ফটোগ্রাফি পোস্টঃ সন্ধ্যাবেলায় কিছু এলোমেলো ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 days ago
Picsart_24-11-20_18-24-07-982.jpg

আজ - বুধবার

০৪, অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
নভেম্বর ২০, ২০২৪ খ্রিষ্টাব্দ

🌺 চলুন শুরু করি 🌺

হিন্দু ভাইদের নমস্কার এবং মুসলমান ভাইদের কে সালাম জানিয়ে আজকের নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি..! আশা করি সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন

অনেক দিন ট্রিট ফুড খাওয়া হয় না তাই ভাবলাম যে আজকের বিকেল বেলায় ট্রিট ফুড খেতে বাজারের দিকে একটু যাব। তো ট্রিট ফুড খাওয়ার পরে ভাবলাম যে আজকে বাজারে ঘুরে আসি এবং বাজারের যে টাটকা সবজিগুলো রয়েছে সেই সবজির ফটোগ্রাফি গুলো কালেক্ট করে আনি যাতে আপনাদের মাঝে এগুলো শেয়ার করতে পারি। শীতের মৌসুম চলে এসেছে তাই এই সময় আমাদের মাঝে নিত্য নতুন অনেক ধরনের সবজি উঠছে এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে সব সবজির বাজার মূল্য এখন হাতের নাগালে চলে এসেছে। গত দুই সপ্তাহ আগে এর চেহারাটা অন্যরকমই ছিল তবে যাই হোক। শীতের মৌসুমটা আমার অনেক বেশি ভালো লাগে কারণ হচ্ছে শীতের সময় নিত্যনতুন অনেক ধরনের সবজি পাওয়া যায় এবং এগুলো খেতেও মজাদার লাগে। আমি ব্যক্তিগতভাবে মাংস খেতে তেমন একটা পছন্দ করি না তবে আমার পছন্দের জিনিস হচ্ছে এই ধরনের বিভিন্ন বাহারি রকমের সবজি।

শীতের মৌসুমের কথা বলতে উঠে আসলো শীতের সময় একটা সমস্যা সবারই প্রায় কম বেশি হয়ে থাকে সেটা হচ্ছে ঠান্ডা লাগা। আমারও এখন ঠান্ডা লেগেছে প্রায়ই কথাটা নাকে উঠে গেছে এবং গায়ে একটু জ্বরও রয়েছে তো তবুও শীতকাল মোটামুটি আমার ভালই লাগে তো আর বেশি কথা বাড়ছে না চলুন দেখে আসি আজকে আমি আপনাদের মাঝে কি, কি ফটোগ্রাফি শেয়ার করছি। আশা করি আজকের ফটোগ্রাফি গুলো আপনারা বেশ ভালোভাবে উপভোগ করবেন।

ফটোগ্রাফি ০১
IMG_20241119_173235_351-01.jpeg

দেখতে পাচ্ছেন যে দেশীয় ইলিশ মাছ। এই ইলিশ মাছের সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি এই এলাকার ইলিশ। এই এলাকাতে যেই বড় একটি যমুনা নদী বয়ে গেছে ওই যমুনার ইলিশ। যখন আমি এই বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম তখন বললাম এটা কি এই নদীর ইলিশ উনি আমাকে নিশ্চিত করে হ্যাঁ উত্তর দিলেন।

ফটোগ্রাফি ০২
IMG_20241119_173626_870-01.jpeg

দেখতে পাচ্ছেন গরম, গরম ভাজি। ভাজী খেতে আমার যদি অনেক ভালো লাগে তবে এটি অনেক তৈলাক্ত ছিল। তৈলাক্ত জিনিসগুলো খেতে ভালো লাগলেও পরবর্তীতে এটি পেটে গন্ডগোল শুরু করে দেয় অর্থাৎ পেট জ্বালাপোড়া এবং অ্যাসিডিটির সমস্যা শুরু হয় তাই এগুলো একটু নিয়ম করেই খাওয়ার চেষ্টা করি।

