টিউটোরিয়াল পোস্টঃ মাত্র কয়েকটি ক্লিক এই কিভাবে ছবির মান বাড়িয়ে তুলবেন
আজ - রবিবার
প্রতিদিন আমি জেনারেল রাইটিং, ক্রিটিভ রাইটিং অথবা ফটোগ্রাফি পোস্ট করে থাকি। তবে আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্নধর্মী পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এই পোষ্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে আপনাদের মোবাইল দিয়ে তোলা ছবির মান এবং কোয়ালিটি বাড়িয়ে তুলবেন। আমার মনে হয় এই টিউটোরিয়ালটি অনেক ব্লগারদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। কারণ অনেকে রয়েছেন যে শুধুমাত্র মোবাইল দিয়ে ছবি তুলেই ব্লগে আপলোড করে দেন তবে অনেক অংশে দেখা যায় যে ছবির কোয়ালিটি অথবা কিছু ডিটেলস মিসিং থাকে। তবে আজকে আমি যেই সহজ ট্রিকস টি শেয়ার করব এটির মাধ্যমে আপনারা খুব সহজেই এগুলো সুন্দর ভাবে এডিট করে নিতে পারবেন তাও আবার কয়েকটি ক্লিকের মাধ্যমেই। আমি যখন কোয়ালিটি ভাবে ব্লগিং করতে শুরু করলাম তখন আমার সবচেয়ে বড় বাধা আসলো ছবির কোয়ালিটি। তবে আমার মোবাইলের ক্যামেরা তেমন একটা ভালো ছিল না যার জন্য আমি ভালো ছবি ক্যাপচার করে আপনাদের মাঝে পাবলিশ করতে পারতাম না।
আর এটার জন্য আমি অনেক বেশি চিন্তিত ছিলাম তখন কয়েক দিন ধরে ইউটিউবে টিউটোরিয়াল দেখে একটি অ্যাপস সম্পর্কে জানতে পারি সেটার নাম হচ্ছে স্নাপ শিড (snap sheed)। এই অ্যাপস দিয়ে আপনারা যেকোনো ছবি অনেক বেশি সুন্দর করে তুলতে পারবেন এবং ছবিতে ভাইব্রেট কালার আনতে পারবেন। তবে এই অ্যাপসের একটা শর্ট কট সেটিংস রয়েছে যেটার মাধ্যমে আপনারা শুধু কয়েকটি ক্লিকের মাধ্যমেই ছবির কোয়ালিটি এবং ডিটেলস পরিবর্তন করতে পারবেন যেটা আমার কাছে চমৎকার লেগেছে। তাই ভাবলাম আজকে আপনাদের মাঝে এই বিষয়টা শেয়ার করি আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগবে। প্রথমে তাহলে কিভাবে কি করবেন এ বিষয়গুলোতে যাওয়া যাক।
মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
প্রথমে আপনারা এখানে ক্লিক করার মাধ্যমে অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন। অথবা প্লে স্টোরে গিয়ে স্ন্যাপশীড লিখে যদি সার্চ করেন সেক্ষেত্রে এই অ্যাপটি খুব সহজে পেয়ে যাবেন।
মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
এবার আপনাদের যে কোন গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করার পরে শেয়ার অপশনে ক্লিক করে স্নাপসিভ এপ্সটি সিলেক্ট করুন এবং তাহলে আপনাদের এমন একটা ইন্টারফেসের নিয়ে চলে আসবে। এবার আপনারা চার নম্বর যে অপশনটা রয়েছে অর্থাৎ এসেন্ট টিওয়াট অপশনে ক্লিক করুন। তাহলেই দেখবেন যে আপনাদের ছবিটি এডিট হয়ে গেছে। এবার এটি সেভ করলেই গ্যালারিতে চলে আসবে।
এবার আপনারা যদি এই দুইটা ছবির মধ্যে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে দুইটা ছবির মধ্য বেশ অনেকটাই পার্থক্য সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রথমটা তুলনায় দ্বিতীয়টা আরো বেশি ডিটেলস ফুল এবং ভাইব্রেট কালার যুক্ত ছবি। যাইহোক আজকের টিউটোরিয়াল এইটুকুই আপনাদের যদি এটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা এপ্লাই করতে পারেন।
আমার মনে হয় একটি পোস্ট সুন্দরভাবে উপস্থাপন করার জন্য মার্ক ডাউন এর পাশাপাশি সুন্দর ছবিও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে আজকে এই টিউটোরিয়ালটা আপনাদের মাঝে শেয়ার করছি। আপনাদের কাছে এই পোস্টটি কেমন লেগেছে আশা করি কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি এটি এপ্লাই করতে আপনাদের কোন সমস্যা হয় সে ক্ষেত্রে ও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি সল্ভ করে দিতে পারব। যাইহোক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থেকে ব্লগটি উপভোগ করার জন্য আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন পোস্টে ততক্ষণ সময় সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।
ব্লগার | @emonv |
---|---|
ডিভাইস | Tecno camon 20 |
শ্রেণী | টিউটোরিয়াল |
আমার নাম মোঃ ইউনুস আলী ইমন। বর্তমানে আমি সিরাজগঞ্জ মৎস ইনস্টিটিউট এর একজন ছাত্র হিসেবে পড়াশোনা করছি। এছাড়া পরিচয় দেওয়ার মতো এখনো কিছু করে উঠতে পারেনি তবে নিজের ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের উপরে কাজ চলমান......। আমি নিজেকে ভেঙে চুড়ে নতুন করে আবিষ্কার করতে অনেক পছন্দ করি এবং আমি মানুষকে সাহায্য করতে অনেক ভালোবাসি। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাতে নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি। আপনাকে স্বাগতম আমার সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য। ভালোবাসা রইলো অবিরাম সবাইকে 💝।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
Upvoted! Thank you for supporting witness @jswit.
এটা একেবারেই ঠিক বলেছে। সঠিক মার্ক ডাউনের পাশাপাশি সুন্দর ছবি একটি ব্লগকে কোয়ালিটি ফুল করতে যথেস্ট সাহায্য করে। বেশ প্রয়োজনীয় একটি টিউটোরিয়াল শেয়ার করেছেন। রিস্টিম করে রাখলাম। আমাকে বেশ সাহায্য করবে এই পোস্টটি । ধন্যবাদ ভাইয়া।
অনেক ভালো লাগলো ছবির এডিট করার বিশেষ কৌশল দেখে। অনেক সুন্দর ভাবে আপনি একটা অ্যাপসের মাধ্যমে কিভাবে ছবির মান উন্নতি করা যায় সেটা দেখিয়েছেন। আর এর মধ্য দিয়ে বেশ ধারণা পেলাম আমি।
অনেক উপকারী এটিউটোরিয়াল আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যেহেতু আমাদের সকলেরই বেশি বেশি ফটোগ্রাফি ধারণ করা লাগে তাই এই টিউটোরিয়ালটা জানা থাকলে ফটোগ্রাফি গুলো দেখতে আরো সুন্দর হয়ে যাবে। আমিও লক্ষ্য করে দেখেছি এই অ্যাপস ব্যবহার করার ফলে অল্প সময়ের মধ্যেই ছবিকে সুন্দর করে তোলা যায়।