বাহ আপু বেশ সুন্দর তো। এককথায় চমৎকার লাগছে। আমার কী মনে হচ্ছে জানেন এই রিংটা নিয়ে গিয়ে আমার প্রেয়সির হাতে পড়িয়ে দেয়। এমনটা হলে ও অনেক খুশি হবে। রঙিন কাগজ দিয়ে দারুণ তৈরি করেছেন রিংটা এককথায় চমৎকার। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য আপু।।।
ধাপগুলো দেখে তো শিখে নিলেন।এখন রিংটি বানিয়ে আপনার প্রেয়সির হাতে পরিয়ে দিয়েন দেখবেন সে অনেক বেশি খুশি হবে,😅