ফটোগ্রাফি ০৩
IMG_20241119_172745_914.jpg

বেগুনগুলো ছোট হলে এটি দেশীয় বেগুন। এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে আর বেগুনগুলোকে অনেক বেশি মিস করছিলাম কারণ আমার অনেকদিন হলো চুলকানি হয়েছে ওই জন্য বেগুন খেতে পারি না। বেগুন খেলে এটি নাকি বেশি হয় তো সুস্থ হয়ে উঠলে ইনশাল্লাহ আবারও বেগুন খাব।

ফটোগ্রাফি ০৪
IMG_20241119_172851_590.jpg

এগুলো দেখতে পাচ্ছেন যে পালং শাক। শীতকালের মধ্যে এই পালন সবগুলো অনেক দেখা যায়। আর আমার মনে আছে ছোটবেলায় আমি একটা ছোট জায়গাতে পালং শাক রোপণ করেছিলাম এবং ওখানে অনেক বেশি পালং শাক হয়েছিল। যাই হোক এগুলো ডাল দিয়ে রান্না করে খেতে কিন্তু সেই লাগে।

ফটোগ্রাফি ০৫
IMG_20241119_172834_389-01.jpeg

এগুলো দেখতে পাচ্ছেন যে শীতকালীন সিম। আমরা সবাই জানি যে সিম আমিষের একটি উৎস আর কাঁচা সিম থেকে শুরু করে যখন সিম শুকিয়ে যায় তখন সিমের বীজগুলো রয়েছে ওগুলো শুকিয়ে ভাজি করে খেতেও অনেক বেশি ভালো লাগে।সিম আমার অনেক ফেভারিট একটি সবজি।

ফটোগ্রাফি ০৬
IMG_20241119_172922_493-01.jpeg

ফুলকপি গুলো দেখে অনেক বেশি ভালো লেগে গেল। তাই ভাবলাম যে এর একটা ফটোগ্রাফি করি। শীতকালে এই ফুলকপির আমদানিটা সবচেয়ে বেশি দেখা যায় আর ফুলকপি রান্না করে খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনাদের মধ্যে কে, কে ফুলকপি পছন্দ করেন আশা করি জানিয়ে যাবেন।

ফটোগ্রাফি ০৭
IMG_20241119_172632_505-01.jpeg

আসার সময় মুদির দোকানে একটু বাজার করছিলাম তখন এই লবণের ফটোগ্রাফিটা করলাম। মুদি আঙ্কেল অনেক সুন্দর করে এই লবণগুলোকে প্যাকেট করে বস্তাতে রেখে দিয়েছে যাতে খুব সহজেই ক্রেতা গুলো ক্রয় করতে পারে। তো এই ছিল আজকের ফটোগ্রাফি আশা করি আগামী পর্বে আমি আবারো আপনাদের মাঝে ভালো কিছু নিয়ে হাজির হব ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।

ব্লগার@emonv
ডিভাইসTecno camon 20
শ্রেণী ‌ক্রিয়েটিভ রাইটিং পোস্ট
লোকেশনজুগিরগোফা এবং আশেপাশের এলাকা।

🔚 সমাপ্তি

Screenshot_20240511-225100.jpg

আমার নাম মোঃ ইউনুস আলী ইমন। বর্তমানে আমি সিরাজগঞ্জ মৎস ইনস্টিটিউট এর একজন ছাত্র হিসেবে পড়াশোনা করছি। এছাড়া পরিচয় দেওয়ার মতো এখনো কিছু করে উঠতে পারেনি তবে নিজের ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের উপরে কাজ চলমান......। আমি নিজেকে ভেঙে চুড়ে নতুন করে আবিষ্কার করতে অনেক পছন্দ করি এবং আমি মানুষকে সাহায্য করতে অনেক ভালোবাসি। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাতে নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি। আপনাকে স্বাগতম আমার সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য। ভালোবাসা রইলো অবিরাম সবাইকে 💝।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000004142.png

Sort:  
 2 days ago 

ভাইয়া আপনি তো এলোমেলোভাবে অনেকগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন। আপনার শেয়ার করার প্রতিটি ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। নদীর ইলিশ মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া তো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 days ago 

আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো আমার। অনেক সুন্দরভাবে বিভিন্ন জিনিসের ফটো ধারণ করেছেন বাজার থেকে। তবে ইলিশ মাছ গুলো দেখে তো মনে হচ্ছে পচে গেছে। এই মাছ খাওয়া যায়।

Loading...