আমার বন্ধুদের মুখে মাঝে মাঝে শুনি এই মেস ম্যানেজার হওয়ার প্যারার কথা। আমি মেসে থাকিনা সেজন্য এই অভিজ্ঞতা এখনো আমার অর্জন হয়নি। তবে ঠিকই বলেছেন ভাই জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে এই অবস্থায় ছাএদের চলা সবচেয়ে বেশি মুশকিল হয়ে পড়েছে। প্রথমবার মেস ম্যানেজার হওয়ার অভিজ্ঞতা টা খারাপ ছিল না কী বলেন ভাই। তবে হ্যা ঐ খালা হতে সাবধান।।।।
খালা অন্য লেভেলের মানুষ, এতো ধুর্ত যা বলার মতো না।
খালা হইতে সাবধান।