You are viewing a single comment's thread from:

RE: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ও ভারত-পাক যুদ্ধে বৃটেন, আমেরিকা এবং রাশিয়ার ভূমিকা

in আমার বাংলা ব্লগ3 years ago

২৫ শে মার্চের কালোরাতের কথা ভাবলে এখনও আমাদের শরীর শিহরিত হয়ে উঠে। এই ইতিহাস আমাদের জানা তবে যেটা জানা ছিল না সেটা আপনার পোস্ট থেকে জানলাম।

দেশবিভাগের সব চাইতে বড় কৃত্তিত্ব না তো নেহেরুর, আর না তো জিন্নাহ্ । এ কৃতিত্ব হলো ব্রিটিশ সরকার আর এক অর্বাচীন বৃদ্ধের

এটা একেবারে সঠিক বলেছেন দাদা। আমরা ছিলাম একবৃওে দুই ফুল। আমরা ছিলাম রাম রহিম দুই ভাই যারা হাজার বছর ধরে একসঙ্গে পাশাপাশি বসবাস করছিলাম। কিন্তু ঐ ব্রিটিশ আমাদের মাঝে এই বিভেদের সৃষ্টি করে। অসাধারণ লিখেছেন দাদা।