের সমস্যা করছিল কারণ কারণ এটা তেলে ভাজা ছিল আর আমার একটু গ্যাস্ট্রিকের বেশি সমস্যা রয়েছে এসব জিনিস গুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করি তো আজকে বিশেষ দিন ছিল তার জন্য খেয়ে নিয়েছিলাম ‌‌। এভাবে আমার এবং আমার বন্ধুর দিনটা খুবই ভালো কেটেছিল ধন্যবাদ সবাইকে এতক্ষন আমাদের পাশে থাকার জন্য।

🫂ধন্যবাদ!!!🤵


ব্লগার@emonv
ফটোগ্রাফি ডিভাইসInfinix note 11 pro
[[🔉‌‌প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩‍💻"ইমন ব্লগ"👩‍💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

বাসায় গিয়ে বন্ধুর সাথে করে সভার অনুষ্ঠানে গিয়েছেন জেনে ভালো লাগলো। বোঝাই যাচ্ছে দুজন মিলে সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছেন সেই সাথে কিছু খাওয়া দাওয়া করেছেন দেখছি। সত্যি বলতে বর্তমান সময়ে সভা গুলো এমনই হয় মানুষ সভা শুনতে গেলেও সভার আশেপাশে থাকা দোকানগুলোতেই বেশি সময় কাটায় যাই হোক সে প্রসঙ্গে আর না যাই। দুই বন্ধুর কাটানো সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বন্ধু তুমি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছ। তুমি এম এবং তোমার বন্ধু তাহসিন দুজন মিলে সভাতে ঘোরাঘুরি করতে গিয়েছিলে। এবং সেখানে বেশ কিছু খাওয়া দাওয়া করেছিল সেগুলো আবার ছবি তুলে রেখেছিলে। সে ছবিগুলো দিয়ে আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছে ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ইদানিং যেখানেই সভার আয়োজন হোক না কেন সেখানেই বিভিন্ন রকমের দোকান তাদের পসরা সাজিয়ে বসে এটা আমিও লক্ষ্য করেছি। তবে আগে একটা সময় এত দোকানের সমাগম হতো না। যাইহোক ভাই সভার আয়োজনে আপনার বন্ধুসহ আপনি ঘোরাফেরার সাথে সাথে খাবারগুলো খেয়েছেন জেনে ভালো লাগলো। তবে ভাই বারো ভাজা খাবারটা কি এটা চিনতে পারলাম না। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।