প্রতি সেমিষ্টারে চারটা ক্লাস টেস্ট কুইজ টেস্ট ল্যাব অ্যাসাইনমেন্ড মিডটার্ম ভাইবা। এসব লেগেই থাকে। এগুলো আমাদের করতে হয় ৪ মাসে। অন্য প্রবিধানের ছেলেমেয়েরা রীতিমতো অজ্ঞান হয়ে যাবে হা হা। আর আমরা সব পারি। আমরা যেমন দুপুর বারোটাই ঘুম থেকে উঠতে পারি। একইভাবে আমরা ভোর ৪ টাই ঘুমিয়ে ৭ টাই উঠে ইউনিভার্সিটি তে যেতে পারি।