ব্লাড ডায়ামন্ড সম্পূর্ণ মুভি আমি দেখি নাই তবে ফেসবুকে বেশ কিছু ক্লিপ দেখেছি। যদিও ওইটা দেখে মুভির মাথামুন্ডু কিছুই বুঝছিলাম না। তবে আপনার রিভিউ থেকে মোটামুটি অনেক পরিষ্কার হলাম মুভির মূল প্রেক্ষাপট কী। পৃথিবীতে সবচেয়ে বেশি হীরা রয়েছে আফ্রিকায়। অথচ দেখা যায় তারা গোলাম হিসেবে ঐ হীরা শুধুমাত্র উদ্ধার করে কিন্তু মালিকানায় নিতে পারেনা। অনেক সুন্দর রিভিউ করেছেন মুভি টার।