রিয়াল মাদ্রিদ VS জিরোনা!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
LaLiga Tv থেকে স্কিনশর্ট নেওয়া।
জমে উঠেছে লা লীগা। লীগে ২৫ ম্যাচ শেষে শীর্ষ তিন দলের পয়েন্ট ব্যবধান মাএ ১। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা এবং দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। গতকাল রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল জিরোনার সাথে। ম্যাচটা ছিল রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়্যাগো বার্নাব্যুতে। এবং গতকাল ম্যাচটা ছিল রাত ৯ টার সময়। এইজন্য গতকাল ম্যাচ দেখার জন্য আর রাত জাগতে হয়নি। রিয়াল মাদ্রিদের একাদশে কাল ভালভার্দে এবং জুড বেলিংহাম ছিল না। কোচ কার্লো আনচেলওি তাদের বিশ্রামে রেখেছিল। ভালভার্দে একেবারে টানা ম্যাচ খেলছে। তার বিশ্রামের প্রয়োজন আছে। কারণ সামনে বেশ কিছু বড় ম্যাচ রয়েছে। তবে অবাক করা বিষয় ইঞ্জুরি থেকে ব্যাক করেই গতকাল শুরুর একাদশে ছিল ডেভিড আলাবা।
রিয়াল মাদ্রিদ কাল ৪-২-৪ ফর্মেশনে মাঠে নামে। যেখানে দুই উইং এ ছিল রদ্রিগো এবং দিয়াজ এবং মাঝে সেন্টার ফরোয়ার্ডে ছিল এমবাপ্পে এবং ভিনিসিয়াস। যদিও পরে নিজেদের মধ্যে তারা পজিশন সুইং করে নিয়েছিল। অন্যদিকে জিরোনার ফর্মেশন ছিল ৪-৪-২। ম্যাচটা যথাসময়েই শুরু হয়। ম্যাচের শুরু থেকেই বেশ পজেটিভ ছিল রিয়াল মাদ্রিদ। স্বাভাবিক ভাবেই জিরোনা বেশ ডিফেন্সিভ খেলছিল। কিন্তু রিয়াল মাদ্রিদ বেশ আক্রমণে যাচ্ছিল। কিন্তু কোন লাভ হচ্ছিল না। বলতে গেলে একের পর এক সহজ সুযোগ মিস করছিল ভিনিসিয়াস এমবাপ্পেরা। ভালো ফিনিশ করতে পারলে কয়েকটা গোলের দেখা পেয়ে যেত। ম্যাচের ৩০ মিনিটে সবচাইতে সহজ সুযোগ টা পাই রিয়াল মাদ্রিদ। কিন্তু সেটা মিস করে। সত্যি বলতে ভিনিসিয়াস এমবাপ্পের থেকে এমন গোল মিস কোনভাবেই আশা করা যায় না।
তবে মধ্যমাঠে অসাধারণ খেলছিল চুয়োমিনি এবং লুকা মদ্রিচ। ম্যাচের ৪১ মিনিটে কর্ণার পায় রিয়াল মাদ্রিদ। কর্ণার থেকে বল চলে যায় মদ্রিচের কাছে। ডিবক্সের অনেক টা দূর থেকে অসাধারণ এক শর্টে গোল করে লুকা মদ্রিচ। আমার দেখা এই সিজেনের সেরা গোল ছিল এইটা। লুকা মদ্রিচের গোলে ১-০ তে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে যথারীতি নিজেদের আক্রমণের ধারা বজায় রাখে রিয়াল মাদ্রিদ। একের পর এক বন নিয়ে লেফট উইং দিয়ে ডিবক্সে ঢুকে যাচ্ছিল ভিনিসিয়াস। কিন্তু ফাইনাল সেই ফিনিশ যেন কোনভাবেই আসছিল না। অন্যদিকে এমবাপ্পে একের পর এক চেষ্টা চালালেও কোন লাভ হচ্ছিল না। এভাবেই এগিয়ে যেতে থাকে খেলা। এক গোলে এগিয়ে থাকলেও গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ৮৩ মিনিটে এমবাপ্পে এবং ভিনিসিয়াসের দারুণ বোঝাপড়ায় এমবাপ্পের সহায়তায় গোল করে ভিনিসিয়াস। অনেক দিন পরে লা লীগায় গোলের দেখা পাই ভিনিসিয়াস। এই গোলে ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের একেবারে শেষ দিকে এন্ড্রিকের বাড়িয়ে দেওয়া বল থেকে দারুণ একটা সুযোগ পাই এমবাপ্পে। কিন্তু কোন লাভ হয়নি। প্রতিপক্ষ গোলরক্ষক বেশ দারুণ সেভ দেয়। এমবাপ্পে অনেক চেষ্টা করেও কোন গোল করতে পারেনি। সবমিলিয়ে ২-০ তেই শেষ হয় ম্যাচ টা। ম্যাচে সর্বোচ্চ রেটিং নিয়ে ম্যাচ সেরা হয় লুকা মদ্রিচ। গতকাল রিয়াল মাদ্রিদ বেশ ভালো খেলেছিল। রিয়াল মাদ্রিদ তাদের পরবর্তী ম্যাচে রিয়াল সোসিয়েদাদ এর মুখোমুখি হবে। তবে ওটা কোপা দেল রে এর সেমিফাইনাল।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
0.00 SBD,
1.23 STEEM,
1.23 SP
Daily task