মিথ্যা হলো সকল পাপের মা। মিথ্যা থেকেই জন্ম হয় সকল পাপের। সত্য কথা বলার দিবস ব্যাপার টা ভালো লেগেছে আমার কাছে। তবে এইরকম দিধ ধার্য করে সত্য কথা বলার দিবস পালন করা আর ছেড়া চুলে খোপা বাঁধা একই কথা। কোনটাই কোন কাজে আসবে না। যদি এসব কেউ পরিবর্তন করতে পারে সেটা মানুষের বিবেক।
একদম ঠিক বলেছেন যদি আমাদের মাঝে পরিবর্তন না আনতে পারি তাহলে দিবস বা রজনী পালন করে কোনোটাতেই কোন কল্যান আসবে না।