বাহ অসাধারণ ছিল আপনার উক্তিগুলো। কেউ যদি ভালোমতো আপনার উক্তগুলো পড়ে এবং বুঝে তাহলে জীবনের অনেক প্রশ্নেরই সহজ উওর পাওয়া যাবে।
উত্থান-পতন আপনার জীবন এর সাথেই মিশে আছে, প্রতিটি মানুষের জীবনই বেদনা ও আনন্দের মিশ্রণে বাধা। আপনি একা নন।
এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। আসলে আমরা মনে করি আমি সবচেয়ে বড় ঝামেলায় আছি। বাকি অন্যকারো জীবনে ঝামেলা নেই। আসলে আপু সবার জীবনেই সমস্যা আছে এবং যে সমস্যায় পড়ে শুধু সেই বুঝে। অসাধারণ ছিল উক্তিটা।