You are viewing a single comment's thread from:

RE: ভালো মানুষ হবার কয়েকটি উপায়।

in আমার বাংলা ব্লগlast year

এইসব ইউটিউব ভিডিও হচ্ছে পুরোপুরি ধান্দাবাজি আর ভিউ ব‍্যবসা। একজন মানুষ ভালো হবে কী খারাপ সেটা নির্ভর করে তার পরিবার পারিপাশ্বিক অবস্থা এসবের উপর। একটা মানুষ যখন ছোট থেকে ভালো সুস্থ‍্য একটা পরিবেশে বেড়ে উঠবে। ভালো মানুষের সাথে চলাফেরা করবে তখন সে এমনেই ভালো হবে এটা বলা যায়। সুতরাং এটা পুরাই সিস্টেমেটিক। হঠাৎ করে কেউ চাইলেই কিছু কাজ করে ভালো হতে পারবে না।