ঠিক বলেছেন ভাই ফোন আলাপে কত কথায় থাকে। কথায় কথা বাড়ে ভালোবাসা বাড়ে। মাঝে মাঝে আমিও আমার বন্ধুদের থেকে এইরকম আবদার পেয়ে থাকি। প্রায়ই পেয়ে থাকি। সেজন্য এই বিষয়টি সম্পর্কে মোটামুটি ধারণা আছে। আমার কাছে থাকলে কখনোই না করি না তাদের। যদিও মুটোফোনে কথা বলার জেনারেশনে আমি না। আমি তো ফেসবুক ম্যাসেনজার এর যুগের ছেলে হা হা।।
যাক আপনার সম্মুখে যে আগের জেনারেশনের কিছু কথা আলোকপাত করতে পেরেছি, এটাই তো অনেক বেশি। ধন্যবাদ ভাই।