You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭৬

in আমার বাংলা ব্লগ3 months ago

আমাদের সাধন স‍্যার বাংলা ক্লাস নিতেন। বরাবরই বেশ মজার মানুষ ছিলেন। তখন ক্লাস টেন এ পড়ি। অন্যদিকে আমার বন্ধু দীপ্ত ছিল ফাঁকিবাজ। স‍্যার ক্লাসে পড়া ধরছেন এমন সময়

সাধন স‍্যার: এই দীপ্ত দাঁড়া।

দীপ্ত: পারব নানে স‍্যার।

স‍্যার: তোর বাবার নাম কী?? স‍্যারের প্রশ্ন।

দীপ্ত: নিরঞ্জন দও। দীপ্তর উওর।

তখনই স‍্যার বললেন তো পারবি নানে বললি যে। সঙ্গে সঙ্গে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল।

ঘটনাটা আমার স্কুলজীবন থেকে নেওয়া।।

Sort:  
 3 months ago 

আপনার বন্ধু দীপ্ত স্যারের কথা শুনে তো হতবাক হয়ে গিয়েছিলো। যাইহোক খুবই মজা পেলাম।

 3 months ago 

এমন কিছু স্টুডেন্ট থাকে যারা সাধারণ প্রশ্নের উত্তর দিতে ভয় পায় হা হা।