আপনার কবিতার নামের মতোই আজকে আমারও মনটা ভালো নেই আপু। এইজন্যই কবিতা টা আরও বেশি করে পড়তে ইচ্ছা হলো।
কেউ কি জানে, কতটা যন্ত্রণা লুকিয়ে আছে
একটি হাসির আড়ালে? জানে কি,
আমাদের হাঁসির পেছনে যে একটা কষ্ট দুঃখ লুকিয়ে থাকে এই ব্যাপার টার খোঁজ কেউই কখনও রাগে না হা হা। দারুণ লাগল আপনার কবিতা টা আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।