এখন তাল পাঁকা শুরু হয়েছে। এই সময়ে গ্রাম বাংলার সবচাইতে মজাদার খাবার এই তালের বড়া। আমার খুবই পছন্দের একটা খাবার। দারুণ তৈরি করেছেন তালের বড়া টা। দেখে বেশ লোভনীয় লাগছে কিন্তু।। সবমিলিয়ে দারুণ ছিল আপনার তৈরি তালের বড়াটা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।