শিরোপার রেসে টিকে থাকলো মাদ্রিদ!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
ইতিমধ্যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন লীগ থেকে নকআউট হয়েছে। বার্সেলোনার কাছে কোপা দেল রে এর শিরোপা হারিয়েছে। তবে এখনও লা লীগা টাইটেল রেসে টিকে আছে তারা। এই সিজেনে লা লীগার ম্যাচ আছে আর চারটা। এবং শীর্ষস্থানীয় বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান চার। আগামী সপ্তাহে এল ক্ল্যাসিকো তে দুইদল আবার মুখোমুখি হবে। ঐদিনই সম্ভবত নিশ্চিত হয়ে যাবে এবার কে হচ্ছে লা লীগা চ্যাম্পিয়ন। গতকাল রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল সেল্টা ভিগোর সাথে। ম্যাচটা রিয়ালের ঘরের মাঠে হলেও বেশ চ্যালেঞ্জিং ছিল। খেলাটা ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টাই। এই ম্যাচে রিয়াল মাদ্রিদের ডিফেন্সের অবস্থা ছিল খুবই করুণ। সেরকম কোন সেন্টার ব্যাক ছিল না। চুয়োমিনি এবং তরুণ রাহুলের উপরই ভরসা করে কার্লো আনচেলওি।
এইদিন শুরুর একাদশে ছিল আর্দা গুলার। রিয়াল মাদ্রিদ ৪-৪-২ ফর্মেশনে মাঠে নামে। যেখানে আক্রমণভাগে ছিল ভিনিসিয়াস এবং এমবাপ্পে। অন্য দিকে সেল্টা ভিগোর ফর্মেশন ছিল ৩-৪-৩। ম্যাচের প্রথমেই বেশ কয়েকটা দারুণ সুযোগ তৈরি করে সেল্টা ভিগো। কর্ণার থেকে আসা বলে হেড দিয়ে বলটা গোলে রাখলেও কর্তোয়ার দারুণ সেভ গোলটা ঠেকিয়ে দেয়। অন্য দিকে রিয়াল মাদ্রিদ বেশ আক্রমণ করছিল। কিন্তু গোল করতে পারছিল না। বেশ দারুণ কিছু সুযোগ তারা তৈরি করে। বিশেষ করে বলতে হয় আর্দা গুলারের কথা। এইদিন ছেলেটা অসাধারণ খেলেছে। তবে ভাবতেই খারাপ লাগে ছেলেটাকে কার্লো আনচেলওি পুরো সিজেন বেঞ্চে বসিয়ে রেখেছিল। ম্যাচের ৩৩ মিনিটে ডিবক্সের বাইরের দিক থেকে অসাধারণ একটা শর্টে গোল করে আর্দা গুলার। এবং রিয়াল মাদ্রিদ ১-০ তে এগিয়ে যায়।
ম্যাচের তখন ৩৯ মিনিট। বেলিংহামের দেওয়া থ্রু বল নিয়ে প্রতিপক্ষের আক্রমণভাগে চলে যায় কিলিয়ান এমবাপ্পে। শর্ট নেওয়ার আগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেও দারুণ একটা গোল করে কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ ২-০ তে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও সুন্দর খেলতে থাকে মাদ্রিদ। ম্যাচের ৪৮ মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে দারুণ একটা থ্রু বল দেয় আর্দা গুলার। বেশ চমৎকার ছিল পাসটা। ঐ বল দেখে সুন্দর একটা ফিনিশ করে কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ পুরো ৩-০ তে এগিয়ে যায়। ম্যাচের ৬৭ মিনিটে কার্লো মাঠ থেকে রাহুল আসেনসিও রে তুলে নেয়। এরপরই যেন সমস্যার শুরু হয়। মাদ্রিদের ডিফেন্স কিছুটা ভেঙে পড়ে। যার ফলে ৬৯ এবং ৭৬ মিনিটে সেল্টা ভিগো দুইটা গোল করলে তারা ম্যাচে ফিরে আসে।
ম্যাচে তখন ৩-২ চলছে। আরও দারুণ কিছু পজেটিভ আক্রমণ করে সেল্টা ভিগো। দারুণ সব চান্স ক্রিয়েট করলেও শেষ পযর্ন্ত গোল করতে পারেনি। তবে তারা খুব কাছাকাছি ছিল। অন্য দিকে ম্যাচের শেষের দিকে বেলিংহাম ভিনি দারুণ কিছু বল পায়। ঐ জায়গা থেকে তারা যদি ঠিকমতো পাস দিত অন্যজনকে তাহলেই গোল আদায় করা সম্ভব হতো। কিন্তু তারা সেটা মোটেই করেনি। ফলাফল ব্যবধান আর বাড়েনি। শেষ মূহূর্ত পযর্ন্ত একটা উওেজনা কাজ করেছে। ম্যাচ শেষের বাঁশি দিলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট যোগ হয়। পরের ম্যাচে ১১ মে বার্সেলোনার ঘরের মাঠে এল ক্ল্যাসিকো। ঐ ম্যাচের উপরেই অনেক কিছু নির্ভর করবে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1919314229682753612?t=bH1kn8Kme8G0QnQp4g3M8g&s=19
https://x.com/Emon423/status/1919314621724512512?t=3HEQZhlpJrZtcKF-iTXbGA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.