সত্যি আপু রেসিপি টা অন্যরকম ছিল। লেমন চিকেন রেসিপি আমি এই প্রথম দেখলাম একেবারে ইউনিক একটি রেসিপি ছিল। এবং দেখতে বেশ লোভনীয় লাগছে। রেসিপি টা দারুণ তৈরি করেছেন। প্রতিটা ধাপ আকর্ষণীয় করে শেয়ার করেছেন এবং সর্বশেষ পরিবেশনাও খুব ভালো ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।।