ঠিকই বলেছেন আপু বড় হওয়ার সাথে সাথে যেমন বুঝতে শিখেছি সমস্যা টা ততটাই বেড়েছে। ছোটবেলাতেই ভালো ছিলাম। পৃথিবীতে সবাই স্বার্থপর। কিন্তু সেটা যখন একটা মাএা ছাড়িয়ে যায় তখন বাড়াবাড়ি হয়ে যায়। আমি নিজেও এইরকম। স্বার্থপর আত্মীয়স্বজন সবারই থাকে বা আছে। তাদের জবাব মুখের উপর দিয়ে দিতে হয়।