সাফারি পার্ক ভিডিওগ্রাফি( পার্ট-৫ )!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
কয়েকদিন আগে আমি সাফারি পার্ক ভিডিওগ্রাফি-৪ পোস্ট করেছিলাম। ওখানে একজন কমেন্ট করেছিলেন সাফারি পার্কে কোন প্রাণী নেই নাকী। আজ আমি সেই ভিডিও টা আপনাদের সাথে শেয়ার করে নেব। ততক্ষণে সাফারি পার্কের বেশ অনেক টা জায়গা আমরা কভার করে ফেলেছি অর্থাৎ ঘুরে ফেলেছি। তবে তখনও বেশ কিছু দেখা আমাদের বাকি ছিল। বলতে গেলে আমাদের ধারণা ছিল না ঐ স্থানে আমরা এগুলো দেখতে পারব। আমরা শুধু সামনের রাস্তা অনুসরণ করে এগিয়ে যাচ্ছিলাম। এরপর আমাদের সামনে চলে আসে বিশাল একটা জায়গা যেটা লোহার নেট দিয়ে আটকানো। এবং ঐ নেটের মধ্যে ইমু গার্ডেন নামের একটা পাখি। পাখিটা বেশ বড় সাইজের। প্রথমবার এমন পাখি দেখছিলাম আমরা।
যদিও প্রথমে আমরা মনে করেছিলাম এটা ইমু গার্ডেন না ঐটা উট পাখি। কিন্তু পরবর্তীতে নামটা লেখা দেখে আমাদের ধারণা পাল্টে যায়। বেশ দারুণ লাগছিল পাখিগুলো দেখতে। ওদের হাঁটার দৃশ্য আমি বেশ কাছে থেকে ধারণ করেছিলাম। ব্যাপার টা বেশ দারুণ ছিল। তবে এর ঠিক পাশেই আরেকটা ঐরকম জায়গাই ছিল উট পাখি। এই পাখিটা নিয়ে ছোটবেলা থেকেই আমার অনেক ফ্যান্টাসি আছে। এই উটপাখি সাইজে বেশ বড় হয়। এটা নাকী সবচাইতে বড় পাখি তবে এটা উড়তে পারে না। পাশের জায়গাই বেশ দূরে দাঁড়িয়ে ছিল উঠপাখি গুলো। দেখতে বেশ দারুণ লাগছিল। মোটামুটি বেশ কয়েকটা পাখি ছিল সংখ্যা একেবারে কম না।
ইমু গার্ডেন এবং উঠাপাখির মধ্যে পার্থক্য আছে খুবই সামান্য। বিশেষ করে বলতে হয় উঠপাখির গলাটা বেশ লম্বা কিন্তু ইমু গার্ডেনের সেরকম না। বেশ অনেক টা সময় আমরা ওখানেই ছিলাম। যেহেতু প্রাণীগুলো আমরা প্রথমবার দেখছিলাম সেজন্য বেশ উচ্ছসিত ছিলাম আমরা। বেশ কাছে থেকে পর্যবেক্ষণ করছিলাম আমরা ওদের। ঐসময় আমি ভিডিও টা ধারণ করে রেখেছিলাম। তবে এতদিন শেয়ার করে নেওয়া হয়নি। কিন্তু আজকে আপনাদের সাথে ভিডিও টা শেয়ার করে নিলাম। আশাকরি আপনাদের বেশ ভালো লাগবে ভিডিও টা।
----- | ----- |
---|---|
ভিডিও ধারক | @emon42 |
ডিভাইস | VIVO 1820 |
সময় | মার্চ,২০২৩ |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
Upvoted! Thank you for supporting witness @jswit.
সাফারি পার্কের পঞ্চম পর্বে আপনি অনেক সুন্দর করে ইমু গার্ডেন এবং উট পাখির ছবি এবং ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার মাধ্যমে আমি এই ইমু গার্ডেন এবং উট পাখিকে দেখার সৌভাগ্য পেলাম। অনেক ধন্যবাদ।